![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ জন্মদিন-
কবিতার ছন্দে, মনের আনন্দে,
মনের মাধুরী মিশিয়ে
এক গোছা ফুলের সুবাস ছড়িয়ে দেই
কামনা করি হৃদয়ের অন্তঃস্থল থেকে
শুভ হোক তোমার জন্মদিন।
পড়ে থাকা আমি এক অবহেলিত কবি
আমি এক নবীন কবি
হৃদয়ে আঁকা তোমারই প্রতিচ্ছবি
তোমারই জন্মদিনে কি-ই বা দেব আমি?
তাই শুধু কামনা করি শুভ হোক তোমার
জন্মদিন।
হয়তবা সেদিন সন্ধ্যাবেলা কাটা হবে এক
বিশালাকার কেক,
অজস্র কন্ঠে ধ্বনিত হবে হ্যাপি বার্থ ডে টু
ইউ,
©somewhere in net ltd.