নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্ক নিজে বলার মতো যোগ্যতা এখনো হয়নি। শুধু এটুকুই বলতে পারি লিখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, দেখতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, বলতে ভালোবাসি এবং বুঝতে ভালোবাসি। বাকিটা না হয় পরিচয় হওয়ার পর জেনে নেয়া যাবে।

রাশেদ অনু

facebook.com/rashed.anu

রাশেদ অনু › বিস্তারিত পোস্টঃ

মেঘবালিকার জন্য রূপকথা- জয় গোস্বামী

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭

(বহুদিন আগে, একজন এই কবিতা আর একগুচ্ছ গোলাপ আমায় দিয়েছিলো।

বহুকাল পর, আজ হটাৎ তাহারে মনে পড়লো।

আমার অত্যন্ত প্রিয় এই কবিতাটি তাই আপনাদের জন্য শেয়ার করলাম)



আমি যখন ছোটো ছিলাম

খেলতে জেতাম মেঘের তলে,

একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে,

"এই ছেলে , নাম কিরে তোর?"

আমি বললাম, "ফুস মন্তর"

মেঘবালিকা রেগেই আগুন, " মিথ্যে কথা, নাম কি কখনো হয় এমন?"

আমি বললাম, " অবশ্যই হয়, আগে আমার গল্প শোন"

সে বলল," শুনবো না, যা''

আমি বললাম, " তোমার জন্য নতুন করে লিখব তবে"

সে বলল, " সত্যি লিখবি?"



লিখতে লিখতে সবই যখন সবেমাত্র দু'চার পাতা

হতাৎ তখন ভূত চাপল আমার মাথায়।

খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে।

একজনকে মনে হল এরই মধ্যে অন্যরকম

এগিয়ে গিয়ে বলি তারে," তুমিই কি সেই মেঘবালিকা, তুমিই কি সেই?"

সে বলল," মনে নেই তো, আমার এসব মনে নেই তো।

আর হ্যাঁ, শোন,এখন আমি মেঘ নই আর।

সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়।"

বলেই হতাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে

অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে,

মিলিয়ে গেল খরস্রোতে।

মিলিয়ে গেল দূরে কোথাও।

আমি কেবল বসেই রইলাম

ভেজা শুধু এক কাপড়ে গাছের তলায়।



বসেই রইলাম

বৃষ্টি নাকি মেঘের জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: আমারও ভীষন প্রিয় মেঘ বালিকার কবিতাটা।:)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৪০

রাশেদ অনু বলেছেন: ধন্যবাদ শায়মা।
কবিতাটি আসলেই অনেক সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.