![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
ফেরার সময় হলে
মানুষ হেঁটে হেঁটে
ফিরে ফিরে যায়!
কেউ কেউ থেকে যায়
নেমে আসা রাতের অতল
প্রহরে ভেসে ভেসে ভেসে
কেউ কেউ কোথাও ফিরে না!
কাকেরা মরে, কুকুরও
মানুষও মরে যায়!
পৃথিবী তার শূন্য গর্ভে
স্মৃতির প্রলেপ জমায়।
একদিন স্মৃতির অতলে
পৃথিবীর সলিল সমাধি হবে!
তারও কিছু পূর্বে নক্ষত্র মরে যাবে।
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১১
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতির রিসাইক্লিং, মানুষের চলে যাওয়ার ক্ষণেই তার পৃথিবী হারিয়ে যাবে।
কবিতায় জীবনের উপলব্ধি আছে
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬
জেন রসি বলেছেন: হুমমমমমমম.........
ধন্যবাদ চাঁদগাজী ভাই।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। সব শেষে পৃথিবীর সলিল সমাধি হবে। তারও কিছুক্ষণ পূর্বে নক্ষত্র মারা যাবে।
কাকেরা মরে, কুকুরও মানুষও....
অজানা এক বিষণ্ণতা ঘিরে ফেলেছে হৃদয়ের চতুর্দিক।
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ ভাই।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪
সুমন কর বলেছেন: সব শেষে সবার ঠিকানা কিন্তু একই............
কবিতা পাঠে সুখানুভূতি।
* ব্লগে কম দেখছি...........
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮
জেন রসি বলেছেন: ব্লগে সচল হব ভাবছি।
ধন্যবাদ দাদা।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬
নীলপরি বলেছেন: মায়ামাখা ভরদুপুরে মায়াময় কবিতা পড়লাম ।
+++++++
শুভকামনা ।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু। শুভকামনা।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ ।
ভাল লাগা জানিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ আলী ভাই। শুভেচ্ছা।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৫
মৌরি হক দোলা বলেছেন: কবিতাটি খুব ভালো লাগল
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১
শায়মা বলেছেন: নক্ষত্রই মরে যাবে তো আর কি !
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৯
জেন রসি বলেছেন: আর কিছুই না। আমরা কিছুনার ভেতর কয়েকদিনের জন্য কিছু একটা হওয়ার লড়াইয়ে মত্ত থাকি!
৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬
সুদীপ কুমার বলেছেন: খুব সুন্দর।ভালোলাগা জানালাম।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২০
জেন রসি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! হৃদয়কে টলিয়ে গেল নক্ষত্র মরে যাবে আর পৃথিবীর সলিল সমাধি হবে।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২১
জেন রসি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫
সনেট কবি বলেছেন: খুব সুন্দর।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২
জেন রসি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: জীবন চলার পথে আমি খুব বেশী মসৃণ রাস্তা পাইনি কখনও। তবুও চলছি, অমসৃণকে নিজের মত করে তৈরী করেই এগিয়ে যাচ্ছি।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৪
জেন রসি বলেছেন: কিছু সময়ের জন্য চলার কোন বিকল্প নাই। শুভকামনা।
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
রোকনুজ্জামান খান বলেছেন: একদিন সবাই চলে যাবো।
ভাবতেই ভালো লাগে
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫
জেন রসি বলেছেন: ভাবনাটা উপভোগ করুন। শুভকামনা।
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০
এখওয়ানআখী বলেছেন: এমন কবিতায় ডুব দেওয়া যায়। ধন্যবাদ
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২
তারেক ফাহিম বলেছেন: যাওয়াটাই স্বাভাবিক যদিও সহজে মেনে নেওয়া যায় না।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৭
জেন রসি বলেছেন: হুমমমম.....শুভকামনা।
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার পড়া আপনার প্রথম কবিতা। সহজসরল ভাষায় জীবনের চরম সত্যকে উপলব্ধি! ভালো লাগল।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
ইমরান আল হাদী বলেছেন: চমৎকার কবিতা পাঠে মুগ্ধ।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা পাঠে কেমন যেন কল্পনাজগৎ সৃষ্টি হলো, উদাসিনতা গ্রাস করলো কি আমাকে!
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩০
জেন রসি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২
আখেনাটেন বলেছেন: চলে যেতে হয়, চলে যেতে হবে। নিরবে-নিভৃতে কেউ নাহি রবে।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২
জেন রসি বলেছেন: সৃষ্টি এবং ধ্বংস একে অপরের ভেতর বসত করে।
২০| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ ভাববিন্যাস। চমৎকৃত হলাম।
খুবই ইগনোরেবল একটা পয়েন্টঃ 'সলিল সমাধি' না বলে শুধু 'সমাধি' বললেই আমার মতে কথাটা আরো বেশি সাবলীল হয়।
শুন্য- শূন্য।
অনেকদিন পর দেখছি আপনাকে।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২
জেন রসি বলেছেন: আপনি কবিতা পড়ে ভেবেছেন এটা আমার কাছে বেশ আনন্দের ব্যাপার। অতল শব্দটা আছে বলে সলিল শব্দটা এসেছে।
ধন্যবাদ সোনাবীজ ভাই। শুভকামনা।
২১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
অনেক ভালোলাগলো।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা।
২২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
হাসান মাহবুব বলেছেন: আমি ভেবেছিলাম এটা হুমায়ূন আজাদ ট্রিবিউট। এখন মনে হচ্ছে তা না।
ভালো লেগেছে।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই। শুভকামনা।
২৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২১
লেখোয়াড়. বলেছেন:
কেন?
কেন?
কেন?
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৮
জেন রসি বলেছেন: প্রশ্ন না আক্ষেপ?
কেমন আছেন? শুভকামনা।
২৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮
অক্পটে বলেছেন: ছোট্ট কবিতা! দারুণ মুগ্ধতা ছড়িয়েছেন।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
২৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫১
জাহিদ অনিক বলেছেন: সেইত সবাই জানি --- চলে যাব
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১
জেন রসি বলেছেন: তা জানি। শুভকামনা।
২৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩
দিলের্ আড্ডা বলেছেন: চলে যাবার কবিতাগুলো মানুষকে আকর্ষন করে।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫২
জেন রসি বলেছেন: আচ্ছা। শুভকামনা।
২৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিছু সময়ের জন্য চলার কোন বিকল্প নাই। শুভকামনা।
ধন্যবাদ।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
২৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল।
২৫ শে জুন, ২০১৮ রাত ৩:১৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
২৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭
আহমেদ জী এস বলেছেন: জেন রসি,
যে যায় সে যায় –
তার স্মৃতি মাটির গহন অবধি
নেমে যায়, নেমে যায় আরো গভীরে।
রাতের নক্ষত্র ডাকে তারে ,
দিনের সূর্য্য তার স্মৃতি ভারে
হৃদয়ের নিটোল দুয়ার খুলে
অহরহ ডাকে নিশীদিন ,
অথচ নিঃস্বর্গের ডাক ডেকে নিলে তাকে
সে যায় – চলে যায়, যেমন যায় দিন।
এই সুন্দর কবিতাটির প্রতি উত্তরে ..................
২৫ শে জুন, ২০১৮ রাত ৩:১৯
জেন রসি বলেছেন: দুঃখিত জী এস ভাই। অনেকদিন ব্লগে আসা হয়নি। আমরা কোথাও ডুবে গিয়ে অন্যকোথাও ভেসে যাই!
৩০| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কবিতাটি কেমনে মিস হয়ে গেছিল!!!
আমরা কোথাও ডুবে গিয়ে অন্যকোথাও ভেসে যাই!
অনেকেই বুঝতে চায়না, পারেনা, মানেনা!
কি আর করা!
ভেসে উঠলে পরেই না হয় বুঝুক হা হাহা
রুপ বদলের খেলা সব
দেহ, গন্ধ, শব্দ, স্পর্শ
বিশ্বাসের ঘরে সূখানুভব
বদলে গেলে বিষন্নতার গ্রাস
নিত্যতায় অনভ্যাস।
++++
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫
জেন রসি বলেছেন: বুঝতে হলে জানতে হবে!
না জেনে বুঝলে অন্ধ আবেগে ঘুরপাক!
মন্তব্যে প্লাস।
৩১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: আবার নবজীবনের যে সঞ্চার সে প্রকাশটা কিন্তু বাদ গেছে
০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭
জেন রসি বলেছেন: হ্যাঁ। বাদ গেছে। কবিতা সাধারনত আমি লিখতে চাইনা। তবে মাঝেমাঝে এমন কিছু ব্যাপার আমি অনুভব করি বা উপলব্ধি করি যাকে ঠিক কবিতা ছাড়া প্রকাশও করা যায়না।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০
মনিরুল ইসলাম বাবু বলেছেন: পাঠ শেষে বিষাদ ছুঁয়ে গেলো। ++