![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই মন প্রান খুলে গল্প করার দিন শেষ
শুধু তারাহুরো করে কিছু কথা বলে ফেলা যায়
সময় যা ছিল হাতে সবটাই নিঃশেষ
পড়ে আছে শুধু অজস্র অসময়।
তাই হলদে পাখিরা এই শহরে আর ফিরে আসেনা
শুধু বেরে চলে ডিসেলের ধোয়া রাস্তায়
সেই ল্যাৎটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসেনা
বেরে গেছে রাতারাতি বয়স অসময়।
তাই বৃস্টি নামলে পড়ে মন আর জুরিয়ে যায় না
শুধু চাপ চাপ কাদা প্যাচ প্যাচে সঃশয়
কারো মুখে আর কোন মিস্টি হাসি মানায় না
তেতো হয়ে গেছে সব হঠাৎ অসময়।
তাই কোনদিন যদি একাএকা জানলার পাশে
কোন খয়রী বিকেল বেলা কান্না পেয়ে যায়
নিয়ে কথার ছলে নিয়ে শ্যাওলায় ভেজা গানটা আমার
নিয়ে আসব ফিরে তোমার কাছে হঠাৎ অসময়।
©somewhere in net ltd.