![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে একজনের সাথে মজার এক কথোপকথোন শেয়ার করছি প্রিয় সহব্লগারদের জন্য।
-কেমন আছেন?
-ভালো, আপনি?
-জি ভালো। চিনতে পেরেছেন?
-না
-দেখুন তো মনে করতে পারেন কিনা? ( চোখ টিপ মারলো, ইমো দিলো আরকি!!! কেন দিলো বুঝলাম না!!! )
- আপনি কি কোন এঞ্জেল?
-কি বলছেন এসব!! আমি এঞ্জেল হবো কেন!!
- ( এবার আমি চোখ টিপ মারলাম ইমো দিয়ে)
-চোখ টিপ মারেন কেন? ( মুখ হা করে ফেলল, যথারীতি ইমোতে, হায়রে ইমো)
- তাহলে আপনি নিশ্চিত কোন প্রিন্সেস
-আজিব, কি হয়েছে আপনার? এসব কি বলছেন!!!
- সে এক বিরাট কাহিনী ( লুলায়িত ইমো দিলাম)
- (এবার সে রেগে গিয়েছে, ইমোতে)
-( দিলাম এখান হাসি, আগুনে ঘি ঢালা আর কি)
-আপনি কি আসলেই আমাকে চিনতে পারছেন না? নাকি দুস্টুমি করছেন? আর এসব কি বলছেন!!!
- না (দুস্টুমি করবো কেন!!! কি ভয়ানক কথা!!! মুখ দিয়ে বের হয়ে গেল, "মাইরালা, আমারে কেউ মাইরালা)
- তাহলে ( এবার সে হতাশ)
- আসলে ফেসবুকে যে হারে মেয়েরা এঞ্জেল আর প্রিন্সেস হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হয় ফেসবুকে না "আলিফ লায়লা " তে আছি। প্রতি দু'তিন জনে একজন প্রিন্সেস নয়তো এঞ্জেল থাকেই, তাই ভাবলাম আপনি বুঝি " কোহেকাফ নগর " এর বাসিন্দা, তাহাদেরই একজন
- ভাইয়া, আলিফ লায়লা কি??? ( এবার মনে হয় চিল্লাইয়া বলি, " পুইতা ফালা , আমারে কেউ মাটিতে পুইতা ফালা)
- আপনি ছোট বেলায় বিটিভি তে "আলিফ লায়লা " দেখেন নি?
- না
- কি দেখতেন?
- আগে তো আম্মুর জন্য টিভি দেখতেই পারতাম না, সারাদিন "কাহানী ঘার ঘার কি " দেখতেন
- এখন দেখেন?
- এখন তো ছোট ভাইটি সারাদিন পোকেমন, ডরেমন দেখে
- আর আন্টি?
- উনি তো এখন "সাত পাকেঁ বাঁধা, মা "এগুলো দেখেন
- ওহ ( কাইন্দা দিলাম ইমোতে)
- ভাইয়া কাঁদেন কেন?
- আপনার অবস্থা দেখে, আপনি না পেয়েছেন "আলিফ লায়লা"র মজা, না সৌভাগ্য হয়েছে আপনার " কোথাও কেউ নেই, অয়োময়, বহুব্রীহি, রুপনগর " এর মতো নাটক দেখার।
- (মন খারাপের ইমো)
- মন খারাপ না করে, ইউটিউবে যান, কিছু পর্ব পাবেন নাটকগুলোর, কিছু ওয়েব সাইটেও আছে নাটকগুলো দেখুন, ভালো লাগবে কথা দিচ্ছি। আজকালকার ওপার বাংলার "সাত পাঁকা বাঁধা " আর এপার বাংলার "গুলশান এভিনিউ " নামক ডেইলি সোপের তুলনায় এদের মুল্য আপনি নিজেই বুঝবেন।
- থ্যাংকস
- যান, আগে দেখেন, পরে থ্যাংকস দিয়েন
- আপনি যেহেতু বলেছেন অবশ্যই ভালো হবে
- বিষম খেলাম আমার প্রতি আপনার আস্থা দেখে
- ভাইয়া, "বিষম " কি?
- আরেক দিন বলবো .... ( হাসি)
০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭
রাশেদ অনু বলেছেন: আসলেই পুরনো নাটকগুলো ভীষণ মজাদার আর আকর্ষণীয় ছিল।
বিটিভিতে রাতের খবরের পর এখন প্রচারিত হচ্ছে কিছু নাটক।
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ।
২| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
সেলিম মোঃ রুম্মান বলেছেন: বিটিভি তে ইদানিং দেখছি এই জনপ্রিয় নাটকগুলো আবার দেখাচ্ছে। কিছুদিন আগে দেখলাম কোথাও কেউ নেই, কয়েকদিন হলো শুরু হয়েছে এইসব দিনরাত্রি।
০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
রাশেদ অনু বলেছেন: অনেকদিন পর সেই নাটকগুলো দেখে আসলেই ভীষণ ভালো লাগে।
ধন্যবাদ পোস্টটি কষ্ট করে পড়ার জন্য।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩
রাহুল বলেছেন: পুরোনো দিনের কথা মনে করিয়ে দিবার জণ্য ধন্যবাদ।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯
রাশেদ অনু বলেছেন: সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪
স্বপনচারিণী বলেছেন: পুরনো নাটক গুলোর নাম দেখে এখানে আসলাম। ছোট বেলায় দেখা নাটক, খুব গভীরভাবে মনেও নেই। আমি ঠিক করেছি একসময় এই নাটক গুলো দেখবো। পুরনো ভাল লাগা শুধু নয় শিক্ষণীয় অনেক কিছু পাব আমরা এগুলো থাকে, সেই সাথে নির্মল আনন্দ।