নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

আমার কিংবা আমাদের শেষ মধ্যাহ্নভোজনে

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:০৩

শব্দ থেকে দু একটি অক্ষর
ছিঁড়ে নিলে এমন আর কি!
যদিও তুমি বলতে পার
একটি নক্ষত্র ছুটে গেলে
মহাকাল ভেঙে যাবে।

আদিম গুহায় যে মানব এঁকেছিল
নির্বাক জীবনের আত্মদর্শন
তার থেকে একটি তীরবিদ্ধ
জংলী পশুর লাশ যদি আমি
নিয়ে আসি,তবে চলে এসো!
হয়ে যাক বেঁচে থাকার নির্মম
কিংবা মধুর আয়োজনে
আমাদের শেষ মধ্যাহ্নভোজন।

অথবা নিয়ে আসব সেই নিষিদ্ধ ফল,
শয়তানকেও নিয়ে আসতে পারি!
সাথে নিয়ে আসব প্রস্তর যুগের
এক খণ্ড বরফ,মহুয়ার মদের
সাথে মিশিয়ে পান করব
মাতাল স্বপ্নের আকণ্ঠ মাতলামি।

আর যদি না আসো, তবে থাক!
আমি একাই বিস্ফোরিত হব,
প্রসারিত হব, তারপর শুন্যে
মিলিয়ে যাবার পূর্বমুহূর্তে বিন্দু
হয়ে যাব কোন এক বৃত্তের ভিতর!



মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

আনন্দিত হলাম।

২| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:১০

লেখোয়াড়. বলেছেন:
আপনার লেখাগুলো ভাল হয়।

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:২১

জেন রসি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই।

আনন্দিত হলাম।

৩| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:২৮

শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ, বেশ ভালো একটা ইউনিট হইছে। সবটুকুই দারুন। ফিলোসফিকাল। :)

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: কবিতায় ফিলোসফি না থাকলে কেমনে কি! ;)

ধন্যবাদ নদী ভাই। :)

৪| ২৮ শে মে, ২০১৫ রাত ১:২০

উর্বি বলেছেন: আর যদি না আসো, তবে থাক!
আমি একাই বিস্ফোরিত হব,
প্রসারিত হব, তারপর শুন্যে
মিলিয়ে যাবার পূর্বমুহূর্তে বিন্দু
দারুন

২৮ শে মে, ২০১৫ দুপুর ২:২৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ।

আনন্দিত হলাম।

৫| ২৮ শে মে, ২০১৫ দুপুর ১:১১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে ।

২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৫৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

৬| ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৪৬

কাবিল বলেছেন: অনেক অনেক ভাল লাগলো।

২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৫৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

৭| ২৮ শে মে, ২০১৫ রাত ৮:৫৮

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৮ শে মে, ২০১৫ রাত ১০:০৯

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন।

৮| ২৮ শে মে, ২০১৫ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

২৮ শে মে, ২০১৫ রাত ১১:২৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ভালো থাকবেন।

৯| ৩০ শে মে, ২০১৫ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৩০ শে মে, ২০১৫ রাত ১১:১৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

ভালো থাকবেন।

শুভকামনা রইল।

১০| ৩১ শে মে, ২০১৫ রাত ১:১৬

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: দেরিতে পড়লাম। কবিতা চমৎকার লেগেছে। ষষ্ঠ ভালো লাগা।

৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৩২

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ভালো থাকবেন।

১১| ৩১ শে মে, ২০১৫ দুপুর ১:০৮

উধাও ভাবুক বলেছেন: পুরোটাই চমৎকার।

শুভকামনা রইল।

৩১ শে মে, ২০১৫ দুপুর ১:১৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাবুক ভাই।

ভালো থাকবেন।

শুভকামনা রইল।

১২| ৩১ শে মে, ২০১৫ রাত ১১:১৬

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: যদি না আস,একাই বিস্ফোরিত হব।
মিলিয়ে যাওয়ার পূর্বে বিন্দু হব।

ভাল লাগা জানবেন।

০১ লা জুন, ২০১৫ রাত ১২:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

শুভকামনা রইল।

১৩| ০১ লা জুন, ২০১৫ রাত ১২:৫৮

উর্বি বলেছেন: বার বার পড়লেও নতুনই লাগে

০১ লা জুন, ২০১৫ রাত ১:০৩

জেন রসি বলেছেন: হা হা হা.......

আনন্দ পাইলাম।

ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

১৪| ০২ রা জুন, ২০১৫ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: শেষ প‌্যারা বেশী ভালো লাগল। বাকিটাও সুন্দর।

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:২৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

আনন্দিত হলাম।

ভালো থাকবেন সবসময়।

১৫| ০২ রা জুন, ২০১৫ রাত ৯:০৪

জুন বলেছেন: মহুয়ার মদে মাতাল স্বপ্নের আকণ্ঠ মাতলামির

চমৎকার কবিতা জেন রসি
+

১০ ই জুন, ২০১৫ রাত ১০:৫০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

আনন্দিত হলাম।

ভালো থাকবেন সবসময়।

১৬| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:০০

ভ্রমরের ডানা বলেছেন: কি সুন্দর কবিতা। পূর্ণ স্বাদ পেলাম। ধন্যবাদ। ভালো থাকবেন

৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই।

আপনাকে পূর্ণ স্বাদ দিতে পেরে আমিও আনন্দিত। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.