![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
১
একটা তৈলাক্ত বাঁশ ধইরা কয়েকটা কম্যুনিস্ট বান্দর ওঠা নামার চেষ্টা করতেছে। তারা যতটা ওঠে তার চাইতেও বেশী নাইমা যায়! পিচ্ছিল জিনিস আঁকড়াইয়া ধইরা তবু তারা এক জীবন অতিক্রম কইরা আরেক জীবনের দিকে ধাবিত হয়। বাঁশের চারপাশে কয়েকটা ক্যাপিটালিস্ট ঈগল সামন্তবাদ মুখে নিয়া সমাজতন্ত্রের দিকে ধাবিত হয়! আমি তখন অবাক বিস্ময় নিয়া বান্দর দেখি। ঈগলের উড়াউড়ি দেখি। দেখতে দেখতে আমি অংকের মধ্যে নিমজ্জিত হইয়া যাই! অংক মিললেই দশে দশ!
২
একটা অবাক করা সকাল আমাকে দুপুর দেখার অপেক্ষায় রাখে! আমি সকালের মিষ্টি রোদ শরীরে মেখে লাফ দিয়ে লোকাল বাসে উঠে যাই! বাসটা একদল ঘর্মাক্ত ঝুলন্ত মানুষ নিয়ে সকাল থেকে দুপুরের দিকে যেতে থাকে!
৩
মিছিলে যে কফিন দেখা যাচ্ছে, সেখানে কোন মানুষের লাশ নেই। একটা ইজমের ক্ষত বিক্ষত দেহ নিয়ে যেন এক ইগোর শো আপ! ইজমের ইগোতে যখন ক্ষমতার সুপার ইগো আঘাত হানে তখন ফ্রয়েডকে লাথি মেরে ডারউইন মুচকি হাসে!আমি তখন আমজনতার সাথে শান্তির জন্য মেডিটেশন করি! যারা এবাদত করে তাদের চেয়ে একটু অদূরে!
৪
জীবিত মগজে মহাবিশ্বের প্রসারন! কয়েকটা সত্যের ধারনাও নক্ষত্রের মত দূরে সরে যায়। আমরা দূরত্ব মাপি আর বাঘেদের হরিণ খাওয়ার দৃশ্য দেখি। বাঘেদের দেখে আমরা সাপদের বলি, নিয়মে কোন ভুল নাই। হরিণ মায়াবী বলে ব্যাঙ গুলো সব শূন্য আলোক বর্ষ দূরে থাকুক!
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭
জেন রসি বলেছেন: ঘুরন্তি বিলাস!!!
হা হা হা হা হা হা
এই নামে গল্প লিখে ফেলুন!
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০
গেম চেঞ্জার বলেছেন: আমাদের হাতে ক্ষমতা নেই! আমরা ভেড়ার দলের সদস্য!
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯
জেন রসি বলেছেন: আমরা মেষ! আমাদের পালন করার দায়িত্ব মেষপালকদের দেওয়া হয়েছে!
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০
ভ্রমরের ডানা বলেছেন: ইয়েস আমি ফার্স্ট হা
হা
হা
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১
জেন রসি বলেছেন: কবিদের এসব হার জিতের খেলায় অংশ নিতে হয়না!
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫২
ভ্রমরের ডানা বলেছেন: এইডা কি হইল?? গেমু ভাই শায়মাপু?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০
জেন রসি বলেছেন: হাহাহাহাহাহাহাহা
বেটার লাক নেক্সট টাইম!
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯
শায়মা বলেছেন: হা হা
এইসব নিউরনের খেলা ডানা আপুনি!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২
জেন রসি বলেছেন: নিউরনের খেলা ঠিক আছে!
বাট ডানা ভাই আপুনি হইল কেমনে?
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০
আপেক্ষিকতাবাদী বলেছেন: মেটাফর গুলা ভালো ছিল!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭
জেন রসি বলেছেন: আপেক্ষিকও হইতে পারে! ধন্যবাদ ভাই!
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১
গেম চেঞ্জার বলেছেন: ভ্রমর_ভ্রাতা! থাড্ডু হইয়া কষ্টো হয় নাকি!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮
জেন রসি বলেছেন: পরাজয়ে মন খারাপ করেনা কবি!
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২
শায়মা বলেছেন: হ্যাঁ গল্পের নায়কের নাম বাস্তব আর নায়িকা মায়া!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৯
জেন রসি বলেছেন: নায়ক নায়িকার যুগ শেষ! এখন পরিচালকদের রাজত্ব চলছে!
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪
আলোরিকা বলেছেন: ভ্রান্তিবিলাস-ই বটে ! নিউরন আরও পেঁচিয়ে যাচ্ছে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২
জেন রসি বলেছেন: নিউরনের কাজই হচ্ছে পেঁচিয়ে যাওয়া! সো নো প্রোব! নো ফিয়ার!
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
আলিফ লায়লার জিনি ভাইয়ার কমেন্টে এলাম সিনবাদের মত তেড়ে,
এসে দেখি শায়মা আপু আর গেমু ভাই কমেন্ট দিছে মেড়ে!
সবি মালিকা হামিরা আর চিমা হুলহুলের ষঢ়যন্ত্র!
মানিনা
মানব না!
আপনি পোষ্ট ডিলিট দিয়ে আবার পুষ্টান! দেখি কে আমার আগে এবার কমেন্ট করে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮
জেন রসি বলেছেন: যারা এলিটাদের নিয়ে বিভোর থাকে তারা সিন্দবাদ হইতে পারে না!
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: মানুষ কমে গেছে অনেক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০
জেন রসি বলেছেন: অনেকদিন আপনাকে দেখলাম। ধন্যবাদ সেলিম ভাই।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১
রক্তিম দিগন্ত বলেছেন:
উচ্চ মার্গীয় কথা বার্তা।
১। ঈগল উড়েই যাবে, বানর তার জায়গায়ই থাকবে।
২। আশ্বাস এবং আশ্বাসের কখনোই প্রমাণ না হওয়া।
৩। নো মন্তব্য।
৪। নো মন্তব্য।
শেষমেশ, নো মন্তব্য নো মন্তব্য নো মন্তব্য।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪
জেন রসি বলেছেন: সময় পাচ্ছিনা। আবার না লিখলেও কেমন যেন লাগে। এমন সময়ে এই টাইপ এক্সপেরিমেন্টাল কিছু লিখতে ভালোই লাগে!
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কি আর কইতাম,মাথার উপ্রে দিয়া গেছে।মগজে কিছুই ঢুকিল না।।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৪
জেন রসি বলেছেন: ব্যাপার না ফয়েজ ভাই। চাঁদ, সূর্য, তারা সবই মাথার উপ্রে। ধন্যবাদ আপনাকে।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫
সুমন কর বলেছেন: নিউরনের ভ্রান্তি বিলাসগুলো ভালো লেগেছে। ৪ একটু কঠিন কঠিন....হাহাহা
শুভ রাত্রি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ সুমনদা। শুভরাত্রি।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০২
রক্তিম দিগন্ত বলেছেন:
এক্সপেরিমেন্ট কিন্তু খারাপ হয় নাই। প্রথমটা তো সেই মাপের চিন্তার খোরাক।
এক্সপেরিমেন্ট আরো করেন।
আমি বড় লেখা পড়ার আশায় ঢুকছিলাম। তাই কিছুটা হতাশ হইলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১১
জেন রসি বলেছেন: আমিও আপনার ব্লগে বড় গল্পের আশায় যাই। লাস্ট যেটা পোস্ট করেছিলেন পড়ে মজা পাইছিলাম।
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৮
রক্তিম দিগন্ত বলেছেন:
ঐ সবই ইতিহাস এখন! ব্লকে আছি সেই কতদিন ধরে। মাথা পুরা ফুক্কা হয়া আছে।
এক্সপেরিমেন্টালেও ব্লক খাইছি।
তাই এখন লেখা শূন্য।
পাঠক হয়া আছি। আপনারা লিখেন নিয়মিত। ব্লগে এখন আগের সেই আমেজটা পাই না। আপনারা না লিখলে আমেজ আসবে কই থেইকা!!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৫
জেন রসি বলেছেন: ব্লকে থাকলে ননফিকশন পড়েন। একদম ক্রিটিক্যাল কিছু। বিজ্ঞান, পলিটক্স কিংবা ধর্ম যেকোন কিছু নিয়ে পড়তে পারেন। দেখবেন ব্লক কেটে গেছে। আর ব্লগ এখন অনেক জমজমাট। অহেতুক ক্যাচালও নাই।
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২১
চাঁদগাজী বলেছেন:
১ নং থেকে শুরু করছি:
এমন কিছু লিখতে পারবেন, যা নিজের কাছেই দুর্বোধ্য হবে?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৩
জেন রসি বলেছেন: খালি চোখে মহাবিশ্বের প্রসারন দেখা যায় না। অাবার অনুভবও করা যায় না। সেটা বুঝতে হলে আলোক বর্ষ হিসেব করতে হয়। এই টাইপ লেখার ক্ষেত্রেও আক্ষরিক ন্যারেটিভের বাইরেও আরো কিছু আছে। তবে সেটা যদি আপনি না বুঝেন তবে সেটা আপনার দোষনা। বরং লেখক হিসেবে আমারই ব্যর্থতা।
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
শারীরিক বল প্রয়োগ না করে নর্দমায় ফেললেন?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২
জেন রসি বলেছেন: এখন ড্রোন হামলার যুগ। তলোয়ার দিয়ে লড়াই করাটা বোকামি।
১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪১
ডঃ এম এ আলী বলেছেন: বড়ই উচ্চ চিন্তার লিখা, ভাবনার বৃত্তে হাতরিয়ে ফেরা , তারপরেও মনে যা এলো এক দুই তিন চার করে বলে দিলাম হেথায়:
১) আশায় বাড়ে আশা স্বপ্নে বাড়ে চিন্তা চেতনা নিত্যদিন মস্তিস্কের নিউরনে , কর্মে আসে অনুপ্রেরণা জ্বলছি আমি একা , কে রবে কে যাবে নেই কোন ভাবনা ।
২) পরিশ্রান্ত ক্লান্ত অসমাপ্ত যাত্রা কি করে দেবে ক্ষান্ত । অমৃতের সন্ধান পেতেই হবে দৃপ্ত করে পণ দিনের আলোর সাথে যুদ্ধ চলে সর্বক্ষণ । কত কাল কত পক্ষ হতে চলছে মানিক রতন সন্ধান ।
৩) এখন বড় দুঃসময় মিছিলে যাওয়া খুব প্রয়োজন যারা কথা বলতে জানে না তারাও যাদের বিরুদ্ধে মিছিল তারাও যারা অপরাধী তারাও , আমার অধিকার কফিন বন্দী হবে একদিন ,তবুও দীর্ঘ মিছিলের প্রতীক্ষায় ছন্দ খুঁজি কিছু কিছু লিখায় ।
৪) প্রাচীন চর্চাপদের দোহার পুণরাবৃত্তিই এখানে কিছুটা দেখা যায়
নিত্যই মেহমান আসে ব্যাঙ হয়ে সাপকে তাই দিতে হয় কিছু বাজা
দোয়া দুধ যায়না ফেরানো বাঁটে এরা বলদ করে প্রসব অথচ গাই বাঁঝা ।
শুভেচ্ছা রইল উচ্চ মার্গের ভাবনাগুলির জন্য ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
জেন রসি বলেছেন: আসলে চলমান জীবনকে অনেক দৃষ্টিকোণ থেকেই অবলোকন করা যায়। আবার দরকার মত সব মিশিয়ে ফেলা যায়। মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে সে কল্পনা করতে পারে। কল্পনা দিয়ে সে একটা সমাজও বিনির্মান করে ফেলতে পারে যেখানে কিছু কালেক্টিভ বিশ্বাস থাকে।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৬
জনৈক অচম ভুত বলেছেন: ২, ৩ বেশি ভাল লাগছে। ১, ৪ আরো বেশি ভাল লাগছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪
জেন রসি বলেছেন: আনন্দিত এবং বেশি আনন্দিত হলাম। শুভেচ্ছা।
২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
জুন বলেছেন: ভালোলাগা রইলো জেন রসি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ জুন আপু। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা।
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মানুষজন কয়েক ভাগে ভাগ হয়ে যাওয়া উচিত। এক ভাগের টাইটেল হবে ভেড়া, এক ভাগের মেষ, এক ভাগের ছাগল, বান্দর, ঈগল। চেনা দুষ্কর।
খুব কম সংখ্যক মানুষই সময়ের সাথে পাল্লা দিতে পারে। বাকীরা স্রেফ সকাল থেকে দুপুর হতে দেখে, তারপর রাত বিছানা অভ্যাস স্বপ্ন আবার দিন দেখা মজা নেওয়া।
মানুষ শুধু কুইকুই শব্দ করে। মিটিং মিছিল কি জিনিস। আমি জানি না। পত্রিকা আর নিউজ চ্যানেলের কমেডি শো আমার দৈনন্দিন হাসির খোরাক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬
জেন রসি বলেছেন: মানুষ আসলে কয়েক ভাগে ভাগ করাই আছে। সেই সৃষ্টির সূচনালগ্ন থেকেই আছে। তবে মানুষ প্রথা গড়তে যেমন পারে আবার ভাঙ্গতেও পারে। এই ভাঙ্গাগড়ার আয়োজনেই সমাজ বিবর্তিত হয়। তাই প্রচলিত উন্নয়নের ধারনাকেও প্রশ্নবিদ্ধ করতে হবে। আরো উন্নত কিছু বিনির্মানের জন্য।
ধন্যবাদ রাজপুত্র ভাই।
২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাই থটের কথাবার্তা !
বুঝার চেষ্টা করছি, কতক বুঝেছি !!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০
জেন রসি বলেছেন: এসব হাই থট না। বরং লো থট বলা যেতে পারে।
ধন্যবাদ লিটন ভাই।
২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১
প্রামানিক বলেছেন: নিউরনের ভ্রান্তি বিলাসগুলো ভালো লেগেছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "বাসটা একদল ঘর্মাক্ত ঝুলন্ত মানুষ নিয়ে সকাল থেকে দুপুরের দিকে যেতে থাকে!"
বিকেল বেলায় ছেঁড়া জুতো পায়ে বাজারের পোকা -কাটা জিনিষের কেনা কাটা করে। গভীর রাতে শহরের বস্তিতে ক্লান্ত ঘেমো শরীর গুলো হয় একাকার .....
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৮
জেন রসি বলেছেন: তবুও বেঁচে থাকার আয়োজন চলে। যাপিত জীবনটাই হয়ে ওঠে উৎসব কিংবা প্রহসন।
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: কিছু কমুনা! কিছু বলা আর অন্ধের দেশে চশমা বিক্রয় করা সমান কথা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০১
জেন রসি বলেছেন: অন্ধের দেশে চশমা বিক্রয় করলে খুব ভালো ব্যবসা হবে। কারন তখন সবাই অন্ধত্ব ঢাকার জন্য চশমা কিনবে!
২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: মৃত অনুভুতি নিয়ে বেচে থাকার আলাদা স্বাদ!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১২
জেন রসি বলেছেন: বেঁচে থাকার স্বাদটাই আসল স্বাদ! বাকি সব কৌশলমাত্র! ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
১ -- ঐসব দেখিয়া দেখিয়া আমরা পাবলিক, গনতন্ত্র আর পরিবারতন্ত্রের দীক্ষা চাবাইতে চাবিইতে ছাগল হইয়া যাই .........
২ -- বাসটা যখন ঘরের কাছে নামিয়ে দেয় তখন রোদমাখা গা চুলকাতে শুরু করে । খাউজাইতে খাউজাইতে তখন শরীরের রক্ত বাইর হইয়া গিয়া ঘা করে ফেলে । তখন ঢোল কোম্পানীর মলম খুঁজতে হয় অন্তর্জালে .................
৩ -- আমরাও কমবেশী শো'আপ এর মেডিটেশান করি । যা নই তার ভাব ধরি একটা পোজ মেরে .........
৪ --- নিউরনের ভ্রান্তি বিলাস ঘটে বলিয়াই ঐ সমস্ত কঠিন বাস্তবের প্রহরগুলাকে মায়াভ্রমে আদর করি ! আর যখনই চাল
ডালের একখানা ফর্দ হাতে ধরাইয়া দেয়া হয় তখন ভ্রম কাটিয়া যায় আর আছড়াইয়া মাটিতে পড়িতে হয় ।
সেই রকম একটা আছাড় হইতে খানিক আগে উঠিয়া আসিয়া আপনার পোস্টের মায়াভ্রমে আটকাইয়া মগজের নিউরনের ভ্রান্তি বিলাস ঘটাইলাম এখানে..........................
ছোট্টর ভিতরে বিশাল । চমৎকার ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
জেন রসি বলেছেন: আমরা একটা খামারের মধ্যে থেকে নিয়মিত ঘাস খাই এবং ছাগল পালকদের নিয়ে কাইজ্জা করি। আমরা আরাম আয়েসে এসি রুমে বসে হিসেব মিলাই। লোকাল বাসে ২ টাকার জন্য হেল্পাররে থাপ্পর মারি। তারপর বাস থেকে নেমে আবার অন্য কোথাও হাজার টাকা ঘুস নেই কিংবা ঘুস দেই! দিন শেষে আমরা নিজেদের সম্মোহিত করি। মসজিদে যাই, মন্দিরে যাই, পার্টি অফিসে যাই। তারপর বিমূর্ত অজানাকে জ্ঞানের নামে আমরা সামাজিক কাঠামোরূপে মূর্ত করে ফেলি! দিন শেষে আমরা সবাই মডেল। পোজ দিতে প্রস্তুত। শুধু ফটোগ্রাফার পাইলেই অ্যাকশন
আসলে যাপিত জীবনকে অনেক ভাবেই ব্যাখ্যা করা যায়। এই পোস্ট, পোস্টের কিছু কমেন্ট, তার রিপ্লাইয়েও ভিন্ন আঙ্গিক রয়েছে। তবে সব কথার একটাই সারমর্ম। পরম ভালো কিংবা উন্নয়ন বলে কিছু নেই। সবকিছু আরো ভালো হতে পারে।
ভ্রান্তি বিলাসে কিছুক্ষন আমাকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জী এস ভাই। চিয়ার্স।
২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: দুইবার পড়লাম! কতটুকু বুঝেছি জানিনা, তবে ভালোই লেগেছে । প্রথমটাতে বানরকে কম্যুনিস্ট বলায় কিঞ্চিৎ আহত হয়েছি...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
জেন রসি বলেছেন: আহত করার জন্য দুঃখিত সাধু ভাই। আমি আসলে মর্মাহত হয়েই কিছু কম্যুনিস্টদের নিয়ে হয়েই এমনটা বলেছি!
ধন্যবাদ আপনাকে।
৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
তাজবীর আহােমদ খান বলেছেন: নিউরনে দেখি অনুরন শুরু করে দিলেন।জটিল হয়েছে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭
জেন রসি বলেছেন: হা হা হা......ধন্যবাদ ভাই।
৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
নীলপরি বলেছেন: দারুন ।++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: জমাট বাধা সব বোধ আর ক্ষোভগুলোকে প্রকাশীত দেখে চমকিত মুগ্ধ
নান্দনিক রুপক প্রকাশে জ্বালা না কমলেও প্রকাশের সূখে খািনক স্বস্ত্বি! এইবা কম কি?
যে পথে হয়িন হাঁটা- দা রোড নট টেকেন কবিতার বাস্তবতায় বসবাস! সুমুখে মুক্তির পথ মোহান্ধ অলসতায় প্রজন্মের পর প্রজন্ম-- অন্যের কাঁধে দায় তুলে দেবার দুর্বার তৃপ্তিতে ঈগল বাঘ সাপ হবার প্রতিযোগীতায় গা ভাসিয়ে দেয়া..
একজন ভাল মানুষের সন্ধানে চমকায় বিদ্যুত! পৃথিবীেক স্ক্যান করে প্রতি বর্ষায়! বীজ গাছ হয়ে ওঠেনা.. আবারও বর্ষা আসে.. আবার চলে অনুসন্ধান....
+++++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫
জেন রসি বলেছেন: জীবন মানেই স্বপ্ন, স্বপ্নভঙ্গ, ক্ষোভ, বিদ্রোহ এবং আপোসের রসায়ন! উপায় না থাকলে তাই লিখেই মোক্ষলাভ করতে হয়।
রোড নট টেকেন! একটা পথকে গন্তব্য করে আরেকটা পথকে ছাড়তেই হয়। তবে চার রাস্তার মোড়ে দাড়িয়ে থাকলে দিনশেষে কিন্তু বিভ্রান্তই হতে হয়!
কোন ভালোই সবসময়ের জন্য ভালো না। আজ যা মুক্তির উপায় কাল তা শোষনের হাতিয়ার হয়ে যেতে পারে! তাই প্রতিনিয়ত আরো উন্নত কিছুর অনুসন্ধান চলুক!
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ বিদ্রোহী ভাই।
৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মায়া বাস্তব এবং নিউরনের ভ্রান্তি বিলাস।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯
জেন রসি বলেছেন: শিরোনামে কি কোন ভুল আছে? থাকলে জানাবেন। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৯
এডওয়ার্ড মায়া বলেছেন: সাধারন পাঠকের জন্য দুর্বোধ্য লেখা ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
জেন রসি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।
৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
মেহেদী রবিন বলেছেন: পরবর্তী জগত থেকে পূর্বের জগতে যাত্রা। অসাধারণ
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: নিউরনের ভাল অনুশীলন হলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।
৩৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
হাসান মাহবুব বলেছেন: দুই নাম্বারটাই সবচেয়ে ভালো লাগলো। মানে সোজা লেগেছে আর কী! প্রতিটা সকাল হোক ডিজেল মুক্ত। একদিন একটু দুপুর না এলে কী হয়!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
জেন রসি বলেছেন:
সন্ধ্যার পর ঢাকা শহরে হাটাহাটি করতে খারাপ লাগেনা। সন্ধ্যার জন্যও অপেক্ষা করা যাইতে পারে। ধন্যবাদ হামা ভাই।
৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: নিউরনের ছোটা-ছুটিতে মাথা ঘুরাইতেছে।
১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৮
রাজসোহান বলেছেন: জীবিত মগজে মহাবিশ্বের প্রসারন!
মগজ নিয়ে চমৎকার ভাবনা। +
১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
৪০| ১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৩
কাবিল বলেছেন: আপনার পোস্টে অন্য রকম এক মজা আছে।
ভাল থাকুন সব সময়।
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১
জেন রসি বলেছেন: হা হা হা হা.......
ধন্যবাদ কাবিল ভাই।
৪১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৮
অরুনি মায়া অনু বলেছেন: একটু কঠিন লেগেছে। তবে বাস্তবতার ভিন্ন রূপ এটা।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২৮
জেন রসি বলেছেন: বাস্তব নিয়ে ব্যাখ্যাগুলো আসলে সাবজেক্টিভ। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
শায়মা বলেছেন: হা হা

আমার নিউরনেও তো ঘুরন্তি বিলাস হয়ে গেলো!
আমি কি ফেবুর কমেন্টাই পেস্ট করে দেবো?