নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের আকাশের নাম না জানা একটি অজানা তারা.........................

রাত জাগা তারা ও আমি

রাত জাগা তারা ও আমি › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে.......।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৫

ইচ্ছে করে একসাথে হাটি,
ইচ্ছে করে মুঠোয় পুরি হাত
এমন নিখাদ ইচ্ছেটাকে
বন্দি করি গোপন দিন রাত!

নিতে পার তুমি অন্য ভাবে
উড়তে পারে আমার সকল স্বাধ
তাইতো নিখাদ আমার ইচ্ছাটাকে
আড়াল করি গোপন দিন রাত।
ইচ্ছে করে একসাথে হাটি,
ইচ্ছে করে মুঠোয় পুরি হাত।

ইচ্ছে করে আড়াল করে রাখি
কেউ না যেন রাখতে পারে চোখ
ঈষা করুক শহরের সবজনে,
ব্যাথ হয়ে পালন করুক শোক।
থাকবে তুমি শুধু আমার হয়ে
রাখবে শুধু এই মুঠোয় হাত
এমন নিখাদ ইচ্ছেটাকে
বন্দি করি গোপন দিন রাত।
ইচ্ছে করে একসাথে হাটি,
ইচ্ছে করে মুঠোয় পুরি হাত।

বাধ মানেনা ইচ্ছে কোনওদিনও
ছোট বড় হয় না পরিমান।
তবু আমার ইচ্ছে গুলো দেখ
নয়ত এমন দেবে অভিশাপ
যে কেউ তোমায় চাইতে পারে কাছে
ভালবাসা নয়ত অপরাধ
এমন নিখাদ ইচ্ছেটাকে
বন্দি করি গোপন দিন রাত।

ইচ্ছে করে একসাথে হাটি,
ইচ্ছে করে মুঠোয় পুরি হাত
এমন নিখাদ ইচ্ছেটাকে
বন্দি করি গোপন দিন রাত!
নিতে পার তুমি অন্য ভাবে
উড়তে পারে আমার সকল স্বাধ
তাইতো নিখাদ আমার ইচ্ছাটাকে
আড়াল করি গোপন দিন রাত।
ইচ্ছে করে একসাথে হাটি,
ইচ্ছে করে মুঠোয় পুরি হাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.