![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
আজ নাহয় বিষাদ হলাম
রবে কিছু সুখ!
রোদ জোছনার বিপন্ন উৎসবে
অবনত মানুষের মুখ।
কয়েকটি লাইন থেকে চুরি
করে নেব আজ শব্দের বিমূর্ত সুর।
তোমাদের হৃদয়ের অতল
থেকে কুড়িয়ে পাওয়া একমুঠো ভাঙচুর!
আজ নাহয় ঝড় হব
ডুবে যাওয়া নাবিকের সমুদ্র ঢেউ
তোমাদের ঝরে যাওয়া অশ্রুবিলাসে
তোমরা কি, তোমাদের কেউ?
আমি বরং কেউ হব না, কেউ না.....
দিয়ে দাও, তোমাদের সব হৃদয়ের ক্ষত!
আমি আজ সমুদ্র স্নানে যাব
ডুবে যাব সব নিয়ে, মৃত্যুর মত।
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৫
জেন রসি বলেছেন: ছন্দ বিষয়ক জ্ঞান আমার খুব কম। যখন যেভাবে ভালো লাগে সেভাবেই লিখে ফেলি।
আমরা আসলেই কেউ না। তারপরও কিছু একটা হওয়ার জন্য মানুষের আজন্ম লড়াই!
একা একা হেঁটে যান, আলো ছায়ার মেলায়
যখন দেখবেন সব পাতা ঝরে গেছে সে বেলায়...
জেনে নিবেন আমরাও আছি নিজস্ব বলয়ে
কিন্তু ঘুরছি এক সাথেই, সেই বিদগ্ধ খেলায়।
যদিও আমরা কেউ না, কেউ না!
২| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কয়েকটি লাইন থেকে চুুরি
করে নেব আজ শব্দের বিমূর্ত সুর।
তোমাদের হৃদয়ের অতল
থেকে কুড়িয়ে পাওয়া একমুঠো ভাঙচুর!
সুন্দর।
কবিতার নামেই এক মুঠো অভিমান।
ভাল লাগলো ।
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১২
জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
কবির কোন অভিমান নাই। কবি কেউ না। যারা কেউ না তাদের কোন অভিমান থাকে না। তাই সবার সব অভিমান কবিকে দিয়ে দিতে বলা হয়েছে। সব নিয়ে কবি আনন্দে ডুব মারবে!
শুভকামনা রইলো আপনার জন্য।
৩| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০০
অপু তানভীর বলেছেন: আপনের বিপরীত কবিতা লিখে ফেললুম কিন্তু
আজকে না হয় সুখী হলাম
রবে না কোন দুখ
রোদ জোছনায় ভরা উৎসবে
উন্নত মানুষের মুখ
আরও কয়েকটি লাইণ যোগ করে আজ
বানাবো নতুন শব্দের সুর
তোমাদের হৃদয়ের অতলে
পৌছে দেবো সুর সে সুমধুর......
আজকে না হয় রোদ হবে
ফিরবে যত সমুদ্রের ঢেউ
তোমরাআজকে আনন্দ বিলাসে
তোমাদেরই তো কেউ না কেউ !
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬
জেন রসি বলেছেন: বাহ! বাহ!
চমৎকার হয়েছে অপু ভাই।
কবি সুখেই আছে। যারা কেউ না, তারা সবসময় সুখেই থাকে। তাই কবি সবার দুঃখ নিয়ে যেতে চাচ্ছে।
আজ যদি সুখে থাকো
রঙিন ঘুড়ির স্বপ্ন আঁকো
মনে রেখো তবে
দুখ কিন্তু তাহার পাশেই
ঘাপটি মেরে রবে।
তাই যদি দেখো দুঃখের ঝড়
হৃদয় জুড়ে শুধু ধড়ফড়
তবে হয়ে কেউ না
দেখবে দুঃখটাও কেউ না।
৪| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: কয়েকটি লাইন থেকে চুড়ি
এখানে চুরি হবে বোধহয়। ভাল লাগল কবিতা
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯
জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রোফেসর।
ঠিক করে দিয়েছি।
কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ভালো থাকুন সবসময়।
৫| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫
কাবিল বলেছেন:
আমি বরং কেউ হব না, কেউ না.....
দিয়ে দাও, তোমাদের সব হৃদয়ের ক্ষত!
আমি আজ সমুদ্র স্নানে যাব
ডুবে যাব সব নিয়ে, মৃত্যুর মত। [/siতকা
চমৎকার
ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ।
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।
আসলে সুখ একটা আপেক্ষিক ব্যাপার।
কেউ হতে গেলেই সুখ দুঃখের হিসাব নিকাশ চলে আসতে পারে। তাই কেউ না হয়ে আনন্দে থাকাটাই ভালো।তখন ত্যাগকেও ভোগের মতই মনে হয়।
ভালো থাকুন সবসময়।
৬| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬
লেখোয়াড়. বলেছেন:
আমি বরং কেউ হব না, কেউ না.....
ভাল বলেছেন।
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই।
কেউ না হওয়ার একটা অন্যরকম আনন্দ আছে।
৭| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬
মায়াবী রূপকথা বলেছেন: শেষটা বেশ হয়েছে। দারুন লাগলো
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ রুপকথা আপু।
কেউ না হয়ে গেলে জগতকে অনেক ভাবেই অবলোকন করা যায়।
৮| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৪
উর্বি বলেছেন: আমি বরং কেউ হব না, কেউ না.....
দিয়ে দাও, তোমাদের সব হৃদয়ের ক্ষত!
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০১
জেন রসি বলেছেন: কেউ হইতে গেলেই বিপদ!!
কাটা চামচ দিয়া মেঘ বের করা একটা ঝামেলার ব্যাপার!
৯| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩
উর্বি বলেছেন: হিহিহিহিহিহিহিহিহিহিহি
তাইলে ফ্রুড় ফরক ইউজ করব.।
প্রিয়তে রাখলুম কবিতাটা
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫
জেন রসি বলেছেন: কেউ না টাইপ কবির কিছু না মার্কা কবিতা প্রিয়তে রাখার জন্য অনেক ধন্যবাদ।
তার চেয়ে বরং কেউ না হয়ে যান! দেখবেন মেঘ সব অন্য কোন হার্ড ডিস্কে আটকে যাবে! তখন সেই অন্য কাউকে একটা কাটা চামচ উপহার দিতে পারেন!
১০| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৮
উর্বি বলেছেন: মেঘ খামু বইয়া বই্ইয়া
কি মজা কি মজা
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪২
জেন রসি বলেছেন: অভিমানের সাগরে হাবুডুবু খাইয়া লাভ কি??
বরং যারা হাবুডুবু খায়, তাদের উদ্ধার কাজে অংশগ্রহন করুন!!!
১১| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩০
শতদ্রু একটি নদী... বলেছেন: থিওরী না থাকলেও ছন্দের বোধ একটা বড় ব্যাপার। একটা কবিতার এক অংশ ছন্দ মিলাবেন, আবার বাকীটা মিলাইতে না পাইরা যদি কোনভাবে লিখে ফেলেন ওইটা অসঙ্গতিপূর্ন লাগে।
আমার ছন্দ নিয়া মোহ নাই ওইভাবে, প্যারায় প্যারায় ছন্দ মিলাইতে ভালোই লাগে। মুক্তগদ্যই সোজা মনে হয়,আর ওইটাই বেশি পছন্দ।
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৭
জেন রসি বলেছেন: কবিতার সাথে ছন্দের একটা আদিম সম্পর্ক আছে। আবার ওই ছন্দের বলয় থেকে বের হয়ে আসার জন্যই অনেক কবি মুক্তগদ্য কিংবা মুক্ত পদ্যে নিয়ে কাজ করেছেন। সময়ের সাথে কবিতার গঠনমূলক কাঠামো পরিবর্তিত হয়।
১২| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৪
সুমন কর বলেছেন: অাসলে আমরা সবাই একা !!
স্নেহময় সুন্দর কবিতা।
১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫২
জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
আমরা সবাই একা কিন্তু প্রতিনিয়ত আমারা একা না থাকার জন্য সংগ্রাম করি। এটা অনেকটা প্যারাডক্স এর মত।
ভালো থাকুন সবসময়।
১৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৩
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
কেউ না হলে চলবে কি করে ?
একটা কিছু তো হতেই হবে ! কারো বন্ধু, কারো ভাই, কারো সন্তান কিম্বা কারো বাবা ।
আর যদি "কেউ" একজন না হয়ে ওঠাই যায় তবে "আমার আমি" তো হয়ে ওঠা যায় । যায় না কি ?
ভালো লাগলো ।
১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ জী এস ভাই।
কিছু না কিছু হতে গিয়েই মানুষ জীবনের স্বাদ ভুলে যায়।তাই মাঝেমাঝে কেউ না হয়ে জীবনকে অবলোকন করার মধ্যেও মজা আছে।
ভালো থাকুন জী এস ভাই।
শুভ কামনা রইলো।
১৪| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৯
শায়মা বলেছেন: হায় হায় ডুব দেবার আগেই ডুবাডুবির কবিতা!!!!!!!!
ভাইয়া এইটা সুইসাইডাল কাব্য হয়ে গেলো কিন্তু!!!!!!
১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৮
জেন রসি বলেছেন: মাঝে মাঝে সুইসাইড করা ভালো!
এতে জীবন আরো উপভোগ্য হয়।
১৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪২
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
শেষাংশে ভালো লাগার মাত্রা বেশি!
আমি বরং কেউ হব না, কেউ না.....
দিয়ে দাও, তোমাদের সব হৃদয়ের ক্ষত!
আমি আজ সমুদ্র স্নানে যাব
ডুবে যাব সব নিয়ে, মৃত্যুর মত।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬
জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
আপনিও ভালো থাকবেন সবসময়।
শুভকামনা রইলো।
১৬| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫১
নীলনীলপরী বলেছেন: তুমি বিষাদ হলে
আমি হবো দুঃখ
শুষে নেবো সব অবনত মুখের
যাপিত যাতনা......
বিপন্ন নয়, আনন্দ উৎসবে সামিল হবে তারা
জ্যোস্নায় ফোটাবে ফুল
ঝলমলে রোদ দুপুরে রিমঝিম বাদলধারা
ঝরাবে হাসিতে।
চুরি করে নেবো সকল আর্তনাদ
আর্ত আতুড় নাচবে উল্লাসে
থেমে যাবে ঝড়, স্তব্ধিত হবে অশ্রু
রয়ে যাবে শুধুই স্নিগ্ধ ভালোবাসা
রচিত হবে প্রেম!
তুমি আমৃত্যু হবে
অবিনাশী নক্ষত্রের মত জ্বলজ্বলে তারকা
আমি হবো রৌদ্র
মেঘ থেকে এনে দেবো ছায়া, জল সুশীতল ধারা
চৌচির ফেটে যাওয়া ক্ষরা মাটিকে করবো শ্যামল
শস্য হাসবে, পাখিরা গাইবে।
সুন্দর ধরিত্রী বেঁচে রইবে আনন্দ কলগানে
আরও কয়েককোটী আলোকবর্ষকাল.........
১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৯
জেন রসি বলেছেন: তুমি দুঃখ হলে আমি বিষাদ হব না!
ওদের মত, তোমার দুঃখ নিয়েও উড়াল দিব।
তুমিও সামিল হবে আনন্দ উৎসবে
আমি সেখান থেকেই সুখ কুড়িয়ে নিব।
তুমি চুরি করে নিলে সকল আর্তনাদ
আমি কেড়ে নিব সব, দিয়ে যাব
আনন্দের বৃষ্টি বিলাস,তোমরাও ভিজবে
আমি নাহয় স্বপ্ন গিলে খাব।
অমর হতে আসিনি আমি, তোমাদের
সুখের কাছেই আমার নতজানু সুখ
তাই ওদের সাথে তোমাকেও বাঁচতে হবে
আনন্দ মিছিলে দেখে যাব তোমার তৃপ্ত মুখ।
বরং আমি বিষাদ হব তোমার দুঃখ নিয়ে
তুমি বরং আনন্দ নিয়ে উৎসবে মেতে থাক
যেমন থাকে স্নিগ্ধ গাংচিলের দল!
১৭| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩০
শায়মা বলেছেন: ভাইয়া তুমি কি জীবানানন্দের প্রেত সাধক হতে চাচ্ছো?????
১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৭
জেন রসি বলেছেন: আমি কেউ না। আমি কেউ না হয়েই আনন্দে আছি।
১৮| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫০
শতদ্রু একটি নদী... বলেছেন:
এইসব শনিবারে কারো মনে আত্মসম্মোহন জাগে,
আর এ.সি. থেকে নেমে আসে শীতল ডানার পাখিরা!
পাখি নয়, তাদের কুচি কুচি পালক-
শীতল শীতল, খুঁটে খায় যাদু আপেল, আপেলের বীজ;
এইসব শনিবারে আত্মসম্মোহনে জেগে ওঠে কেউ...
এইসব শনিবারেই শনির দশায় ধরাশায়ী হয় কেউ!
সেই কেউ আমি না, সেই কেউ তুমি না,
সেই কেউ, একেবারেই কেউ না...
১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:২২
জেন রসি বলেছেন: এইসব শনিবারে শনিরাও ভয় পায়!
তাদের মধ্যেও জেগে উঠে সম্মোহন!
মায়াবী জগতের সব প্রেত মুখ
কেড়ে নেয় তাদের সব অপার্থিব সুখ।
আমরা সেখানেও কেউ না।
এখানেও কেউ না।
আমরা কি কেউ?
১৯| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি আজ সমুদ্র স্নানে যাব
ডুবে যাব সব নিয়ে, মৃত্যুর মত।
দারুন।
১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩২
জেন রসি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই!
খবর কি আপনার?
ইদানিং মনে হয় খুব ব্যস্থ আছেন।
শুভকামনা রইলো।
২০| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৭
শায়মা বলেছেন: হায় হায় নদীভাইয়ু এসব কি লিখেছে শনিবার রবিবার!!!!
শনিবার হলে তার মাথা হয় নষ্ট
আহা কি যে কষ্ট!!!!
মনে পড়ে বালিকারা ঝালমুড়ি কলিকায়
দিয়েছিলো টান আর কাশতে কাশতে বের হয়েছিলো জান!!!!!!!
১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৬
জেন রসি বলেছেন: শনিবারে শনিদের মাথা হয় নষ্ট
তাই তারা হয়ে যায় খানিকটা ভ্রষ্ট।
তাই দেখে পরীদের মনে বড় কষ্ট!
২১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৩
শতদ্রু একটি নদী... বলেছেন:
আমি ঠিকই আছি, তুমি পথ ভ্রষ্ট,
রোজার দিনের মানইজ্জত করছো তুমি নস্ট।
হইছে মনে হয় জন্ডিস, মনে ভীষন কস্ট??
আহা কি আর করা, বিগড়াইছে অদৃষ্ট...
১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৭
জেন রসি বলেছেন: নদী ভাই, মাথা রাখেন ঠাণ্ডা
উড়িয়ে চলুন আপনার ঝাণ্ডা।
পরীরা নিজেরাই অদৃষ্ট
নিজেরাই নিজেদের সৃষ্ট!!!!
২২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি আজ সমুদ্র স্নানে যাব
ডুবে যাব সব নিয়ে, মৃত্যুর মত। এতো অভিমান কেন কবি?
কবিতায় ভালোলাগা রইল, শুভকামনা।
১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩২
জেন রসি বলেছেন: অভিমান নেই। আনন্দ নিয়েই সকলের দুঃখ নিয়ে ডুব দেওয়ার এই আয়োজন।
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইলো।
২৩| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: এতগুলা মন্তব্য পড়তে পড়তে কবিতাই ভুলে গেলাম!
১২ ই জুলাই, ২০১৫ রাত ১:২৫
জেন রসি বলেছেন: হা হা হা..........
ধন্যবাদ রাখাল ভাই।
শুভকামনা রইলো।
২৪| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, সার্চ দিয়া হজমীগুলির লিস্ট বানাইয়া একটা পোস্ট দিয়েন রেটিং আর টেস্ট সহ। খালা গোত্রের অনেকের ভীষন দরকার
১২ ই জুলাই, ২০১৫ রাত ১:২৭
জেন রসি বলেছেন: এই দায়িত্ব রিকি আপুকে দেওয়া যাইতে পারে।রেটিং দেইখা রিভিউ দেওয়াতে উনি উস্তাদ।
২৫| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৩
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, আপনে রিকোয়েস্ট কইরেন। আইডিয়া কৃতিত্ব পুরাই আপনে নিয়েন
১২ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৯
জেন রসি বলেছেন: আইডিয়া কৃতিত্ব আপনার! আপনারা আগাইয়া যান। আমি পিছনেই আছি।
২৬| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৬
মনিরা সুলতানা বলেছেন: দুঃখ না অভিমান ?
পড়তে ভালোলাগছিল
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭
জেন রসি বলেছেন: অন্য কারো দুঃখ নিয়ে ডুব দেওয়ার আনন্দ। কবির কোন দুঃখ নাই। কবি সবসময় খুশী!
ধন্যবাদ মনিরা আপু।
শুভকামনা রইলো।
২৭| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০১
নীলপরি বলেছেন: সুন্দর শব্দ চয়ন। ভালো লাগলো পড়তে।
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
শুভকামনা রইলো।
২৮| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৭
জুন বলেছেন:
তোমাদের হৃদয়ের অতল
থেকে কুড়িয়ে পাওয়া একমুঠো ভাঙচুর!
ভালোলাগলো শব্দগুলো কবিতার জেন রসি ।
+
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১
জেন রসি বলেছেন: ধন্যবাদ জুন আপু।
হৃদয় থাকলে কিছু না কিছু ভাঙচুরও হবে!
শুভকামনা রইলো।
২৯| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
আজ নাহয় বিষাদ হলাম
রবে কিছু সুখ!
রোদ জোছনার বিপন্ন উৎসবে এখানে মাত্রাটা ঠিক থাকেনি বলে মনে হচ্ছে।
অবনত মানুষের মুখ।
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৪
জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
কিছু জায়গায় মাত্রার হেরফের হয়েছে।
শুভকামনা রইলো।
৩০| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৫
শায়মা বলেছেন: জিনিভাইয়া হজমী খাক
শতদ্রুভাইয়া তাই দেখুক বসে বসে আর রিকি আপুনি সব কিছুর হিসাব রাখুক।
কত ধানে কত চাল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭
জেন রসি বলেছেন: ঠিক আছে!!!
কত ধানে কত চাল এইটা হিসাব করার দায়িত্ব আপনার!!!!!
খবর ভালো???
৩১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: জিনিভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!
তুমি এখনও ডুবোনি??????????????????
আমি বরং কেউ হব না, কেউ না.....
দিয়ে দাও, তোমাদের সব হৃদয়ের ক্ষত!
আমি আজ সমুদ্র স্নানে যাব
ডুবে যাব সব নিয়ে, মৃত্যুর মত।
যাইহোক আমি ডক্টরের কাছে যাচ্ছি......
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪২
জেন রসি বলেছেন: কয়েক ঘণ্টা পরেই ডুবে যাব!!!!!
আবার হাতুড়ী ডক????
৩২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০
শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!!!!
ডুবুরী হয়ে যাচ্ছো!!!!!!!!!!!!
না এটা তো হাতুড়ী ডক না এটা কুড়াল ডক!!!!!!!!!!!
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৪
জেন রসি বলেছেন: প্রকৃতি বারবার বাঁধা দিচ্ছে!
তাই এখনও সাঁতার কাটতেছি!!!!
আপনার জন্য জীন ডক দরকার!!!!
নদী ভাইয়ের সেই জীন...........!!!!!
৩৩| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০০
শায়মা বলেছেন: নদীভাইয়াকে নিউ জব দেওয়া হচ্ছে ঈদ উপলক্ষ্যে ঢাকার সব রাস্তা ক্লিনিং!!!!!!!!!!!!!!!!!
জীন আসলে ভয় পাবে আমার ভাইয়ুটা। থাক থাক জীন ডাকার দরকার নেই তাও আবার ডক!!!!!!!!!
মা্ই গড আমার তো আবার এক পাগলা ডকের কথা মনে পড়ে গেলো সে না শুনলেই হয়!!!!!!!
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৬
জেন রসি বলেছেন: আপনি কি নিজেকে হীরক রাজার রানী ভাবেন???
হইলেও হইতে পারেন!!!!!
নদী ভাই ক্লিন করলেও মানুষের কল্যাণে করবে।আপনার হুকুমে না!!!!!
জীন আপনার সাথেই আছে!!!
ডাকার দরকার কি????
৩৪| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭
শতদ্রু একটি নদী... বলেছেন: ডাক্তারের কাছে তো যাবেই, সংযমের মাসে অতিরিক্ত ভোগজনিত কারনে ক্রনিক বদহজম হইছে। শারিরিক এবং মানসিক অশান্তিতে আছে মনে হয়
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯
জেন রসি বলেছেন: সংযমের বাধ্যবাধকতা থাকলে, সেটা ভাঙ্গার প্রচেষ্টাও থাকবে!!!
৩৫| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: ঐ তোরে বলছে!!!!!!!!!!!!! না!!!!!!!!!!!!!!!!
শতদ্রু পাগলা মাথা!!!!!!!!!!!!!!!!!!
আমি অশান্তিতে থাকবো কেনো!!!!!!!!!!!!!!!!!!
অশান্তিতে থাকুক তোমার বালিকার মা মানে তোমার শ্বাশুড়িআম্মা মানে আমাদের নিউ শতদ্রু লন্ড্রীর বর্তমান মালকীন!!
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩১
জেন রসি বলেছেন: কে যেন বলেছিল, অহিংসা পরম ধর্ম!!!!
৩৬| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫
শায়মা বলেছেন: যাইহোক ঝগড়াঝাটি আর শতদ্রুভাইয়ার কান্নাকটি মুলতবী রইলো ফিরে আসি আগে!!!!!!!!!!!!!!!!!
বাই বাই
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৪
জেন রসি বলেছেন: আপনি কি ঝগড়ায় নোবেল প্রাইজ পাওয়ার চেষ্টায় আছেন নাকি???!!!
৩৭| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: দেখেন, কাটাকুটির কথা বলে নাকি। ভীষনভাবেই সম্ভব
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬
জেন রসি বলেছেন: এমনিতেই ভয়ে সারাক্ষন কান্নাকাটি করে!!!!!
তার উপর আপনি দেখাইতেছেন কাটাকাটির ভয়!!!!!
এত নিষ্ঠুর হইলে কেমনে হবে????
৩৮| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮
রিকি বলেছেন: আমি বরং কেউ হব না, কেউ না.....
দিয়ে দাও, তোমাদের সব হৃদয়ের ক্ষত!
আমি আজ সমুদ্র স্নানে যাব
ডুবে যাব সব নিয়ে, মৃত্যুর মত।
১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
জেন রসি বলেছেন: মাঝেমাঝে ডুবে ডুবে জল খাওয়া ভালো!!!
৩৯| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৩
শায়মা বলেছেন: আমি কান্নাকাটি করি???
কোনদিন কাঁদতে দেখছো শুনি?????????????????
১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:২২
জেন রসি বলেছেন: কতবার দেখলাম!!!!!!!!!!!!!!
ভুইলা গেছেন??????????
৪০| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৬
শায়মা বলেছেন:
কেমনে???????????
কোথায়?????????????????
কখন???????????????????????????
১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৯
জেন রসি বলেছেন: বলব না!!!!!!!!!!!!!
সেটা এক গোপন কাহিনী!!!!!!!!!!
আপনাকে বললে আর দেখব কিভাবে??????
৪১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:১৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দূর্দান্ত ভালো লাগলো।শুভেচ্ছা।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:২১
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।
অনেক আনন্দিত হলাম।
ভালো থাকুন সমসময়।
শুভকামনা রইলো।
৪২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: আমি বরং কেউ হব না, কেউ না.....
দিয়ে দাও, তোমাদের সব হৃদয়ের ক্ষত!
আমি আজ সমুদ্র স্নানে যাব
ডুবে যাব সব নিয়ে, মৃত্যুর মত।
খুব ভাল লাগলো ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
জেন রসি বলেছেন: আনন্দিত হলাম!
ধন্যবাদ আপনাকে।
৪৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
ধূর্ত উঁই বলেছেন: কেউ না হওয়াই ভাল ।
০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪০
জেন রসি বলেছেন: তাহলে আপনি ধূর্ত হইলেন কেন???
৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ধূর্ত উঁই বলেছেন: ধূর্ত উই হওয়ার চেষ্টা করুন
০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪৩
জেন রসি বলেছেন: একবার বলেন কেউ না হওয়া ভালো!!! আবার বলেন ধূর্ত হইতে!! ভাইজান কি অতি হতাশায় দিশেহারা হইয়া গেছেন নাকি??
৪৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
তার আর পর নেই… বলেছেন: আপনার এইটার প্রথম লাইন দারুণ!
এইটার প্রথম লাইন দিয়ে আমে এইমাত্র একটা লিখলাম (অকবিতা)
আজ না হয় রাত হলাম,
এসো, নিশি জাগা প্রাণিরা
কী দিতে চাও বল?
তোমাদের হৃদয়ের ভাঙচুর?
তবে তাই দাও, সব দিয়ে দাও
সব ভাঙচুর নিয়ে আমি হারিয়ে যাব
দিনের ভেতরে, দিনের গায়ে।
আজ না হয় রাত হলাম
এসো, নিশি জাগা প্রাণিরা
কী চাও বল?
নির্জনতা চাও?
তবে তাই নাও,
আমার গায়ে লেপ্টে থাকা
সব শব্দ তুলে নিলাম।
আজ না হয় রাত হলাম
এসো, নিশি জাগা প্রাণিরা
কী চাও বল?
ভালবাসা?
সব হৃদয়কে প্রশস্ত করে দিলাম
খুঁজে নাও তোমাদের আপনার জন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
জেন রসি বলেছেন: চমৎকার হয়েছে। নিশিজাগা প্রাণীদের রাত হয়ে ধারন করার আইডিয়াটা আসলেই দারুন! আপনার কবিতাগুলো পড়তে ভালো লাগে।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮
শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ, দারুন হইছে। এইরকম ছন্দ বেশি ভাল্লাগে, এইয়ারে কি মাত্রাবৃত্ত ছন্দ বলে? আমার এইসব নিয়া তেমন ধারনা নাই।
মনে মনে ধইরা নেন আপনি কেউ না, চিল্লাইয়া বলেন আপনি কেউ না। দেখবেন কেউওই আসলে নাই আসেপাশে।
আজ আমি একা একা হেটে যাবো,
সন্ধ্যের ঝরা রোদের মতো চুপিচুপি নিভে যাবো!
আমাকে তো কেউ চিনলো না,
তুমি না, তোমরা না...