নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ আহম্মেদ

রাশেদ আহম্মেদ › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার নও

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৬

__________________

এখনো মন খারাপ হলে

তোমায় নিয়ে লেখা

কবিতার খতাটা উল্টায়।

অনেক কষ্টের মাঝেও একটু

ভাল থাকার চেষ্টা, আর কি।

কত স্বপ্নই দেখিয়ে ছিলে তুমি

আজ সবি আমার অপরিচিত।

তোমায় ভেবেছিলাম

নিঃসঙ্গ জীবনের বেচেঁ থাকার অবলম্বন,

দিক হারা নাবিকের ধ্রুবতারা।

আর সেই তুমিই চলে গেলে

আমায় রেখে অন্য কোন তরীতে।

আমি বাধা দেয়নি কখনো

তোমার কোন চাওয়া পাওয়ায়

তাই আজ চলে গেলে আমায় মাঝ

সমুদ্রে ভাসিয়ে

সুখের সন্ধানে।

চলেই যখন যাবে তবে কেন এসেছিলে ক্ষণিকের

সুখ দিতে

কেন বাচাঁর আশা দেখিয়ে

চলে গেলে আমায় অসীম শূন্যতায় একা করে।

নিঃসঙ্গ জীবনে বেচেঁ থাকার কি কষ্ট

কখনোই বুঝবে না তুমি।

হাজার মানুষের ভীড়ে আমি

বড়ই নিঃসঙ্গ।

কেউ হৃদয় ভাঙ্গার শব্দ শুনেনা,

আমার ভিতরে আমিই আর্তনাদ করে মরি,

পাথরের মত কেঁদে যায় দিন রাত্রি।

তোমায় ঘিরেই ছিলো বেচেঁ থাকার সকল

আয়োজন

আর সেই তুমিই আজ আমার নেই।

বেচেঁ থাকার সকল আয়োজন আজ

থেমে গেছে প্রায়।

যে পৃথিবীতে এক সময়

হাজার বছর বেচেঁ থাকার ইচ্ছে ছিলো,

এখন একটি মূহুর্তও অসহ্য লাগে।

কি করে বুঝায় বল

তোমায় ছাড়া বেচেঁ থাকা কতটা যন্ত্রণাময়।

ভাবতেই আজ বেমানান লাগে

সেই তুমি আর আমার নেই।

হৃদয়ের সব টুকু জমিই তোমার

নামে লিখে দিয়েছিলাম

আজ সেই জমি পতিত পড়ে থাকে।

কি আর করার

ভাল থাকতে চেয়েছো, ভালই থাকো।

সুখি হবে ভেবেছো, সুখিই হও,

আমার থেকে অনেক বেশি।

আমার আর বেচেঁ থাকা, ছন্নছাড়া জীবন,

আমিও বেচেঁই থাকব, শুধু মরেছে তো মন।

হয়তো আমার আকাশে উঠবে না চাঁদ

ছড়াবে না আলো

উড়বে না পাখি, গায়বে না গান

তাতে কি তোমার

স্মৃতি গুলো তো আছে অসংখ্য

দিন রাত্রি আমাকে পুড়াবার জন্য।

খুব শুনতে ইচ্ছে করে, তুমি একবার ডাকো

তোমার দেওয়া ঐ প্রিয় দুটি নাম ধরে।

খুব ইচ্ছে করে তোমার হাত দুটি ধরে

একবার বুকের উপর রাখতে।

খুব ইচ্ছে করে, তোমায় একবার

বলি ভালবাসি।

খুব শুনতে ইচ্ছে করে তোমার মুখের

ঐ কথাটা, আমিও তোমায় ভালবাসি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৭

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল। শুভেচ্ছা জানবেন।

২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

রাশেদ আহম্মেদ বলেছেন: ওকে ওকে আপনাকেও সুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.