নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

অবহন

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫২




দ্রোহশূন্যতায় আগুন সব জল হয়ে যায়
মরুভূমির বুকে গাছ নেই বলে
আজ্ঞানুসারী পাখিদের শোকমিছিলে
আরাধিত রক্তবীজ চেতনার আমিত্ব দর্শন।

আদিম কালচক্রে জল সব বাষ্প হয়ে যায়
আত্মিক কাঁকড়া বিছার নগ্ন উৎসবে
একদল গুহামানব কৃপাণ হাতে
জন্ম দেয় হাজার বছরের ক্রান্তিবলয়।

তারপর আমরা ঘাস,পাতা,ফুল আর কংক্রিটের
আবর্তে, মোহ কিংবা মোহহীনতায় অবহত মুখোশের
ভিড়ে আকাশ মাটির দিকে স্থির তাকিয়ে থাকি।
যদি কিছু খুঁজে ফেরা যায়!

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: দীপ্ত কথামালা। ভালো লাগা জানবেন।

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।

২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০২

হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত!

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল রূপক।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯

জেন রসি বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম প্রোফেসর।

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: তারপর আমরা ঘাস,পাতা,ফুল আর কংক্রিটের
আবর্তে, মোহ কিংবা মোহহীনতায় অবহত মুখোশের
ভিড়ে আকাশ মাটির দিকে স্থির তাকিয়ে থাকি।
যদি কিছু খুঁজে ফেরা যায়!


অসাধারন...

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

আনন্দিত হলাম।

৫| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৩

শায়মা বলেছেন: :)

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৯

জেন রসি বলেছেন: বুঝলাম::)

৬| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৬

রোদেলা বলেছেন: খুঁজে পেতে ইচ্ছে করে খুব ,ভালো লাগলো।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

ভালো থাকবেন।

৭| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৫

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

৮| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: প্যারা ১ এবং ২ সো সো।

লাস্ট প্যারাটা ভাল্লাগছে।

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১১

জেন রসি বলেছেন: কবিতা লেখার চেষ্টা চালাইতেছি।

প্যারা ১ এবং ২ সো সো এবং লাস্ট প্যারাটা ভাল্লাগছে জেনে আনন্দিত হলাম।::)

৯| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

১০| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: কবিতায় ১০০ পেয়ে যাচ্ছো ভাইয়া !!!!!! সাবধান!!!!!!!!!! :)

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮

জেন রসি বলেছেন: আমি কানের উপর পাশ করা টাইপ মানুষ!!

এত নম্বর দিয়া কি করমু!!!!!!!

১১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেগেছে ।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩

আমি সৈকত বলছি বলেছেন:



তারপর আমরা ঘাস,পাতা,ফুল আর
কংক্রিটের
আবর্তে, মোহ কিংবা মোহহীনতায় অবহত
মুখোশের
ভিড়ে আকাশ মাটির দিকে স্থির তাকিয়ে
থাকি।
যদি কিছু খুঁজে ফেরা যায়!

______
সত্যিই যদি কিছু খুজে ফেরা যায়,
বা সত্যিই যদি কিছু খুজে পাওতা যায় বা সত্যিই যদি কিছু খুজে পাওয়া যেত!!!!! :(

মুগ্ধতা ও শুভ কামনা কবি
ভালো ও সুস্থ থাকুন সব সময় আমাদের ক্ষুধা নিবারনের নিমিত্তে......


২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৯

জেন রসি বলেছেন: মানব জাতির কাজই হচ্ছে খুঁজে ফেরা।

এই খুঁজে চলার কোন শেষ নেই।

আপনিও ভালো ও সুস্থ থাকুন সব সময় আমাদের ক্ষুধা নিবারনের নিমিত্তে......

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=3aLUn2qoA1Y


গান শোনো ভাইয়ু!!!!!!!!!

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০

জেন রসি বলেছেন: কথায় কথায় হয়না কথার নিলাম..........লাইনটা চমৎকার লেগেছে।

১৪| ১৫ ই মে, ২০১৫ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.