![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
ভোজবাজির কৌশলে হেরে আমি
বহুদিন থেকে একলা চলি
আর ইচ্ছে জাগে না মনে
তোমায় একটিবার ভালবাসি বলি
রাতের ঐ সোনালী চাঁদের আলোয়
খুঁজিনা এখন তোমার ছবি ।
মাঝে মাঝে ভুল করে ঘুমের গোরে
নির্দলীয় ভাবে তোমায় ভাবি
আমি জানিনা তুমি হারিয়েছ কিনা
তবে নিজের মধ্যে আমি হারিয়ে গেছি
যান্ত্রিক এই জীবনটাকে
একবার হলেও বলি ভালবাসি
মাঝে মাঝে দূর আকাশে মেঘের‘পরে
হতাশাগ্রস্ত একটি চিলকে উড়তে দেখি
ফুটপাতে পড়ে থাকা লাল গোলাপের কষ্ট খুঁজি
হলুদ পাঞ্জাবী পরে গভীর রাতে পায়চারী করি ।
___রাসেল হোসেন (০৩/০৭/১৩)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ নিয়মিত আমার পোস্ট পড়ার জন্য
শুভ কামনা ।
ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে...
শুভকামনা...