![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
কাল রাতে কষ্ট আমার ঘরে প্রবেশ করেছে
আমি ঘুমিয়ে ছিলাম তাই নিনাদিত না করে
আমার কবিতার ডায়েরির প্রথম পাতায় লিখে গেছে
“ কবিতা লিখেই কি হৃদয়ের কষ্ট লিখা যায় ”
নিচে আবার নাম ও লিখে গেছে ইতি কষ্ট ।
ভোরে ঘুম ভাঙার পর ডায়েরিতে নজর যেতেই
বিস্ময়ে আধো তন্দ্রাবস্থায় এসব দেখতে পাই
আর ভাবতে লাগলাম হায়রে অবুঝ কষ্ট
এবার আমার কুটিরে প্রবেশ করেছে ।
কি করবে বল ?
শুধু কবিতা লিখে কি ব্যর্থ প্রেমের আগুনের উত্তাপ
নেভানো যায় ?
কিন্তু তুমি তো জানো,
আমি সিগারেট,নেশা , স্লিপিং পিল বা যেকোনো ধরণের
কুইক পেইন কিলার আমার সহ্য হয় না
আমি পারিনা ; আমার বিবেক , আমার ভালবাসা বাঁধা দেয় ;
ওরা বলে ,
“ এত নিমেষেই ক্ষত মুছে দিতে চাও তবে কেন প্রেম করেছো ?
নির্বোধ তুমি, ধৈর্য আর কষ্টের যোগফল সমান ব্যর্থ প্রেমিকর জীবন ”।
তাই বাধ্য হয়ে তোমায় আবার ভালবাসতে হয় নিজের মনের
গোপনে সবার অজান্তে ।
তবে এতদিন আমার কবিতার শ্লোগানের খুব অভাব ছিল
আজ বিবশ কষ্টের লেখা পড়ে ঠিক করেছি
বলতো কেমন হয়েছে?
“ কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্য ” ;
তুমি অবাক হবে এই ভেবে যে
আমি নিজেই বুঝিনা ,আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি
অথচ পরিবেশ বুঝে ।
কি অদ্ভুত আমি তাইনা ?
[রাসেল হোসেন, ০৯-০৯-১৩]
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইয়া
ভুল শুদ্রে নিয়েছি অনেক অনেক শুভ কামনা
২| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
মায়াবী ছায়া বলেছেন: কাল রাতে কষ্ট আমার ঘরে প্রবেশ করেছে
আমি ঘুমিয়ে ছিলাম তাই নিনাদিত না করে
আমার কবিতার ডায়েরির প্রথম পাতায় লিখে গেছে
“ কবিতা লিখেই কি হৃদয়ের কষ্ট লিখা যায় ”
নিচে আবার নাম ও লিখে গেছে ইতি কষ্ট ।
........চমত্কার একটি লিখা ।খুব ভাল লাগলো।ভাল থাকুন।।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার ভালোলাগায় পুলকিত হইলাম ভাল থাকুন
কিন্তু আপনার কমেন্ট আমার নটি তে আসেনা কেন??
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২
টুম্পা মনি বলেছেন: কবিতা কতটুকু কষ্ট প্রশমিত করে কে জানে! কিন্তু কবিতা কষ্টকে আঁকতে পারে। আমার মনে হয়।
ভালো লেগেছে লেখাটা।
সতত শুভেচ্ছা জানুন।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমি জীবনে কোনদিন ভাবিনী কবিতা লিখব
কিন্তু এখন লিখি ৭মাস থেকে লিখি
তবে কেন লিখি জানিনা
কি লিখি তাও জানিনা
তবে আপনার সাথে সহমত
আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো
শুভ কামনা
৪| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
মোঃ ইসহাক খান বলেছেন: কষ্ট দূর হয়ে যাক।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
আমার কোন কষ্ট নাই বন্ধু
৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা ভালো লেগেছে !
প্রেমিকদের মাঝে মাঝে গন্ডারের চামড়া ধারণ করতে হয় , যদিও ব্যাপারটা অনেক সময় সম্ভব হয়ে উঠেনা !
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
ভালো কথা বলেছেন ভাইয়া
ভালো আছেন নিশ্চয় ??
ধন্যবাদ ও শুভকামনা
৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
অদৃশ্য বলেছেন:
এই লিখাটিও ভালো লাগলো রাসেল... লিখালিখি চলুক
শুভকামনা...
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাইয়া আপনি আমাকে অনেক উৎসাহ
ব্লগে আসার পর থেকে আপনি আমার সাথে ছিলেন অনেক
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
হাসান মাহবুব বলেছেন: +
ভোরের ওপর থেকে চন্দ্রবিন্দু সরিয়ে নিন।