![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেসে যাচ্ছি এবং
ভিজে যাচ্ছি আবার
এক অপরুপ অসম্ববে
শোন তুমি কি আমার হবে?
বলো তুমি কি আমার?
শোন তুমি কি আমার হবে?
আজও তুমি কি আমার?
ফিরে এস সাহসীনি
অথবা ডুবে যাও
এ আবেগের মহোৎসবে
শোন তুমি কি আমার হবে?
বলো তুমি কি আমার?
শোন তুমি কি আমার হবে?
আজও তুমি কি আমার?
মাঝে মাঝে দেখি তোকে
ওতীতে ফিরি পলকে
আর নতুন কোন স্তবকে
বন্দী হয় সে অনুভব
অন্ধ হয়ে যেতাম যদি
কল্পনার নিজস্ব নদী
অন্ধকার সমুদ্রে মিশে
যানত ফেরা টা অসম্ভব
খোরো আমার ফসিলস
অনুভুতির মিছিল
প্রতিক্রিয়াশীল কোন বিপ্লবে
শোন তুমি কি আমার হবে?
বলো তুমি কি আমার?
শোন তুমি কি আমার হবে?
আজও তুমি কি আমার?
যদি এ হৃদয় ছুতে
সানিধ্যের বিদ্যুতে
একবার যদি হতে
বাচার শেষ সম্ভাবনা
হাতছানি দিচ্ছে যে
অপমৃত্যুর ইচ্ছে যে
তোর নৃষ্টুর দৃষ্টিতে
কখোনো কি আশ্বাস পাবো না?
তুই শেষ স্পন্দন আমার
মৃত্যুর সমন আমার
মৃত্যুর কারন আমার
রহস্যের সমাধান
ক্ষত বিক্ষত শিরাতে
তুই অন্ত পীড়াতে
প্রেমে আর প্রত্যাক্ষানে
আজও তোর অনুসন্ধান.....
©somewhere in net ltd.