![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগল... পাগল...
ঘুরছে মাথা, বাড়ছে উত্তাপ - অহেতুক প্রলাপের উচ্চারণ
অপলক দৃষ্টি, হবে অনাসৃষ্টি - বিনে পয়সায় চলছে শীর্ষাসন
কুচুটে স্বভাব, সাফাইয়ের অভাব - গাওয়ালিতে বাওয়াল দিচ্ছে হরমোন
মস্তিস্কের মস্তানিতেই খচরামি, বাধছে রেগুলার গণ্ডগোল
উকুনের এজলাসে আমার শেষবিচার প্রমানিত আজ আমি পাগল
দেখো ছুটছে পাগল হাসছে পাগল - গাইছে আবার গান
হরিমোহন তুমি কাঁদছ কেন ভুলে জাও সব অভিমান
হে বন্ধু আবার এক হয়েছি এই বিকৃত জলসায়
ফাঁদ পেতেছি আরেক বন্ধুর অপেক্ষায় - অসময়ের গান
ছুতে চাওয়া আসমান - তবু বন্ধ ঘরেই চলছে নির্বাসন
কাঁদছে পাগল হাসছে পাগল - পিচুটি চোখের আত্মবিশ্লেষ
জোটের দাওয়াই হাসছে হাওয়াই - গণতন্ত্রে নেই কোনো প্রয়োজন
শরীরের ক্ষত অনশনে রত - পেটে খিদে তবু বেঁচে থাকা চাই
মগজের কারখানা লক লক লক আউট, ধারে নেওয়া বুদ্ধির কাবাব রোল
নীলরঙা ছবি - মৈথুনেও ভরসা পাচ্ছি না
শুনে রাখো আজ বলছি আমি পাগল ।
তবু জিতবে পাগল, লড়বেও পাগল চলবে অভিযান
কুকুরের দল ছিনিয়ে নাও যতই তবু থামবে না আমার গান
হে বন্ধু কেন কান পেতেছো এই বিকৃত জলসায়
এসো দুনিয়ার তামাম পাগল এক হও
পাগল...
©somewhere in net ltd.