![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সপ্তমীর বিকেল
আমার এক ভাঙা সাইকেল
তোমার নতুন জুতো মারুতী এস্টিম
আমার পকেট গরের মাঠ
তোমার নতুন ক্রেডিট কাড
আমি তোমার কাছে নিতান্ত টিম টিম।
আজ মন থেকে বলছি
তোমার নাম নিয়ে চলছি
দিন কাটছে না তোমার বিহনে
আজ ভুল শুরে গান গাই
আসছোনা তুমি তাই
দিন কাটাবো কিভাবে কে জানে।
তোমার হরিন হরিন চোখ
দেখে সব দুনিয়ার লোক
তোমার অঙ্গ জুরে রঙিন সালোয়ার
তোমার দেমাক দেমাক চাল
আমার াজ ফুটো কপাল
তুমি আমার দিকে চাওনা কেন আর।
তোমার ফড়িং ফড়িং মন
তোমায় ঘিরে হাজার জন
আমি বোবার মত একলা বসে রই,
তোমার ঝুমুর ঝুমুর দুল
আমার হাতের গোলাপ ফুল
তুমি দেখেো যেন দেখছোনা কিছুই।
আজ মন থেকে বলছি
তোমার নাম নিয়ে চলছি
দিন কাটছে না তোমার বিহনে
আজ ভুল শুরে গান গাই
আসছোনা তুমি তাই
দিন কাটাবো কিভাবে কে জানে।
©somewhere in net ltd.