নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

তুমি তোমরা তোমাদের

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৭




কাছে, খুব কাছে, হাত বাড়ালেই ছোঁয়া যায়
শব্দ থেকে জন্ম নেওয়া অপলক সুখ!
কয়েক ফোঁটা রক্তের সাথে পাঁজরভাঙ্গা তৃষ্ণার জলে
তুমি তোমরা তোমাদের আদিম বিস্ফোরণ!

তোমাদের চোখে চোখ রাখলে, খুব চমকে ওঠা যায়
মৃত বোধের মত অন্ধ প্রলাপে, দৃষ্টিতে দৃষ্টির অসুখ!
তীরবিদ্ধ পশুর হৃদয়ের অতলে স্পর্শ ছিল, গুহামানবের তরে-
তুমি তোমরা তোমাদের একটু কাছেই আছে তোমাদের অবয়ব।

দূরে, অনেক দূরে হাত ইশারায় কে যেন ডেকে যায়
যাব বলেও আমি দৌড়ে পালাই, অসহ্য যন্ত্রণায়!
তুমি তোমরা তোমাদের ভীড়ে পাঠ করি অব্যক্ত আর্তনাদ-
হাত বাড়ালেই ছোঁয়া যাবে, ছুঁয়ে দেখ- মৃত আত্মার নির্লিপ্ত
শব্দগুলো কবিতা হয়ে ওঠেনি বলে খুব হাসছে আজ!!




মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৪

সেলিম আনোয়ার বলেছেন: শব্দগুলো কবিতা হয়ে ওঠেনি বলে খুব হাসছে আজ!!
দারুন সমাপ্তি । +

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

শেষ লাইনটাই ব্যাখ্যা!

২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

হামিদ আহসান বলেছেন: বাহ দারুন লাগল ......

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই।

শুভকামনা রইলো।

৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন হইছে। কোন কোন জায়গায় মোলায়েম আবার জায়গামত শক্তিশালী। আর্তনাদ বানান ভুল হইছে।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ নদী ভাই। :)

বানান ঠিক করে দিয়েছি।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬

সাজিদ উল হক আবির বলেছেন: কবিতার বিষয়বস্তু গভীর এবং চিন্তার উদ্রেককারি । ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্যে।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আবির ভাই।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

শুভকামনা রইল।

৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৯

জুন বলেছেন: দুরে অনেক দুরে হাত ইশারায় কে যেন ডেকে যায় ।
যাবো বলেও আমি দৌড়ে পালাই কি অসহ্য যন্ত্রনায় ।
অনেক অনেক ভালোলাগা জেন রসি ।
+

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০২

জেন রসি বলেছেন: ধন্যবাদ জুন আপু।

ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো।

৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: তুমি তোমরা তোমাদের কবিতা ভালো লাগল।
+।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৪

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

অনেক অনেক ধন্যবাদ।

শুভকামনা রইলো।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



তোমাদের চোখে চোখ রাখলে, খুব চমকে ওঠা যায়
তোমাদের চোখে শুধু গুহামানবের অসুখ চমকায় ......

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

চমৎকার লিখেছেন।

আসলেই গুহামানবের অসুখ প্রতিফলিত হয়।

শুভকামনা রইলো।

৮| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

শায়মা বলেছেন: বাপরে!!
দিনে দিনে দেখি বিপ্লবী কবি হয়ে যাচ্ছো ভাইয়া!!!!!!

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৮

জেন রসি বলেছেন:
আমি কোন কালেই কবি ছিলাম না!

এখনও নাই!

বিপ্লব অধরা কিছুর মতই!!!

আনন্দে থাকুন সবসময়। :)

৯| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

উর্বি বলেছেন: অনবদ্য

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ উর্বি আপু।

আন্টী কেমন আছে?

শুভকামনা রইলো।

১০| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৭

উর্বি বলেছেন: ভাল আছেন আম্মু :) ধন্যবাদ

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৫

জেন রসি বলেছেন: সুসংবাদ।

আনন্দিত হলাম। :)

১১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:১১

প্রামানিক বলেছেন: দূরে, অনেক দূরে হাত ইশারায় কে যেন ডেকে যায়
যাব বলেও আমি দৌড়ে পালাই, অসহ্য যন্ত্রণায়!

চমৎকার কথামালা। ভল লাগল। ধন্যবাদ

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

১২| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:০৯

প্লাবন২০০৩ বলেছেন: আপনার কবিতা খুবই ভালো লাগল।

মন স্পর্শ করা কবিতা। ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্লাবন ভাই!!

আপনি অনেক কঠিন কিছু সময় অতিক্রম করছেন।

আমি জানি আপনি হাল ছাড়বেন না।

আপনার প্রতি শ্রদ্ধা এবং অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৮

রিকি বলেছেন: আপনার কবিতা পড়ে আমার এই গান মনে আসলো জেন ভাই !:#P

https://www.youtube.com/watch?v=CCE60B20uc0

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ রিকি আপু!!!

আমার মনে পড়ে ওই গানটা!!!!

ওই যে ওই গানটা!!!!!!

আমি কে???আমি কে???? ;)

১৪| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫

সুফিয়া বলেছেন: কাছে, খুব কাছে, হাত বাড়ালেই ছোঁয়া যায়
শব্দ থেকে জন্ম নেওয়া অপলক সুখ!

খুব ভাল লেগেছে। ++++++++

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''শব্দগুলো কবিতা হয়ে ওঠেছে বলে আমি হাসছি'' :)
কবিতায় সুন্দর বাউন্সিং !

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

বাউন্স মারতে গিয়া মনে হয় নো বল করে ফেলেছি!!!

শুভকামনা রইলো।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২

লেখোয়াড়. বলেছেন:
তুমি তোমরা তোমাদের

তুই তোর তোদের

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪

জেন রসি বলেছেন: আপনি আপনারা আপনাদের!!!!

ধন্যবাদ লেখোয়াড় ভাই।

শুভকামনা রইলো।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কাছে, খুব কাছে, হাত বাড়ালেই ছোঁয়া যায়
শব্দ থেকে জন্ম নেওয়া অপলক সুখ!
+++

কবিতায় ভালোলাগা রইল, ভালো থাকুন সবসময়।

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১:১১

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

আনন্দিত হলাম। :)

শুভকামনা রইলো।

১৮| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৫

এস কাজী বলেছেন: কবিতা বুঝি কম। তবে ভাল যে হয়েছে সেটা বুঝতে পারি :)

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:০২

জেন রসি বলেছেন:
ধন্যবাদ ভাই।

কবিতা আমিও কম বুঝি।

শুভকামনা রইলো।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

উর্বি বলেছেন: প্রিয়তে নিলুম

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৩

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

২০| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯

হাসান মাহবুব বলেছেন: শব্দ কখনও খুব ছলনাময়ী। অজস্র অনুভূতি যখন এক হতে থাকে একটি পূর্ণাঙ্গ শব্দচাষ করবে বলে, তখন নিষ্ঠুরতায় অক্লেশে ফিরিয়ে দিয়ে একটি অস্পর্শনীয় বিমূর্ত অবয়বে পরিণত হয় তারা কখনও কখনও।

ভালো লাগো কবিতা।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫২

জেন রসি বলেছেন: নিজের মধ্যে অজস্র শব্দের ভীড়ে মাঝেমাঝে আমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে যাই। তখন শব্দই আমাদের নিয়ে খেলা যায়।

চমৎকার বলেছেন হামা ভাই।

অনেক অনেক ধন্যবাদ।

শুভকামনা রইলো।

২১| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা। ভাল লেগেছে ।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

২২| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

দর্পণ বলেছেন: শব্দগুলো ভালোই কবিতা হইসে রসিভাই।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ দর্পণ ভাই।

খালার খবর ভালো??

২৩| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

দর্পণ বলেছেন: হা হা ভালোই তো মনে হয়।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

জেন রসি বলেছেন: আপনার নতুন কবিতার অপেক্ষায় আছি।

২৪| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪

দর্পণ বলেছেন: কবিতা লেখায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

জেন রসি বলেছেন: কোন সে স্বৈরশাসক যার বিরুদ্ধে আন্দোলন করতে হবে??

খালা নাকি???

২৫| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

দর্পণ বলেছেন: হা হা
মহিলা স্বৈরশাসক লেডি এরশাদ।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

জেন রসি বলেছেন: এইবার কিন্তু আসলেই বিদ্রোহী কবিতা লিখে ফেলার সময় এসেছে!!!

২৬| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
তোমরা আমরা হয়ে উঠুক ৷

উপলব্দি হোক ৷

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯

জেন রসি বলেছেন: তোমদের মধ্যেই আমাদের অবস্থান।

ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

২৭| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩০

জেন রসি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.