নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

সময়ের ঈশ্বরঃ আমি এবং কয়েকটি টিকটিকি!

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪




টিউব লাইটের আলোয় কয়েকটি টিকটিকির শিকারী দৃষ্টি। আমার চোখে মুহূর্তের আরোপিত বিস্ময়। কয়েকটি পোকা আলোর নেশায় মাতাল খুব! আবর্তিত হচ্ছে সৃষ্টি এবং ধ্বংসের আদিম চক্রে। টিকটিকিগুলো সময়ের ঈশ্বর হয়ে এগিয়ে যাচ্ছে। নির্বাক আলোয় পোকাদের উৎসব তখন শুরু হয়ে গেছে। কিছুক্ষন পর সময়ের প্রয়োজনে ওদের হত্যা করা হবে। ওদের মৃত্যু আজ বাঁচিয়ে দেবে কয়েকটি টিকটিকির চলমান বিবর্তিত রুপান্তর! আমার মুখে তখন ডারউইনের মুচকি হাসি!

একটি দ্বিমাত্রিক রুমের এতসব আয়োজন থামিয়ে দিয়ে আমি সুইচ অফ করে দিলাম। আলো রূপান্তরিত হলো অন্ধকারে। এবার ঘুমাতে হবে। আমাকেও খেলতে হবে কাল-ওদের মতই কোন এক আলো আঁধারির খেলা।

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

বিজন রয় বলেছেন: ওই আদিম পোকটি আমি। এখনকার আমি।
আমি বা আমরা এখানো পোকাই।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

জেন রসি বলেছেন: আমরা কখনো টিকটিকির মত! কখনো পোকাদের মত! কখনো শিকারী। কখনো শিকার।

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

বিজন রয় বলেছেন: এই জন্যই আমরা মানুষরা এখনো অন্ধকারে।
তাহলে আদিমতাই ভাল।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

জেন রসি বলেছেন: অন্ধকার না বলে আলো আঁধারের খেলা বলা যেতে পারে। কারন আলো আঁধারের মাঝেই মানুষের বসবাস। ধন্যবাদ বিজন রয় দাদা।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

কানিজ ফাতেমা বলেছেন: আমরা তো খেলেই যাচ্ছি নিরন্তর । কখনো নিজের সাথে কখনো অপরের সাথে । শুভ কামনা ।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১

জেন রসি বলেছেন: একদম ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সময় ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে আসে আমাদের। চরিত্র পালটে যায়।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

জেন রসি বলেছেন: আমরাই সময়ের ইশ্বর। আবার আমরাই সময়কে ইশ্বর বানাই।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমি যদি মনের থেকে কমেন্ট করি, ঝগড়া লাগবে, আমার ব্যানটা শক্ত হবে; পড়তে সুবিধা হয়েছে, মনোযোগ দেয়ার দরকার হয়নি।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

জেন রসি বলেছেন: আমার পোস্টে আপনি মন খুলে কমেন্ট করতে পারেন। আমি আপনার বিরুদ্ধে কখনো রিপোর্ট করিনাই। তবে আপনাকে নিয়ে একটা পোস্ট দিছিলাম। সেটার উদ্দেশ্য ছিল আপনার সাথে ডিবেট করা। আমি কোথাও আপনাকে ব্যান করার দাবী করি নাই।

দ্বিতীয় ব্যপার হচ্ছে আপনার গুল্লি মারা ভাবটা আমি এনজয় করি। সুতরাং আমার এখানে খোলা মনে প্রতিক্রিয়া জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

অপ্‌সরা বলেছেন: ইয়াক ছি ছি ছি টিকটিকি!!!!!!!!!


আর কিছু পেলেনা ভাইয়ু!!!!!!!

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

জেন রসি বলেছেন: তেলাপোকাও ছিল। সেটা নিয়ে আরেকটা কবিতা লিখব! :P

৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

অপ্‌সরা বলেছেন: থু থু থু!!!!!!!!!!!!!!!!!


আবার তেলাপোকাও!!!!!!!!!!!!


এরপর কি কেচো ব্যাঙ, ইন্দুর বান্দরও আসবে নাকি!!!!!!!!!!!

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

জেন রসি বলেছেন: বাঁদর আগে একবার সিরিয়াসলি এসেছিল। শামুকও এসেছিল। এবার ইঁদুর, ব্যাঙ্ , সাপ এসবও নিয়ে আসব ভাবছি! ;)

৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: পুর্বেকার পোস্টে ইস্টারেসটিং আলোচনা চলছিল । এমন সময়ে সুইচা অফ করে দেয়া রহস্য জনক !!!
দেখা যাক সময়ে ঈশ্বরের কি মতি গতি হয়, কোন দিকে ধাবিত হয় ।
ধন্যবাদ

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

জেন রসি বলেছেন: হাহাহা আলোচনার জন্য সে পোস্টে সুইচ অন আছে। আসলে এক সাথে বেশ কিছু ব্যপার নিয়ে স্টাডি করছি। সেসবের মাঝে কবিতা টাইপ কিছু হচ্ছে রিফ্রেসমেন্ট। আমি কবিতার ব্যপারে সিরিয়াস না। তাই কবিও না। তবে কবিতা নিয়ে এক্সপেরিমেন্ট করাটা উপভোগ করি। তাল, লয়, ছন্দ এসব আমার দ্বারা হবেনা।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

গেম চেঞ্জার বলেছেন: সময়ের ইশ্বর! এর ব্যাপ্তি অনেক হলেও ব্যাপারটাই বিমূর্ত!



সামথিং* টু__ ফানি এভার উই নো..... ;)

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

জেন রসি বলেছেন: মানুষ, পোকা, টিকটিকি সবই সময়ের ইশ্বর। আমি মাঝে মাঝে মজা করে বলি টিকটিকির কসম! পোকার কসমও বলা যাইতে পারে! :P ;)


১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: একেবারে অন্যরকম

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা। :)

১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

গেম চেঞ্জার বলেছেন: কিটপতংগের কসম। এই রিপ্লাইটা পড়বার সময় আমি কিট-সাউন্ড শুনে চমকে গেছিলাম! B-))

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

জেন রসি বলেছেন: তাইলে এবার পড়েন ট্রাম্পের কসম! কিছু শুনতে পাইলে অামারে জানাইয়েন! ;)

১২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

হাসান মাহবুব বলেছেন: এমন পর্যবেক্ষকের সংখ্যা কত? আমাদেরকেও কেউ আবার টিকটিকি ভাবছে না তো! :-/

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০০

জেন রসি বলেছেন: এমন পর্যবেক্ষকের সংখ্যা কত সেটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। একটা আপডেটেড আপেক্ষিক সত্য পাওয়া যাবে সেখান থেকে।

তবে এই ব্যাপারে নিশ্চিত যে, আমি নিজেও একজন পর্যবেক্ষক। :P

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



বীরভোগ্যা বসুন্ধরা । তাই টিকটিকির মতো সুযোগ সন্ধানী বীরেরাই বেঁচে থাকবে , দূর্বল পোকারা নিঃশ্চিহ্ন হবে । এটা হলো প্রকৃতির দ্বিমাত্রিক রূপ , বিবর্তনের ধারা । সে ধারায় আপনি কতোখানি টিকটিকি হয়ে উঠতে পারলেন , তা আপনার ঘুম ভাঙার পরে বোঝা যাবে । B-)

ছোট্টর ভিতরে বিশাল ভাবের আলো আঁধারির খেলা দেখিয়ে গেলেন ।
সুন্দর ।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২০

জেন রসি বলেছেন: তারপরও পোকারা আলোর আকর্ষনে ছুটে আসবে। টিকটিকিরা অপেক্ষা করবে। এ এক নিষ্ঠুর এবং নির্লিপ্ত আয়োজন।

যদি কোন আরোপিত কাজ থাকে তবে ঘুম ভাঙ্গলে আমি আবার ঘুম দেই! তখন নিজেকে বৌদ্ধের মত মহাপুরুষ মনে হয়! :P আর যেসব আকাম করতে ভালো লাগে তা করার সময় নিজেকে বিরাট বিপ্লবী মনে হয়! :P

ধন্যবাদ জীএস ভাই। :)



১৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: অন্যরকম পোষ্ট।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। :)



১৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

সুমন কর বলেছেন: এ খেলা চলছে অবিরত................লেখা ভালো লাগল।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬

জেন রসি বলেছেন: এ খেলায় অংশগ্রহন করা ছাড়া অন্য কোন অপশন নেই। ধন্যবাদ সুমনদা। :)



১৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:
"দ্বিতীয় ব্যপার হচ্ছে আপনার গুল্লি মারা ভাবটা আমি এনজয় করি। "
-ফানি কিছু শুনলাম

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

জেন রসি বলেছেন: আই লাইক ফান। আর সেজন্যই আই লাইক ইউ। :)



১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৩

শাব্দিক হিমু বলেছেন: খেলছি, প্রতিনিয়ত। হার জিতের চেয়ে খেলে যাওয়াটাই যেন মোক্ষম বিষয়।

ভালো হয়েছে লেখাটা।

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

জেন রসি বলেছেন: হারজিত চিরদিন থাকবেই! তবুও খেলে যেতে হবে।

ধন্যবাদ হিমু ভাই। :)


১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১১

কথাকথিকেথিকথন বলেছেন: ভাবনায় বিশালত্ব বিরাজমান । সময়ের রঙ বদলের সাথে বদলে যায় অনেক কিছু, শিকারী হয়ে যায় শিকার অথবা শিকার হয়ে যায় শিকারী !

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

জেন রসি বলেছেন: শিকারী এবং শিকার। আমরা দুটোই। সময়ের প্রয়োজনে, অস্তিত্বের প্রয়োজনে......

ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।







১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
কঠিন খেলা। রেফারি কই?

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৯

জেন রসি বলেছেন: এই খেলায় কোন রেফারি নাই। সবাই খেলোয়াড়। ;) 7

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৮

নীলপরি বলেছেন: টিকে থাকার লড়াই । ভালো লাগলো । পোষ্টে +++++

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

জেন রসি বলেছেন: সারভাইবাল অব দ্যা ফিটেস্ট।

ধন্যবাদ আপু। :)

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

অরুনি মায়া অনু বলেছেন: চমৎকার পর্যবেক্ষণ। জীবনচক্রের এক অদ্ভুত খেলা। ভাল লেগেছে এই অনুভূতি।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.