![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দুহাত
যেন এখানে নেই কোন হিসাব
শুধু আছে নীল আকাশ।
আছে লাগাম ছেড়া স্বপ্ন বুকের ভেতর
আছে বেপড়োয়া বোতাম বিহীন শাট
আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে
ভুলে গিয়ে রোজকার দোকান বাজার হাট
আছে রাস্তা একটা চলার,আছে অনেক কথা বলার
আছে পকেট কিন্তু পকেট গরের মাঠ
তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দুহাত
যেন এখানে নেই কোন হিসাব
শুধু আছে নীল আকাশ।
ভাল যদি তুমি বাসতে চাও নিজেকে আজ নিজের মত
ফেলে রেখে দিয়ে পিছুটান.....চলে এসো চলে এসো।
নেই এখানে ভবিষ্যতের ভাবনা
নেই কোন সম্পকের দাবি দওয়া
শুধু সুখ দুঃখের ই শরিক হতে পারি
নেই অন্য কোন চাওয়া পাওয়া
শুধু রাস্তা আছে চলার আছে সত্যি কথা বলার
আছে পকেট কিন্তু পকেট গরের মাঠ
তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দুহাত
যেন এখানে নেই কোন হিসাব
শুধু আছে নীল আকাশ।
ভাল যদি তুমি বাসতে চাও নিজেকে আজ নিজের মত
ফেলে রেখে দিয়ে পিছুটান.....চলে এসো চলে এসো।
©somewhere in net ltd.