নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

নগ্ন হৃদয়ে

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২




মুহূর্তের স্বাদে কয়েক ফোঁটা ঘামের অসুখ
গড়ে ওঠে সভ্যতা, রক্তের আদিম-জন্মসুখে
বৃক্ষের অতলেই ঘুমিয়ে ছিল কিছু ছায়ার নির্ঘুম রাত
যেমন মানবীর বুকে মানবের সুরের এপিটাফ-
মৃত নগরীর সব জীবন্ত সুর, প্রতিধ্বনিত হয় অসুরের অট্টহাসিতে
মানবীর হৃদয়ের ঝড়ে চুমু খায় নৃশংস রক্তবীজের কীট।

শূন্যতা নেমে আসে, আয় আয় ডাকের মত অহেতুক কল্পকথায়
রাজপ্রাসাদেও ঢুকে গেছে প্রাসাদ ষড়যন্ত্রের তপ্ত রৌদ্রে ভেজা বাতাসের দল
রাজকন্যার হৃদয়ের অতলে যেখানে ছিল অন্ধকার ঘরের মত মৃত্যুপুরীর আবাস
সেখানে ছোবল দিয়ে বিষাক্ত মানব আকণ্ঠ নীল হয়ে পড়ে ছিল, মৃত্যুর মত-

একদিন সে তার শরীর খুঁড়ে দেখেছিল নিজের আকণ্ঠ পাপ!
ভালোবাসা পায়নি তবু, শিহরণ পেয়েছিল হৃদয়ের লাশে-



মন্তব্য ৭৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭

লেখোয়াড়. বলেছেন:
শূণ্যতা নেমে আসতে দিন, নগ্নতা সুন্দর হয়ে উঠুক।
অসাম!!

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

জেন রসি বলেছেন: শূণ্যতায় নগ্নতা বিলীন হয়ে স্বচ্ছ হয়ে উঠুক।

ধন্যবাদ লেখোয়াড় ভাই।

২| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: একদিন সে তার শরীর খুঁড়ে দেখেছিল নিজের আকণ্ঠ পাপ!
ভালোবাসা পায়নি তবু, শিহরণ পেয়েছিল হৃদয়ের লাশে-


চমৎকার হয়েছে।

২+।

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০

জেন রসি বলেছেন: ভালোবাসার সন্ধানে মাঝেমাঝে মানুষ পাপেই নিমজ্জিত হয়ে যায়!!

ধন্যবাদ দাদা।

৩| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২

কাবিল বলেছেন: মৃত নগরীর সব জীবন্ত সুর, প্রতিধ্বনিত হয় অসুরের অট্টহাসিতে
মানবীর হৃদয়ের ঝড়ে চুমু খায় নৃশংস রক্তবীজের কীট।

ভাল লাগল ভাই।

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

জেন রসি বলেছেন: সুরের লাশে চুমু খাওয়া অসুরের কাজ!

ধন্যবাদ কাবিল ভাই।

৪| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: পড়তে ভালোই লাগছে, কিন্তু পুরাটার লিঙ্কআপ করতে পারিনাই। নিজের ধারায় অটুট আছেন, আরো ৫ বছর পরেও দুই লাইন পইড়া বইলা দেয়া সম্ভব এইটা রসি ভাই লিখছে।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ নদী ভাই।

একটা লিঙ্ক আছে। তবে মনে হয় সেটা ঠিক ভাবে উপস্থাপন করতে পারিনি।আমার কোন ধারা নাই ভাই।যখন যা মনে আসে তাই লেখি। হয়তো এটাই আমার ধারা।

৫| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

আজাদ মোল্লা বলেছেন: মৃত নগরীর সব জীবন্ত সুর, প্রতিধ্বনিত হয় অসুরের অট্টহাসিতে
মানবীর হৃদয়ের ঝড়ে চুমু খায় নৃশংস রক্তবীজের কীট।

শূন্যতা নেমে আসে, আয় আয় ডাকের মত অহেতুক কল্পকথায়

অনেক ভালো লেখা ।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

৬| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২১

শায়মা বলেছেন: :(

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫

জেন রসি বলেছেন: মন খারাপ করার কি হইলো??

৭| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: ভয়ংকর কবিতা!!

ভয়ংকর ছবিতা

ভুই পাইসি ভাইয়া!!!:(

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৮

জেন রসি বলেছেন: সুন্দর অসুন্দর সব কিছুর মাঝেই ভয়ংকর কিছু লুকিয়ে থাকে।

এত ভয় পাইলে কবিতা ছাইড়া ভূতের গল্প লেখা শুরু করব।

৮| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৪

জুন বলেছেন: ভলোলাগলো অনেক জেন রসি
+

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ জুন আপু।

শুভকামনা রইলো।

৯| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

শুভকামনা রইলো।

১০| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

মনিরা সুলতানা বলেছেন: মাঝের টুকু আলদা .।
কবিতা ভালো লেগেছে :)

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৪১

জেন রসি বলেছেন: একটা যোগসূত্র আছে।

ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো।

১১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

দর্পণ বলেছেন: বাহ। দারুন।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৪২

জেন রসি বলেছেন: ধন্যবাদ দর্পণ ভাই।

খালার খবর কি??

১২| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: না, আলাদা ভাব তো আছেই। সবারই থাকে। আমি অবশ্য পাল্টানোর ধান্ধায় লাগছি।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:১৪

জেন রসি বলেছেন: তা আছে......তবে মাঝে মাঝে পাল্টানোর মজাও অন্যরকম।

১৩| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ২:১৮

আরাফাত হোসেন অপু বলেছেন: ভালোবাসা পায়নি তবু, শিহরণ পেয়েছিল হৃদয়ের লাশে................।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:১৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

১৪| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভয়ংকর,আদিম আবার নেশা ধরানো.........
নিদারুন দারুন
৮২এ সেরা স্ট্রাইকার পাওলো রসি
আর ২০১৫ এ সেরা কবি যেনো জেন রসি
কসম্‌সে,সাচ্চিমুচ্চি।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:১৯

জেন রসি বলেছেন: ভয়ংকর আদিম সবকিছুই নেশা ধরানোর মত।

অকবিতা লেখার অপচেষ্টায় সেরা হতে পারি। :)

ধন্যবাদ ভাই। :)

১৫| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬

রিকি বলেছেন: একদিন সে তার শরীর খুঁড়ে দেখেছিল নিজের আকণ্ঠ পাপ!
ভালোবাসা পায়নি তবু, শিহরণ পেয়েছিল হৃদয়ের লাশে-


মেটাল রক কাব্যের গন্ধ পেলাম মনে হল রসি ভাই ;)

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২২

জেন রসি বলেছেন: ধন্যবাদ রিকি আপু!!!

মেটাল রকের ধাক্কা খান নাই এটাই পরম বিস্ময়! ;)

১৬| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:০৯

হামিদ আহসান বলেছেন: বেশ ভাবনা জাগানিয়া, বিশেষ করে শেষ লাইন দু'টি ...

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২২

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই।

শুভকামনা রইলো।

১৭| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

শুভকামনা রইলো।

১৮| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: একদিন সে তার শরীর খুঁড়ে দেখেছিল নিজের আকণ্ঠ পাপ!
ভালোবাসা পায়নি তবু, শিহরণ পেয়েছিল হৃদয়ের লাশে-


জনাব কি লিখছেন এগুলো ?? প্রায় এন্টেনার বাইরে দিয়ে যাচ্ছিলো। মুক্ত হস্তে লিখিতে থাকুন।

আঠাশ গোত্রের অন্তর্ভূক্ত হন দ্রুতই এই কামনা করি।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:১৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ জনাব।

অনুভূতি মাঝেমাঝে পঞ্চম মাত্রায় অবস্থান করে! তখন কবিতাও তার মাত্রাজ্ঞান হারিয়ে ফেলে।



১৯| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মিত্যে মন্তব্য করতে পারছি না বলে দুঃখিত। কবিতাটা তিনবার পড়লাম, শব্দের বুননগুলো ভালো। কিন্তু পুরো কবিতা একসাথে বুঝতে পারি নাই, এটা আমারই দুর্বলতা। আমি আবার এতো কঠিন সাহিত্য সত্যি বুঝতে পারি না।

লিখতে থাকুন, সাথে আছি সবসময়। অনেক অনেক ভালো থাকুন, শুভকামনা জানবেন।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২০

জেন রসি বলেছেন: মিথ্যা মন্তব্য করবেন কেন? সত্য মন্তব্য করেছেন বলে আনন্দিত হলাম।কবিতা বুঝতে পারেননি এটা আসলে আমারই দুর্বলতা। মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

শুভকামনা রইলো।

২০| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:১০

উর্বি বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
আর কিছু কইলাম না! যা বুঝার বুইজ্যা লউন ! B-)

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

জেন রসি বলেছেন: বুইঝা নিছি। :)

ধন্যবাদ! ধন্যবাদ! :)

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৩:৩২

এম এম করিম বলেছেন: ভালো লিখেছেন, খুব ভালো।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: বর্ষপূর্তি মুবারক :D :D :D

খানি দানি কই ?? X(( X(

দ্রুত পার্টির ব্যবস্থা করেন !:#P !:#P !:#P

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

জেন রসি বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

এইমাত্র খেয়াল করলাম। আমার আবার এখন পৃথিবী গদ্যময় অবস্থা চলতেছে!!! :P

তবে পার্টি করতে চাইলে কালকে চলে আসেন!!

ঝলসানো রুটিকে চাঁদ মনে হলেও হতে পারে!! ;)

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: ইদানিং একটু ব্যস্ততা যাইতেছে। সময় সুযোগত আওয়াজ দেব। অপেক্ষায় থাকুন। ততক্ষণে আপনার পদ্যময় অবস্থা ফিরিয়া আসুক ;) ;)


পলাশীর প্রান্তরে চন্দ্র ও ঝলসানো রুটির দ্বন্দ্ব নিষ্পত্তি করা যাইবে B-)

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭

জেন রসি বলেছেন: অপেক্ষায় থাকিলাম।

ঘর হইতে দুই পা ফেলিয়া দেখা হয় নাই চক্ষু মেলিয়া
একটি রুটির কণার উপর একটি চন্দ্রবিন্দু!! ;) ;)

২৪| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

২৫| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:


মানুষই থাকে মানুষের হৃদয়ে, বাকী কোন কিছু থাকে না।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১

জেন রসি বলেছেন: বাহ!

চমৎকার বলেছেন।

শুভকামনা রইলো।

২৬| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো।

২৭| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১১

মম্ময় অপর্ণা বলেছেন: শূন্যতা নেমে আসে... কবিতাটার এখান থেকে ভালো লাগলো পড়তে শেষ পর্যন্ত।

উঠে আর ওঠে --- এখানে খেয়াল করলে ভালো হবে।

গড়ে উঠে সভ্যতা, রক্তের আদিম-জন্মসুখে
গড়ে ওঠে সভ্যতা, রক্তের আদিম-জন্মসুখে

শুভকামনা

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

ঠিক করে দিয়েছি।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

শুভকামনা।

২৮| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

রাবার বলেছেন: সুন্দর

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

২৯| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: :)
জিনিভাইয়ু!!!!!!!!!!!!!!

কেমন আছো??????????????????????

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২

জেন রসি বলেছেন: আপেক্ষিক অবস্থায় আছি। :)

আপনি কেমন আছেন????

৩০| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪

শায়মা বলেছেন: আমি ঝামেলায় আছি একটু!!!!!!!!! মানে ইজি কাজে বিজি কিন্তু আনন্দে আছি!!!!!!!!! :)

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৬

জেন রসি বলেছেন: আমি কোন কাজ ছাড়াই আনন্দে আছি!!!!!!!!! :)

৩১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৫

শায়মা বলেছেন: কাজ ছাড়া আসলে বেশি আনন্দ!!!!!! কিন্তু কাজ ছাড়া কেমনে থাকবো!!!!!!!!!! B:-)

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৪

জেন রসি বলেছেন: কম আনন্দ ছেড়ে বেশী আনন্দে নিমগ্ন হয়ে যান!!!!!

মানে নো কাজ!!!!!!!!

৩২| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

শায়মা বলেছেন: আহারে কি আল্লাদ!!!!!!

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৩

জেন রসি বলেছেন: তাহলে আপনি কম আনন্দ নিয়াই থাকেন!!!!!!!!

আমার কি??????????

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৪

তুষার কাব্য বলেছেন: একদিন সে তার শরীর খুঁড়ে দেখেছিল নিজের আকণ্ঠ পাপ!
চমৎকার লাগলো ।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য ভাই।

শুভকামনা রইলো।

৩৪| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: একদিন সে তার শরীর খুঁড়ে দেখেছিল নিজের আকণ্ঠ পাপ!
ভালোবাসা পায়নি তবু, শিহরণ পেয়েছিল হৃদয়ের লাশে-

দারুন লিখেছেন ।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

শুভকামনা রইলো।

৩৫| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৫

রোদেলা বলেছেন: একদিন সে তার শরীর খুঁড়ে দেখেছিল নিজের আকণ্ঠ পাপ!
ভালোবাসা পায়নি তবু, শিহরণ পেয়েছিল হৃদয়ের লাশে-

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো।

৩৬| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: ভাইয়া

মাথায় কয়টা জাম হয়েছে????????

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

জেন রসি বলেছেন: মাথা খালি হয়ে গেছে!!!!

কিন্তু প্রকৃতি নাকি শূন্যতা পছন্দ করে না!!!

তাই সংঘাত চলছে!!!

৩৭| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: সেই জ্যাম না, স্ট্রবেরী জ্যামও না!!!!!!!!!! এটা আম, জাম, হাম হাহাহাহাহাহা

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২

জেন রসি বলেছেন: হা হা হা.............

এইসব পুতুল টাইপ মানুষদের হয়!!!!

তারা দড়ি দেখলেই সাপ ভাইবা অজ্ঞান!!!

৩৮| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: আর তুমি দড়ি টাইপ । নদীপাগলা ভাইয়াকে দড়ি দিয়ে বেঁধে পাগলা গারদ পাঠায় দেবো এখন।:)

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯

জেন রসি বলেছেন: কেন???

নিজে আছেন বলে সবাইকে সেখানে যেতে হবে নাকি????

সবাই পাগল হইলে লাননের গান মাঠে মারা যাবে!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.