![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
সুখের নায়ে তোমায় নিয়ে
ভেসে যাই কত স্বপ্ন বুনে
স্পর্শে তোমার জেগে উঠে
দুঃখকে মিশিয়ে আকাশের নীলে
চন্দ্র তারা কানে কানে বলে
চলে এসো একদিন এই গগনে
গোমরা মুখে অস্বীকার করে
বলি কে আছে দেখ আমার পাশে
ঐ চাঁদ মুখে তুমি বলনা ভালবাসি
দূরে দূরে না তাকিয়ে দেখনা কাছাকাছি
আমি আছি।
মায়াবী চোখে আবেগি ঠোটে
হাঁসিতে তোমার পদ্ম ফোটে
নূপুর পায়ে রুপালি রাতে
বলনা ভালবাসি পথ যেতে যেতে
জোনাকির আলোয় শিশির পড়ে
ভোরের পাখিরা বলে আমায় ঘিরে
নতুন সুরে সুরে মন জুড়াবে
ছন্দে ছন্দে তুমি পা বাড়াবে
গোমরা মুখে অস্বীকার করে
বলি কে আছে দেখ আমার পাশে
ঐ চাঁদ মুখে তুমি বলনা ভালবাসি
দূরে দূরে না তাকিয়ে দেখনা কাছাকাছি
আমি আছি।
বিশেষ দ্রষ্টব্যঃ বউ খুঁজে পেলে আওয়াজ দিয়েন
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হাঁ হাঁ ঠিক বলেছেন ভাই।
আপনার বউ খোঁজা সফল হোক
আশা রাখছি পেয়ে যাবেন
আমার কবিতার ব্লগে স্বাগতম
শুভেচ্ছা
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার বউ খোঁজা সফল হোক
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
অদৃশ্য বলেছেন:
একটু চেষ্টা করলে এটা ভালো একটা লিরিক হয়ে যাবে... ভালো লেগেছে লিখাটি...
রাসেলের জন্য
শুভকামনা...
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
তাই নাকি ভাই??
আপনার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগলো
ধন্যবাদ।
ভালো আছেন? শুভ সকাল
৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
মোঃ ইসহাক খান বলেছেন: বউকে খাওয়াবি কী? ভালোবাসা খেয়ে চলবে?
হা হা। কবিতা সুন্দর।
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: দোস্ত কবিতা খাওয়াবো
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩
রফিকের সাইট বলেছেন: বউকে পাইলে আর এমন কবিতা বের হবে না .....যাইহোক আমিও বউয়ের খোঁজ দ্য সার্চ এ আছি....পাইলে আওয়াজ দেব ইনশাল্লাহ।