নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

একমুঠো স্বপ্ন কিনে খাই………

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৬



প্রজাপতির ডানায় ভর করা দুএকটি বিষাদ,
আজ আমাকে একখণ্ড মেঘ এনে দিয়েছিল।
বেঁচে থাকার মুহূর্তে, তোমাদের মৃত্যুর স্বাদ
অশ্রুজলে মুছে দিয়েছিল এক হৃদয়ের খাঁদ।

বিশ্বব্যাংক থেকে কুড়িয়ে আনা একমুঠো সুখ!
ফোঁটা ফোঁটা রক্তের ঝরে যাওয়া বৃষ্টিতে
দেখেছিলাম বিস্ময়!এক অর্ধমৃত শিশুর মুখ!
প্রেমিক প্রেমিকার চুম্বনে বিমূর্ত অসুখ।

জানো কি!আমারো ছিল এক স্বপ্ন বিশেষ
যদিও আমিও ছিলাম এক ভ্রান্ত পথিক
মায়াবী পৃথিবীর সব স্বপ্নের মত,নিঃশেষ!
হৃদয়ের কাছাকাছি, অদূরেই হৃদয়ের শেষ।

ওহে! সব ক্ষুধার্ত কবির দল
চল! আজ একমুঠো স্বপ্ন কিনে খাই………

মন্তব্য ৬০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯

বলাকা মন বলেছেন: সুকান্ত খেয়েছিলো চাঁদ আর আপনি খাবেন স্বপ্ন।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৮

জেন রসি বলেছেন: এ পৃথিবীর অধিকাংশ মানুষের কাছেই চাঁদকে ঝলসানো রুটির মতই লাগার কথা! আমার সেই সমস্যা নেই।বেঁচে থাকার জন্য যা দরকার তা ক্ষেতে পারি। কিন্তু যখন দেখি অনেকেই পারছে না তখন অন্যরকম এক সমাজের স্বপ্ন দেখতে ইচ্ছে করে।তখনই আবার নিজের অক্ষমতা বুঝতে পারি।তাই তখন স্বপ্নটাকেই খেয়ে ফেলতে ইচ্ছে করে!!!

ধন্যবাদ আপনাকে।

২| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩

রিকি বলেছেন: ভাই কবিতা তো লা জওয়াব কিন্তু Mohawk আর Spike চুলের পাঙ্ক গুলো স্বপ্ন কিনতে যাচ্ছে না ৩০ ডলারে গেঞ্জি !!!! /:)

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩

জেন রসি বলেছেন: ৩০ ডলারের গেঞ্জিতে লেখা আছে destroy capitalism।তাই একদল মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য সেই গেঞ্জি কিনতে যাচ্ছে। ;)

৩| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৫

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

ভালো থাকুন সবসময়।

৪| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্নতেও ভেজাল
কর্পোরেট স্বপ্ন
ভুমিখোরের ভুমি অবৈধ দখলের স্বপ্ন
ঘুষখোরের ঘুষের স্বপ্ন!
ভন্ড ধার্মিকের ধর্ম নিয়ে বানিজ্যের স্বপ্ন!

তাই স্বপ্নে স্বপ্ন কিনতে গেলে
দেখূ বুঝে নিন
এক নং আদি আসল খাঁটি
ফরমালিন মুক্ত, এক্সপায়ার ডেটে
ওভার ল্যাপিং তারিখ
ভার্চুয়াল ফেক কিংবা ডিজটাল
প্রতারকের সনদ নির্ভর স্বপ্ন যেন না হয়!

কিন্তে চাই নির্ভেজাল, সত্য, সলিড
আনকোড়া, নন বায়াসড, খাঁটি,
সুরেষ সরিষার মতো নয়-
একেবারে ঘানি ভাঙ্গা
ময় ময় ঘ্রানে মাতাল করা
সোঁদা মাটির গন্ধ মাখা
সরলতায় মাখামাখি স্বপ্ন!

;)

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

জেন রসি বলেছেন: সেই উপায় কি আছে? সব স্বপ্নই আজ কর্পোরেট হাউজের দাসত্ব বরণ করেছে।কবি কিংবা বিপ্লবীরাও আজ কর্পোরেট বাজার থেকে স্বপ্ন কিনে খায়! সব স্বপ্নের আজ একই উৎস, আর তা হচ্ছে মুনাফা মুনাফা এবং মুনাফা। সেটা দেশপ্রেমেই হোক কিংবা ধর্মপ্রেমেই হোক সব খানেই প্রযোজ্য।

ধন্যবাদ বিদ্রোহী ভাই।বিদ্রোহ অব্যাহত রাখুন। কোন একদিন কিছু একটা হয়েও যেতে পারে। ;)

ভালো থাকুন সবসময়।

৫| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বপ্ন কিনতেও তো টাকা লাগে। কে দিবো?

কবিতায় মুগ্ধতা।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২

জেন রসি বলেছেন: অনেকদিন পর রাজপুত্রের আগমনে আনন্দিত হলাম।

ঠিক বলেছেন। স্বপ্ন কিনতেও টাকা লাগে। তাই মানুষ টাকার জন্য স্বপ্ন বিক্রয় করে, উপার্জিত টাকা দিয়ে আবার স্বপ্ন কিনবে বলে!

আমরা সবাই আধুনিক দাস।

ভালো থাকুন সবসময়।

শুভ কামনা রইলো।

৬| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩

কাবিল বলেছেন: চমৎকার।



ভাল লাগা রইল।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।

আপনার মন ভালো হয়েছে?

নাকি এখনও প্রশ্নের মধ্যেই আছেন!

৭| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

রিকি বলেছেন: অতটুকু লেখা দেখতে পাইনি ;)

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

জেন রসি বলেছেন: কোন সমস্যা নাই। আপনিও একটা কিনে ফেলতে পারেন। দাম মাত্র ৩০ ডলার। ;)

ব্লাড ডায়মন্ড মুভির একটা রিভিউ দিলে ভালো হইত!

৮| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

শতদ্রু একটি নদী... বলেছেন: বিষাদকে কি কোয়ান্টিফাই করা যায়? অপার্থিব জগতে হয়তো যায়, ঠিক যেমন বিমূর্ত অসুখ থাকা একমাত্র আপনার মনেই সম্ভব। ;)

কবিতা ভালো হইছে। আগের চেয়ে অনেক ভালো হইতেছে। সুন্দর বিস্তার ঘটছে।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

জেন রসি বলেছেন: অনুভূতিকে কোয়ান্টিফাই করা যায়না কিন্তু অনুভূতির উৎসের সন্ধান করা যায়। তাই অপার্থিব জগতে থেকে পার্থিব উৎসের সন্ধান পাওয়া যাবে না। সেটার জন্য পার্থিব জগতেই বিরাজ করতে হবে। বিমূর্ত অসুখ সবার মধ্যেই কম বেশী আছে। তাই এক মিনটকেও মাঝেমাঝে ৬০ সেকেন্ড মনে হয়। ;)

নদী ভাই, কবিতার বিবর্তন ভালোর দিকে যাইতেছে শুইনা আনন্দিত হইলাম। :)

৯| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: জানো কি!আমারো ছিল এক স্বপ্ন বিশেষ
যদিও আমিও ছিলাম এক ভ্রান্ত পথিক


স্বপ্নকে কি, চাইলেই পাওয়া যায় !!

সুন্দর কবিতায় ভালো লাগা।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

জেন রসি বলেছেন: স্বপ্নকে চাইলেই পাওয়া যায় না।

কিন্তু কিছু স্বপ্ন আছে যেটা পাওয়ার রাস্তা মানুষ জানে। কিন্তু জেনেও সে ঠিক উল্টা পথেই হেঁটে বেড়ায়।স্বপ্ন থেকে অনেক দূরে!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

১০| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৬

নীলপরি বলেছেন: কবিতায়+। মর্মভেদী। তবে ঠিকঠাক স্বপ্নের ফেরীয়ালা পাবেন ? শুভকামনা।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি আপু।

স্বপ্নের ফেরীয়ালারা সব আজ মুনাফার সন্ধানে!

ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো।

১১| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


স্বপ্ন শুধু স্বপ্ন মাত্র, মস্তিস্ক বিকার,
এ কথা কেমন করে, করিব স্বীকার!

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪১

জেন রসি বলেছেন: স্বপ্ন যদি শুধুই মস্তিষ্ক বিকার হয় তবে যারা স্বপ্ন পূরণের কাজ করে তাদের কাজকেও বিকারগ্রস্থের কাজ মনে হবে।

ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

১২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই। অনেক।

হৃদয়ের কাছাকাছি, অদূরেই হৃদয়ের শেষ।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

হৃদয়ের ধ্বংসস্তূপ হৃদয়ের কাছেই লুকিয়ে থাকে।

ভালো থাকবেন সবসময়।

অনেক অনেক শুভকামনা রইলো।

১৩| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: চিবিয়ে খাব সব স্বপ্নের ভেলা কে। খুব সুরুত কবিতা।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই।

আপনার ডানায় আনন্দ ভর করুক এবং আপনি আনন্দে স্বপ্ন চিবিয়ে খান এই কামনা করছি।

ভালো থাকবেন সমসময়।

১৪| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:২২

দর্পণ বলেছেন: স্বপ্ন খেয়ে ফেলবেন? তাহলে কবিরা স্বপ্ন দেখবে কেমনে?

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫০

জেন রসি বলেছেন: দর্পণ ভাই, কবিদেরও আজকাল স্বপ্ন কিনে খেয়ে ফেলতে হয়। যারা স্বপ্ন দেখে তাদের জন্যও আজ হরেকরকমের বাজার রয়েছে!

১৫| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫৭

রিকি বলেছেন: আচ্ছা ভাইয়ের কথা রাখব--- ব্লাড ডায়মন্ড দিব। মেলা আগে দেখেছিলাম, আবার দেখে নিব :) ৩০ ডলার= ২৩৪০ টাকার গেঞ্জি এটা !!!! :-*

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৩

জেন রসি বলেছেন: ৩০ ডলার= ২৩৪০ টাকার গেঞ্জি এটা !!!!

ঠিক ! ঠিক!

এভাবেই আজকাল বিপ্লবের স্বপ্ন নিয়ে বাণিজ্য করা হয়!!!!

১৬| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২১

উধাও ভাবুক বলেছেন: দারুন।

শুভকামনা রইল।

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাবুক ভাই।

ভালো থাকবেন সবসময়।

শুভকামনা রইলো।

১৭| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০১

রিকি বলেছেন: ১ ডলার ৭৮ টাকা করে হিসেব করেছি--- তাহলে ৩০ ডলার দেখেন !!!! মানুষ কমলা বিপ্লব করে আপনি তো গেঞ্জি দিয়ে বিপ্লব ঘটিয়ে দিলেন !!!!! =p~

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: গেঞ্জি দিয়ে বিপ্লবের স্বপ্ন বিক্রয় হচ্ছে!!!

কমলা, লাল, নীল সব বিপ্লবই আজ বাজারে কিনতে পাওয়া যায়। ;)

১৮| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিশ্বব্যাংক থেকে কুড়িয়ে আনা একমুঠো সুখ দিয়ে কি একমুঠো স্বপ্ন কিনে খাওয়া যাবে। :P

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫১

জেন রসি বলেছেন: সেই চেষ্টাই সবাই করতেছে!আজকাল সুখ কিংবা স্বপ্ন যাই বলুন না কেন সব বিশ্বব্যাংক থেকেই আমদানি হচ্ছে! :P


শুভকামনা রইলো।

১৯| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩২

উর্বি বলেছেন:
মায়াবী পৃথিবীর সব স্বপ্নের মত,নিঃশেষ!
হৃদয়ের কাছাকাছি, অদূরেই হৃদয়ের শেষ।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৪

জেন রসি বলেছেন: খবর ভালো??

নতুন কারো হাত পা ভেঙে দিয়েছেন নাকি পরিকল্পনা চলছে??

স্বপ্ন বাস্তবায়িত হোক এই কামনা করছি। :)

২০| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৫

উর্বি বলেছেন: হাত পা ভাংগি নাই নিজের মন নিজেই ভাংসি :(

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:০২

জেন রসি বলেছেন: বলেন কি???

এইটা কিন্তু ঠিক কাজ হয় নাই!

হেমিংওয়ে বলেছিলেন মানুষ ধ্বংস হলেও পরাজিত হয়না।

তাই মন যদি ধ্বংস হয়েও থাকে, পরাজিত হতে দিয়েন না।

২১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৭

উর্বি বলেছেন: বুঝতেসি না! এই জুলাই মাসটা আমার জন্য সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। মঝে মাঝে মনে হয় হাউমাউ করে কান্না করি! সবসময় এত কথা,এত উপেক্ষা আর ভাল্লাগতিসে না ! এদিকে মা বাবার জন্য শক্ত করে ধরে রাখতে হচ্ছে নিজেকে। জানি না কতদিন পারব এই শক্ত খোলস ধরে রাখতে। মন চায় যেদিকে দুই চোখ যায় হেটে যাই সব কিছু থেকে দূরে,পালায়ে যাই , কি করব সত্যই জানি না ............

০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৩২

জেন রসি বলেছেন: মনে হচ্ছে কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সবার সব সময় ভালো যায়না।কিন্তু খারাপ সময়ের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করাটাই বীরত্ব। সেখান থেকে পালিয়ে আসলে কোথাও যাওয়া যায় না। আপনি যখন নিজের মত করে লড়াই করবেন তখন অনেকেই অনেক খারাপ কথা বলবে।পথে বাঁধা হয়ে দাঁড়াবে। কিন্তু সেসবে দুঃখ পেয়ে থেমে গেলে হবে না। যারা খারাপ কথা বলে কিংবা উপেক্ষা করে তাদের অগ্রাহ্য করুন। তাদের জন্য আপনি কেন দুঃখ পেয়ে কাঁদবেন। বরং নিজের স্বপ্ন পূরণের জন্যই লড়াই করে যান। সে পথ যত কঠিনই হোক না কেন আপনি তা অতিক্রম করতে পারবেন এই শুভকামনা করি।

লালন দেশের কইন্যা, এত সহজে ভেঙে পড়লে কিভাবে হবে??

২২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৬

উর্বি বলেছেন: লম্বা যুদ্ধ! সেই ২০১০ থেকে শুরু হইসে ... :((
আর সহ্য হয় না! খুব মন খারাপ লাগে! আমিও একটা মানুষ,এটা বুঝা উচিত তাদের।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৭

জেন রসি বলেছেন: যুদ্ধ কিন্তু সবাই করতে পারে না।যারা করে তাদের সেই ক্ষমতা আছে বলেই করে। আপনার মধ্যেও সেই ক্ষমতা আছে।

মানুষই কিন্তু মানুষের সাথে নিষ্ঠুর আচরন করে। তারপরেও বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে হয়।

তারা অবশ্যই কোন একদিন আপনাকে বুঝতে পারবে।

শুধু একটা কথাই মনে রাখবেন, হাল ছেড়ে দিলে কিন্তু হবে না........

২৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩০

উর্বি বলেছেন: ক্লান্ত ক্লান্ত ভীষন :(

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪২

জেন রসি বলেছেন: Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

ROBERT FROST

ক্লান্তি আসবে, তবুও থেমে থাকা চলবে না।

২৪| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০০

উর্বি বলেছেন: The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২১

জেন রসি বলেছেন: :) :) :)

সুতরাং মন খারাপ না করে আরো শক্ত হাতে হাল ধরুন।

২৫| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪১

লেখোয়াড়. বলেছেন:
কবিতায় কেমন বাম বাম ছন্দ আছে বটে!!

পুঁজিবাদ নিপাত যাক, সমাজতন্ত্র গর্জেউঠুক।
কবিতায় +++++++++++++++++++

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই।

বাম বাম ছন্দগুলোকেও আজকাল পণ্য বানিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে!!

গর্জে উঠার স্বপ্নগুলো আজ পুঁজিবাদ দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে!!

ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো।

২৬| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৭

লেখোয়াড়. বলেছেন:
মানুষের মৌলিক অধিকারগুলোকে পণ্য বানিয়ে বেশিদিন বাণিজ্য করা যায় না।
পৃথিবীর বহু পতন তার স্বাক্ষ্য দেয়....................

হে হ হে হে ...........................

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০২

জেন রসি বলেছেন: লেখোয়াড় ভাই,

মানুষের মৌলিক অধিকার বলতে যদি আমরা খাদ্য, বস্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার অধিকারকে বুঝি তাহলে বলতে হবে মানুষর এই সব অধিকার নিয়ে সবসময়ই বাণিজ্য করা হয়। ইতিহাসে বহু শাসকের পতন হয়েছে। কিন্তু মানুষের মৌলিক অধিকার নিয়ে বাণিজ্য কিন্তু থেমে থাকেনি। পুঁজিবাদের বিরুদ্ধে যখনই মানুষ বিদ্রোহ করেছে, তখনই পুঁজিপতিরা পরিবর্তিত কৌশলে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আরো শক্তিশালী করে তুলেছে।এমন কি তারা সুকৌশলে বিপ্লবের স্বপ্ন নিয়েও বাণিজ্য করে যাচ্ছে।

২৭| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৭

কলিন রড্রিক বলেছেন: শেষের দু'টি লাইন অসম্ভব ভালো লেগেছে

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ কলিন রড্রিক ভাই।

আজকাল সবকিছুর মত স্বপ্নও কিনে খেতে হয়!!

ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো।

২৮| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৯

প্রামানিক বলেছেন: বিশ্বব্যাংক থেকে কুড়িয়ে আনা একমুঠো সুখ!
ফোঁটা ফোঁটা রক্তের ঝরে যাওয়া বৃষ্টিতে
দেখেছিলাম বিস্ময়!এক অর্ধমৃত শিশুর মুখ!
প্রেমিক প্রেমিকার চুম্বনে বিমূর্ত অসুখ।

চমৎকার কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:০০

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো।

২৯| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানো কি!আমারো ছিল এক স্বপ্ন বিশেষ
যদিও আমিও ছিলাম এক ভ্রান্ত পথিক-
জানিনা এ ভ্রান্তির শেষ হবে কবে
স্বপ্ন খেয়েই বেঁচে আছিগো কবি
ভ্রান্তির স্বপ্নবিলাস নাকি স্বপ্নের ভ্রান্তিবিলাস বুঝিনা
ভালোলাগার কবিতা
অনেক ধন্যবাদ

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

যেখানে ভ্রান্তির শেষ, সেখানেই নতুন ভ্রান্তির জন্ম হয়।

তাই স্বপ্নের মধ্যেই ভ্রান্তি লুকিয়ে থাকে।

ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো।

৩০| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্ন কিনেই খেতে হবে মনে হচ্ছে :) । কবিতা ভাল লেগেছে ।

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

সবকিছুই যখন কিনে খেতে হয়, তখন স্বপ্ন আর বাদ থাকবে কেন?

ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.