নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

অগল্প

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪



মানুষটার একটা নাম আছে। তবে নামটা গুরুত্বপূর্ণ না। অর্থ্যাৎ তার নাম না জানলেও চলবে। যেটা জানা প্রয়োজন তা হচ্ছে তিনি একজন মন্ত্রী। তার আরো কিছু পরিচয় আছে। তিনি শ্রমিক নেতা। এবং একজন গডফাদার। আপাতত এসব তথ্য জানলেই হবে। অন্তত পক্ষে তার ক্রাইসিসটা কিছুটা হলেও অনুভব করা যাবে। এবার তবে গল্পটা শুরু করা যাক।

মন্ত্রী সাহেব খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ। আবেগ তার ভেতর খুব একটা কাজ করেনা। এবং তিনি সাহসী। কোন জীবত মানুষকে তিনি ভয় পান না। নিজের এসব গুনাবলী নিয়ে তিনি খুব গর্বিত। কিন্তু হঠাৎ করেই তিনি এক গভীর সংকটের ভেতর পরে গেছেন। তিনি তার চারপাশে মৃত মানুষ দেখা শুরু করেছেন। তিনি শুধু মানুষগুলোকে দেখছেন এমননা, তাদের সাথে কথাও বলছেন। এবং এসব মানুষদের মধ্যে একটা মিল আছে। তারা সবাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তাদের একটাই দাবী। সেটা হচ্ছে মন্ত্রীর সংঙ্গ। মৃত্যুর পর তারা খুব নিংসঙ্গ হয়ে গেছে। তারা তাদের সে একাকীত্বের গল্পটা বলতে চায়। কিন্তু শোনার মত কেউ নেই। তারা চেষ্টা করেছে। কিন্তু কোন জীবিত মানুষের সাথে তারা কম্যুনিকেট করতে পারেনি। শুধুমাত্র মন্ত্রীর বেলায় সফল হয়েছে। মন্ত্রী তাদের দেখছে। তাদের কথা শুনতে পারছে।

এসব মৃত মানুষরা মন্ত্রীর কাছে দিনের পর দিন একটা আবদার করে আসছে। সেটা হচ্ছে তারা মন্ত্রীর একটা মাজার বানাতে চায়। সে মাজারের চারপাশে জিকির করে তারা তাদের মৃত্যু পরবর্তী জীবন কাটিয়ে দেবে। কিন্তু এখানে মূল সমস্যাটা হচ্ছে মন্ত্রী জীবিত । তার মাজার বানাতে হলে তাকে মরতে হবে। এবং তার অপমৃত্যু হতে হবে।

প্রথমে কিছুটা ভয় পেলেও তিনি বিষয়টা নিয়ে গভীর ভাবে ভেবে দেখেছেন। মরতে তাকে হবেই একদিন। তবে এদের প্রস্তাব শুনলে মৃত্যুর পর তিনি পীর হয়ে থাকতে পারবেন। তার মাজার হবে। সেখানে এসব মৃত মানুষরা তার পূজা করবে। মৃত্যুর পরও তিনি গডফাদার হয়ে থাকতে পারবেন। মন্ত্রী সাহসী মানুষ। তিনি সাহস করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন।

একদিন মন্ত্রী দ্রুতগামী এক ট্রাকের সামনে ঝাপ দিলেন। ট্রাক তার উপর দিয়ে চলে গেল। কিন্তু তার কিছুই হলোনা। তিনি বাসের সামনে ঝাপ দিলেন। ট্রেনের চাকার নিচে পরলেন। কিন্তু তার শরীরে বিন্দুমাত্র কোন ক্ষতের সৃষ্টি হলোনা।

মৃত মানুষরা মন্ত্রীকে বলল, স্যার আমরা সমস্যাটা নিয়ে গবেষনা করেছি। এবং সমাধানও খুঁজে পেয়েছি। আপনাকে শুধু আত্মহত্যা করলেই হবেনা। আপনাকে আত্মহত্যা করতে হবে হাসি মুখে। ভেবে দেখেন মৃত্যুর পরেও আপনি গডফাদার হয়ে, পীর হয়ে ক্ষমতায় থাকতে পারবেন। শুধু আপনাকে হাসিমুখে আত্মহত্যা করতে হবে।

মন্ত্রীর মৃত্যু ভয় নাই। তিনি বহুবার বাস, ট্রাক, ট্রেনের সামনে ঝাপ দিয়েছেন। তার ভেতর কোন ভয় কাজ করেনি। তবে তিনি হাসিমুখে কাজটা কোন ভাবেই করতে পারছেন না। তিনি জিদি মানুষ। সহজে হাল ছাড়েন না।

এ গল্পের আপডেট হচ্ছে তিনি হাসিমুখে নিজের অপমৃত্যুকে বরন করে নেওয়ার চেষ্টা করছেন। তবে কোন ভাবেই সফল হচ্ছেন না। তিনি এখনো জীবিত আছেন। মৃত মানুষরা তাকে নিয়মিত মোটিভেট করে যাচ্ছে।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।+++

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: কি যে বলেন না !!! উনি একটু হাসি-মাখা মুখে কথা বলে, এই আর কি !!

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫

জেন রসি বলেছেন: হাসি মানসিক স্বাস্থ্যের জন্য টনিকের মত কাজ করে। ;)

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


গল্পের দানবরা অমর

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:৫২

মলাসইলমুইনা বলেছেন: হাহাহা .....দারুন হলো I শুধু গল্পের বেসিক ভুলটা হলো এই মানুষগুলো মুটামুটি অমর I এরাতো সাধারণ মানুষের মতো মরবে না কখনো I গল্পে অনেক ভালো লাগা I

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৭:২৭

ওমেরা বলেছেন: ব্লগের পাতায় তো দিলখোলা হাসি দেখলাম।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫

জেন রসি বলেছেন: হুমমম। ধন্যবাদ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: যা বলতে চাচ্ছেন, বুঝতে পারছি।
আবার সাবধান করে দিচ্ছেন যেন ফেসবুকে পোস্ট না দেই।
বস্তি থেকে বাচ্চাদের এনে ইউনিফর্ম পরিয়ে ছাত্র সাজানো হবে, আরও কি কি সব কাণ্ড ঘটাবে তারা।
এখন দয়া করে ইনবক্স করা বন্ধ করুন। যারা করছেন সকলকেই বলছি।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮

জেন রসি বলেছেন: আপনার কথা আমি বুঝতে পারিনি।

কে আপনাকে ফেসবুকে সাবধান করেছে বা ইনবক্সে সাবধান করেছে? তার সাথে আমার বা এই পোস্টের সম্পর্ক কোথায়?

একটু স্পষ্ট করে বলুন। ধন্যবাদ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

হাসিখুশিতে থাকা ভাল।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬

জেন রসি বলেছেন: ঠিক। ঠিক।

ধন্যবাদ আপনাকে।

৮| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: এত তাড়াতাড়ি শেষ না করলেও পারতেন!
খুব ভাল লেগেছে৷ অন্তত হাসি মুখে আত্মহত্যার ব্যাপারটা

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯

জেন রসি বলেছেন: হাসিমুখে আত্মহত্যা করা প্রায় অসম্ভব একটি ব্যাপার!

৯| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: গল্পটা পড়ে অনেকের নাম মনে আসতেছে। পরে চিন্তা করলাম নাম বলে কি হবে? সবাই তো জানে। হুদাই বলেও তো কোনো লাভ নাই। অসাধারন রূপক গল্প

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ উদাসী ভাই। আপনার খবর ভালো?

১০| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




জেন রসিয় ষ্টাইল ।
যদিও আরও ধারালো হওয়া উচিৎ ছিলো । ট্রেন লাইনের মতো সমান্তরাল অথচ সুদূর প্রসারী , পথঘাটের জিলিপির প্যাঁচের মতো আঁকাবাঁকা আর নদীপথের মতো তরঙ্গ সঙ্কুল ।

হাসিমুখে আত্মদান করতে পারে শুধু সূর্য সেনের মতো দেশপ্রেমীরা ।

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৭

জেন রসি বলেছেন: আশা করি ভালো আছেন। :)

১১| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মৃত মানুষদের মোটিভেশন ভালো! :)

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮

জেন রসি বলেছেন: ঠিক! ঠিক!

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬

আলোরিকা বলেছেন: বাস্তব বলে ভ্রম হয় ;)
ঈদ মোবারক রসি ভাইয়া :)

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২০

জেন রসি বলেছেন: বাস্তব যেহেতু আছে ভ্রমও একটু আকটু থাকবে! ;)

আশা করি ভালো আছেন। :)

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

শায়মা বলেছেন: হায় হায় মৃত মানুষ!!! B:-)

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২০

জেন রসি বলেছেন: আমি জীবিত! ;)

১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
কেমন আছেন?

নতুন পোস্ট নিয়ে চলে আসুন।

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২১

জেন রসি বলেছেন: খবর আপেক্ষিক। একেক সময় একেক রকম।

আপনার খবর ভালো?

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

কালীদাস বলেছেন: সুইসাইড কর্তে অইব আবার হাসি মুখে? এইয়া কেমুন বিচার?? :-0

আশা করি ব্যস্ততার মাঝেও ভাল আছেন :) শুভকামনা থাকল :)

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৩

জেন রসি বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো কালীদাস ভাই।

১৬| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: এরা অমর।। কারন এদের একজনের মৃত্যুতে তৈরী হয়, আরো অনেক

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৬

জেন রসি বলেছেন: আশা করি ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.