![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
বড় তাড়াহুড়ো পেয়েছিলাম তোমায়
উপনীত পরিচয় ব্যর্থ শেষ সীমানায়,
তৃষ্ণার্ত প্রণয়ে তুমি রয়েছ ঢাকা
হৃদয়ের বেদিতে আছে ছবিটি আঁকা।
অতর্কিত বদল, ধরি ঈমানের পতাকা
নিজ গুণে ক্ষমা কর মেনে নিও সততা।
কেটে গেল অনেকটা সময় কেটে গেল
কেউ কারো খোঁজ নাই নিল।
চলে এলাম চলে গেল, হারিয়ে গেল
পিছনের স্মৃতিগুলো মনে পড়লো
কত দিন পর সন্ধান পেল, মন ভুলে গেল।
ক্ষয় হয় পরে ক্ষয় হয়
অগ্নি সারথি মনের পিছু লয়
ছড়িয়ে দাহ হারেনি কেহ
জয় হয় তবু তোমারি জয় হয়।
ভালো আছো ভুলে গেছো
কার থলিতে কত স্বপ্ন গুছ
মনে ছিল কতদিন গুনেছ,
কেন তবে খালি হাতে ফিরেছ
ও প্রিয়,তুমি অশ্রু মুছো।
মনে পরে চোখাচোখি ঠোকাঠুকি
কখনো মনঃভুলে পিছনের পাতায় যাও নাকি
অবসরে ভুলে গেছি।
ফোন কেটে ফোন রাখি আশায় থাকি
অপূর্ণ আশা কল্পনাতে খাসা
চোরাবালির দীর্ঘ দিনের ভালবাসা।
[রাসেল হোসেন, ০৬-০১-১৪]
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
মন্তব্যে কৃতজ্ঞতা
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কেটে গেল অনেকটা সময় কেটে গেল
কেউ কারো খোঁজ নাই নিল।
চলে এলাম চলে গেল, হারিয়ে গেল
পিছনের স্মৃতিগুলো মনে পড়লো
কত দিন পর সন্ধান পেল, মন ভুলে গেল।
সুন্দর ভাল হয়েছে রাসেল ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই
ভালো থাকুন
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
জনাব মাহাবুব বলেছেন: ক্ষয় হয় পরে ক্ষয় হয়
অগ্নি সারথি মনের পিছু লয়
ছড়িয়ে দাহ হারেনি কেহ
জয় হয় তবু তোমারি জয় হয়।
সুন্দর শব্দ চয়ন, অসাধারণ ভাব প্রকাশ
পোষ্টে ++++++++++++++++++্
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: জনাব সাহেব কে ধন্যবাদ
প্লাস পেয়ে ভালো লাগলো
শুভকামনা
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪
হাসান মাহবুব বলেছেন: তেমন ভালো হয়নি। বেশ কিছু বানান ভুল আছে।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
অরুদ্ধ সকাল বলেছেন:
অল্প কথার গল্প।
ভালো কবিতা পড়ুন। ভালো লিখতে পারবেন।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: মোটামুটি! প্রতিদিন একটি কবিতা দিলেই ভাল (আমার মতে)।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩
মাহমুদ০০৭ বলেছেন: আমি এ পর্যন্ত আপনার যে কবিতা পড়েছি তার মধ্যে এটাই বেশি ভাল লাগল।
চাপা হাহাকারের একটা অব্যক্ত অনুরণ আছে ।
ভাল থাকুন রাসেল ভাই
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
অপ্রচলিত বলেছেন: মনে পরে চোখাচোখি ঠোকাঠুকি
কখনো মনঃভুলে পিছনের পাতায় যাও নাকি
অবসরে ভুলে গেছি।
ফোন কেটে ফোন রাখি আশায় থাকি
অপূর্ণ আশা কল্পনাতে খাসা
চোরাবালির দীর্ঘ দিনের ভালবাসা।
শেষটা ভালো লাগলো। বাকিটুকু মোটামুটি।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মন্তব্যে ধন্যবাদ
১০| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
সকাল রয় বলেছেন:
ভালো আছো ভুলে গেছো
কার থলিতে কত স্বপ্ন গুছ
মনে ছিল কতদিন গুনেছ,
কেন তবে খালি হাতে ফিরেছ
ও প্রিয়,তুমি অশ্রু মুছো।
খুব খুব ভালো লাগলো
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা
১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
মোঃ ইসহাক খান বলেছেন: টাইপো ঠিক করতে হবে।
আরও উন্নতির অবকাশ আছে।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ দোস্ত
শুভেচ্ছা
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮
মায়াবী ছায়া বলেছেন: বাহ্
কবিতায় অনেক ভাল লাগা ।
তবে''ক্ষয় হয় পরে ক্ষয় হয়
অগ্নি সারথি মনের পিছু লয়
ছড়িয়ে দাহ হারেনি কেহ
জয় হয় তবু তোমারি জয় হয়''
লাইনটা খুব ভাল লেগেছে ।।
ভাল থাকুন কবি ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: উনেক ধন্যবাদ
শুভ কামনা
অনেকদিন পর
ভালো আছেন আশা করি
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২
মশিকুর বলেছেন:
"চোরাবালির দীর্ঘ দিনের ভালবাসা।" -বাহ! বেশ বেশ।