নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

♠♠ভ্রমণ কাব্য♠♠

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

দুপুর ২টায় বাস ছেড়েছে কুয়েটের এই প্রাঙ্গণে

হুমড়ি খেয়ে চড়ে বসেছি সবাই এসি বাসের অঙ্গনে

সন্ধ্যা যখন ঘনিয়ে এলো আমারা এখন ফেরী ঘাঁটে

অযথাই দেরি হবে জেনে কেউ কেউ মেরেজের তাস বাঁটে ।



রাত ১২টায় সবাই যখন নিজের ঘুমে রমরমা

সকাল হতেই দেখেছি আমরা সিলেটের মুগ্ধ প্যানরামা

একটু পরেই রওনা দিবো পাথরের দেশ জাফলং

নির্মল পানিতে রেখে আসবো এম.ই. টুকে-নাইনের সব কর্মফল ।

পানিতে নেমে হৈ-হুল্লরে শৈশবে ফিরেছি কিছুটা

এখানে এত সময় দেইনি কক্সবাজারে বাকিটা

সবুজ প্রেমিক থাকলে কেহ যেতে পারো ঐ সিলেটে

পাহাড় ঘেরা চায়ের বাগানে মন কাড়বে তোমার সহজেই

ডিজিটাল ক্যামেরার অকাল পড়েছে এসেছে ডিএসএলআর

কেউ কেউ দেখি ফেবু প্রোফাইল পিকচারের করেছে সমাহার ।



পরের দিন সন্ধ্যা বেলায় রওনা হলাম বান্দরবন

ফেরীর সমস্যা নেইকো এবার চলবে গাড়ি,গতি নিয়ন্ত্রণ

পাহাড়ের উপরে হোটেল নিয়েছি উঠতে নামতে সাবধান

মেঘগুলো যেন পাহাড়ের বিশালতার সৃষ্টিকর্তার প্রতিদান ।

উঁচু উঁচু পাহাড়ের যৌবনটা যেন অকালেই পড়ে থাকে

বিরামহীন ঝর্ণা ধারায় নিজের অশ্রু বিক্রি করে নদীর কাছে

গোধূলি লগনে পাহাড় গায়ে বসে আলোক রশ্মির মেলা

শীতল শিশিরে পুরোটা শহর ভিজবে সকাল বেলা ।



এবার যাচ্ছি আমার দেশের সবচেয়ে সুন্দর জেলায়

উঁচু নিচু পাহাড়ি রাস্তায় মেতেছি এ কোন খেলায়

রাঙ্গামাটি পৌঁছে দেখি রঙে রাঙ্গা সব কিছু

কর্ণফুলী বয়ে চলেছে প্রকৃতি ছুটছে পিছু পিছু ।

মন খারাপ হলে নিজের অজান্তেই কষ্ট উড়ে আকাশে

ভোজ শেষে দলবেঁধে গান করি সবুজ প্রকৃতির মুক্ত বাতাসে

এখানে এসে বুঝেছি, আমি এমন এক রমণীর সন্তান

গুগল সার্চও খুঁজে পাবেনা আর একটি এমন দেশের সন্ধান

আমি তোমায় ভালবাসি মা, পারবনা দিতে উপযুক্ত উপমা

কবিতা লিখে কি শেষ করা যায় এত সৌন্দর্যের ভাবনা ।



টেকনাফ থেকে জাহাজে চরেছি নারিকেল জিঞ্জিরার উদ্দেশ্য

সাগরের এই বিশালতা দেখে খুব ক্ষুদ্র মনে হচ্ছে নিজেকে

নামতেই দেখি পাথরের দ্বিপে ক্যারিবিয়ানের পরিবেশ

সাগরের ঢেউ এসে ভিজিয়ে দেয় লাগাতার রেখে যায় তার আবেশ ।

চার দিকে অথই সাগর আর শুটকি মাছের গন্ধে

জেলের নৌকা নাচছে কেমন লোনা পানির ছন্দে

সামুদ্রিক মাছে ডিনার হয়েছে ঘুমন্ত দ্বিপের আহাজারি

ব্যস্ত দিন শেষে মৎস্য কন্যারা গভীর রাতে দেয় পাহারাদারি ।



আজ সকালে বাস ধরেছি অনিন্দ্যসুন্দর কক্সবাজারের জন্যে

পাঁচ তারার ঐ হোটেল গুলো লুকিয়ে আছে ঝাউ গাছের অরণ্যে

সকাল ভেলায় সূর্যোদয় দেখে মুগ্ধ পাগল মন

গোধূলি লগনে জলে ডুবা সূর্যের সৌন্দর্য আবার দেখবো তখন ।

ভর দুপুরে এক সাথে সব গোসল করতে নামি

ঢেউ আর চোরাবালির জন্য একটু বিচলিত আমি

বেশি সাহস না দেখানই ভালো তাই থাকি নিরাপদ দূরত্বে

হৈ হুল্লুর মেতেছে সব রেখে নিজেকে আয়ত্তে ।



কেউ দেখি ফুটবল খেলে কেউ বা বিস্তৃত সাগর দেখে

মনে খুব হতাশা থাকলে নীল সৈকতে আসতে পারো কিছু রেখে যেতে ।

সন্ধ্যার একটু আগে ফিরেছি সবাই , সূর্যাস্ত দেখতে

গ্রুপ পিকচারে মেতে উঠেছে সব সৃতির ডাইরিতে রাখতে

গভীর রাতে সাগর পাড়ে এসো যদি সময় পাও

গর্জন আর তরঙ্গের অনুভব নিও যদি কবিতা লিখতে চাও ।



শহরের পানে একবার যেও ভার্মিস মার্কেট দেখতে

উপজাতি ঐ ললনাদের আচরণে বাধ্য তুমি কিছু কিনতে ।

যুবতী সাগরের অনুভূতি পাবে হিমছড়ির ঐ চূড়ায়

পাথরে ঢাকা ইনানি বীচে একটু ভিজো জল কণায়

ঝাউ বনের ঐ নিবিড় ছায়ায় হারিয়ে ফেলবে নিজেকে

এত সুন্দর আমার মাতৃভূমি, মিথ্যে মনে হবে না দেখিলে দু’চোখে ।



কেউ কেউ দেখি বলছে আমারা লবণাক্ত এলাকার ভাই

এত সুন্দর প্রকৃতি রেখে কীভাবে কুয়েটে যাই ।



দশ দিন শেষে চলে এলাম এবার শিল্প সভ্যতায়

শিক্ষা সফরের নামে এসেছি তাই দুইটা ইন্ডাস্ট্রি ঘুরাই যায় ।



এবার ছুটছি রাজধানীর দিকে দল ছেড়ে বিভক্ত হতে

বিগত দিন গুলো স্মৃতি করে মায়ের টানে যাচ্ছি বাড়ির দিকে

মিস করেছি অনেক কিছু এটা আর এমন কি

ভালো থেকো বন্ধুগণ টানছি কবিতার ইতি ।



দেখতে দেখতে বিগত হল জীবনের সেরা ১০ টি দিন

এমন একটি ট্যুর উপহারের জন্য, পূরণ করতে পারবনা আয়োজক কমিটির ঋণ ।



___রাসেল হোসেন (০৩/১০/১৩ এবং ০৪/১০/১৩)

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস ওয়ান রাসেল, বেশ লাগলো।
ওয়েল ডান ||

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ মুন ভাই

কিছুদিন আগে আমাদের বিভাগ থেকে ১০ দিনের টুর হইছে যাইতে পারিনি তাই
ভাবলাম একটা কবিতাতো কল্পনা করে লেখাই যায়।

ME2k9== Mechanical engg. 209 batch kuet

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: দেখতে দেখতে বিগত হল জীবনের সেরা ১০ টি দিন
এমন একটি ট্যুর উপহারের জন্য, পূরণ করতে পারবনা আয়োজক কমিটির ঋণ ।

সুন্দর+

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই

আপনাকে দেখে ভালো লাগলো আমার পোস্টে

ভালো থাকুন

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২২

অস্পিসাস প্রেইস বলেছেন:
বাহ! সুন্দর কবিতা রাসেল। কবিতায় ভ্রমন গল্প ভালো লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
আপনাকে আমার ব্লগে পেয়ে ভাললাগলো

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! দারুন তো!। ভালো লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
আমার ব্লগে স্বাগতম :)

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন:
এক কথায়,
মুগ্ধ।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমিও এক কথায় ধন্য :D

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

একজন আরমান বলেছেন:
গল্প কিংবা কবিতা ! কিংবা গদ্য কাব্য !!

সুন্দর।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আরমান ভাই :)

শুভ কামনা

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

বেকার সব ০০৭ বলেছেন: এক কথায় অসাধারন

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকুন বেকার ভাই

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আহ ! ভ্রমণ বর্ণনা তেও কাব্য !
সুন্দর সুন্দর !

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ অভি ভাই

ভালো থাকবেন :)

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

সুমন কর বলেছেন: একটু বড়, তবে পড়তে পড়তে ভ্রমণের আমেজ পেলাম। ভাল লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই :)

শুভ কামনা

১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

শক্তি শুধা বলেছেন: কবিতায় ভ্রমন সত্যিই অসাধারণ, একটা গদ্য কবিতার সুন্দর রুপ দেওয়ার জন্য, আপনাকে স্বাগতম। আরো ভালো ভালো পোস্টের আশায় থাকলাম।

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর একটা কমেন্টের জন্য ধন্যবাদ

সাথে থাকুন আশাকরি পাবেন

ভালো থাকুন

১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

মামুন রশিদ বলেছেন: বাহ দারুণ! কবিতায় ভ্রমন গাঁথা ।

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

লাবনী আক্তার বলেছেন: কালই পড়েছিলাম কিন্তু কমেন্ট করা হয়নি। বেশ ছন্দ মিলিয়ে লিখেছেন ভ্রমন কাহিনি। ভাল লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ আপু
মাঝে মাঝে আসবেন কমেন্ট করে যাবেন
সমালচনা করলে বেশি খুশি হব :)

শুভ কামনা

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

অদৃশ্য বলেছেন:




চমৎকার হয়েছে রাসেল

আপনার জন্য
শুভকামনা...

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অদৃশ্য ভাই অনেক ধন্যবাদ আপনাকে
আপনার ফেবু আইডিটার লিঙ্ক আমাকে দিয়েন পারলে

শুভ কামনা
ভালো থাকুন সবসময়

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ভ্রমণ গাথা কবিতায় মুগ্ধতা :) :) :)

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ভালো লাগলো ভাই

ভালো থাকবেন :)

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

মোঃ ইসহাক খান বলেছেন: অভিনব ভ্রমণ কাব্য।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ দোস্ত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.