![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
ধৈর্য ধর হে,
ব্যস্ততায় কী করছে কবে কে?
জানা অজানা মানুষগুলি নিন্মস্তর থেকে উঠেছে
সাম্রাজ্যবাদীদের চোখে মুখে ধূলা দিয়েছে
পরাজিত কষ্টে সাহস পেয়ে দৃষ্টিকোণের সীমানা ছাড়িয়েছে
শুধু আকাশ সমান স্বপ্ন আর চলমান মনোবলে এগিয়েছে;
বিস্মৃত করে পুরনো দিনের ভুল রঙে অঙ্কিত রংধনু ।
আবার পাবে ধ্রুব তারার দেখা,
অপেক্ষায় মেওয়া ফলের সুযোগটাতো দিতে হবে।
এতো ব্যস্ত কেন তুমি,
কি হয়েছে আদিকালে?
কি এমন হারিয়েছো শোকানলে
আমার কাছে বৃষ্টি আছে ধুয়ে দিতে পারি
তবে মুছে নিতে হবে তোমাকে।
কি অবাক তোমার চোখ
উষ্ণতা শিশিরাংকে পৌঁছার আগেই অশ্রু ঝরে।
ধৈর্য ধর হে,
শুধু একবার চোখ খোলে দেখো
তোমার পাশে কে।
[রাসেল হোসেন, ১৫/১১/১৩]
২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: সুন্দর!
২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
ধূর্ত উঁই বলেছেন: ধৈর্য ধর হে,
শুধু একবার চোখ খোলে দেখো
তোমার পাশে কে। সুন্দর+
২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ এবং স্বাগতম
৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
মাহমুদ০০৭ বলেছেন: মনবলে বানান টা ঠিক করে নেবেন ।
আবার পাবে ধ্রুব তারার দেখা,অপেক্ষায় মেওয়া ফলের
আগেরে লাইন টার সাথে কেমন জানি খাপ খাচ্ছে না মনে হচ্ছে ।
( অর্থের না লাইন সেট আপের )
পুরো কবিতা মোটামুটি লেগেছে ,
আমার পাঠ প্রতিক্রিয়া এতটুকুই ।
ভাল থাকুন রাসেল ভাই ।
শুভকামনা ।
২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বানান ঠিক করে নিয়েছি
আসলে লাইন টা আগে ব্রেক করলেই সুন্দর হচ্ছে মনে হয়।
এখন ঠিক আছে??
আমার কবিতা মাঝে মাঝে পড়তে আসবেন
আর একটু সমালোচনা করলে খুশি হব
ভালো থাকবেন
আপনার মন্ত্যবে অনেক খুশি হলাম
পরবর্তী পোস্টে এগুলো সেরে উঠতে চেষ্টা করব
৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল।
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ
ঢাকাবাসীকে আমার ব্লগে স্বাগতম
ভালো থাকবেন
৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: সুন্দর বলেছেন।
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ আপনাকে
স্বাগত জানবেন নতুন পাঠক
শুভ কামনা
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ অভি ভাই
আপনাকে দেখলে ভালো লাগে আমার ব্লগে
শুভ কামনা
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
একজন আরমান বলেছেন:
অনেক প্রশ্ন রেখে গেলেন কবিতায় !
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক প্রশ্ন ছিল
সব লিখতে পারিনি
মন্তব্যে ধন্যবাদ
ভালো থাকুন
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
মোঃ ইসহাক খান বলেছেন: ধৈর্য ধর হে ---- বলে একটা প্রাচীনত্বের ছাপ আনার চেষ্টা হয়েছে মনে হল। এক্সপেরিমেন্টেশন ভালো।
শুভেচ্ছা।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
বন্ধুর জন্য শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
পাঠক১৯৭১ বলেছেন: ভালো লাগেনি