![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
অনেক দিন পরে ব্লগে পোস্ট দিলাম
তাও আবার একটু ভিন্ন প্রসঙ্গে
যারা যারা প্রাইভেট জব করেন স্বভাবতই কিছু দিন পর পর জব পরিবর্তন করতে হয় অথবা করতে চান
আর হ্যা তখন নিশ্চয় ভাইবা বোর্ডে নিচের প্রশ্নের সম্মুখীন হতে হয়
প্রশ্ন: আপনি কেন অই কোম্পানি ছেড়ে আমাদের কোম্পানিতে আসতে চান অথবা আপনি আগের জব টা ছেড়ে কেন এই জবে আসতে চান?
আসলে এই প্রশ্নের সঠিক জবাব কি দিব তাই খুঁজে পাইনা বা কি বললে সঠিক ভাবে উত্তর তা দেয়া হবে কেউ যদি কিছু সাজেশন অথবা গুছিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতেন অনেক উপকৃত হব।
২| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৯
আরজু পনি বলেছেন:
শুভকামনা রইল, রাসেল।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
লিমন আজাদ বলেছেন: এক্ষেত্রে আপনি যেই প্রতিষ্ঠানে যোগ দিতে চাচ্ছে ওই প্রতিষ্ঠানের এমন কিছু গুনের কথা তুলে ধরুন যা আগের কর্ম ক্ষেত্রে ছিল না। তাহলে কর্মকর্তারা সন্তুষ্ট হবে বলে মনে হয়।