| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৌশল বিদ্যার সাথে সম্পর্কিত কিছু জিনিসের বেসিক ধারণা:
![]()
১) প্রকৌশল বিশ্ববিদ্যালয়: ইহা একটি বিশেষ জায়গা, যেখানে এইচ.এস.সি তে ভাল ফলাফল করার জন্য শাস্তি দেওয়া হয়।
![]()
২) হল: সারারাত জেগে সকাল ৬ টায় ঘুমানোর জন্য পারফেক্ট জায়গা।
৩) ডাইনিং: পুষ্টিকর আর স্বাস্থ্যকর হালকা হলুদ গরম পানির ডাল পাওয়ার একমাত্র জায়গা।
৪) ক্লাশরুম: ঘুমানোর জায়গা।
৫) মেডিকেল সেন্টার: যে কোন রোগের একই চিকিৎসা প্রদানের উপযুক্ত স্থান।
৬) লাইব্রেরী: কপোত-কপোতীর জন্য আদর্শ জায়গা। কপোত পড়া বুঝায় আর কপোতী ঘুমন্ত অবস্থায় মুগ্ধ হয়ে শুনে।
৭) অ্যাটেনডেন্স আর প্রক্সি: স্যার দয়াময় হলেও চলে না, বন্ধুদের দয়া ছাড়া ৮০% ক্লাশ উপস্থিতিও জুটেনা। এখানে স্যারের চেয়ে বন্ধুদের দয়ার উপর নির্ভর করে করতে হয় বেশি।
৮) অ্যাসাইনমেন্ট: একজনের দেখে অন্যজনের কপি-পেষ্ট করা।
৯) ক্লাশটেস্ট: সকালের ঘুম বিসর্জন দিয়া, হাতে শীট নিয়া পড়তে পড়তে যাওয়া।
১০) প্রভোষ্ট: যিনি স্টুডেন্টের নিরাপত্তার চেয়ে অতি গুরুত্ত্বের সাথে স্টুডেন্টের জরিমানা চেক করেন।অতি দয়ার সাথে তিনি কড়ায় গন্ডায় জরিমানা আদায় করেন।
১১) লেকচার: লেকচার মানেই ঘুমের মহাঔষুধ, সময়ের অপচয়, বাধ্যতামূলক ক্লাশে শারীরিক উপস্থিতি।
১২) লেকচারার বা প্রভাষক: যিনি শ্রেণীতে সাফল্যের সাথে ১ম হয়ে পাশ করে স্টুডেন্টের স্যার হন এবং পড়াতে পারুক আর না পারুক স্টুডেন্টেদের ঝাড়ি দিয়ে বিদেশী ডিগ্রীর স্বপ্ন পূরণে হাড়ভাঙা শ্রমে বিভোর থাকেন।
১৩) প্রফেসর: যিনি ক্লাশ নিলে ঘুম আসে।প্রাচীণ যুগের ঐতিহাসিক নোট নিয়ে ব্যাচের পর ব্যাচ পার করেন, জুনিয়র টিচারের পরীক্ষার প্রশ্নপত্রে হস্তক্ষেপ করে স্টুডেন্টদের বাঁশ দেন।
১৪) ক্লাশ রিপ্রেজেন্টিভ বা সি.আর: স্যার আর লেডিস স্টুডেন্টদের সাথে যার ফটোকপি ও রিপোর্ট কেন্দ্রিক নিবিড় সম্পর্ক ।
১৫) সিসকো ল্যাব: যেখানে ১০টা পিসি চেক করার পর ১১ নং পিসিও চেক করতে হয় যে, নেট কানেকশন আছে কিনা, মাউস –কিবোর্ড ঠিকমত কাজ করছে কিনা। সম্প্রতি সতর্কামূলক বাণী হিসেবে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ লেখা থাকে।
১৬) ল্যাব: ঈদের নতুন জামার মত লুকিয়ে রাখা হয়, নতুন কেনা যন্ত্রপাতি। পুরাতন যন্ত্রপাতি দিয়ে ল্যাবের কাজ সম্পূর্ণ না হলেও সম্পূর্ণ করতে বাধ্য করা হয়। কবে সেই ল্যাবে ঈদ আসবে, আর নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে, এটা স্বয়ং উপরওয়ালা ছাড়া কেউ জানেনা।
![]()
১৭) সেশোনাল ক্লাশ: ক্লাশে ১ থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকা। মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ছেলেরা কি কাজ করছে, পরবর্তীতে সেটা তারা কপি-পেষ্ট করবে।
স্যার প্রতিটি সেশোনাল ক্লাশ পূর্ববতী স্টুডেন্টদের দোষারোপ দিয়ে শুরু করবেন।
১৮) সেশোনাল রিপোর্ট: ক্যামেরাযুক্ত মোবাইল ফোনের উপযুক্ত ব্যবহার। সেশোনাল ক্লাশ শুরুর ৩০ মিনিট পূর্বে যেটা সম্পূর্ণ করা হয়, যেটার সম্পূর্ণ কৃতিত্ব পুরো সেমিষ্টার ধরে একজনেরই।
১৯) কুইজ: সেশোনাল শিট পুরা মুখস্থ করেও পরীক্ষার সময় বুঝা যায় না শীটের কোন কোণা থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে বা আসছে। উত্তর প্রদান পুরাই বেসিকের উপর নির্ভর করে।
২০) ভাইভা: স্মৃতিশক্তি হারিয়ে ফেলার উপযুক্ত সময়।যার জন্য একজন স্টুডেন্টকে ২ জায়গায় ২বার প্রশ্নের উত্তর দিতে হয়। একবার স্যারের সামনে আর আরেকবার সহপাঠী বন্ধুদের সামনে- “দোস্ত তোরে কি জিগাইছে? এর উত্তর কোনটা?”
২১) Preparatory Leave বা P.L: পকেটের টাকা উজাড় করে সকল পড়ুয়া বন্ধুদের নোট ফটিকপি করে নিশ্চিন্তে মুভি দেখা আর ঘুমিয়ে পার করার জন্য পারফেক্ট সময়।
২২) পরীক্ষা: মাথা চুলকানোর বিশেষ জায়গা। যেখানে প্রত্যেক স্টুডেন্ট মাথা চুলকায়ে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করে। যা পরীক্ষকের বোধগম্যের বাইরে। কারণ তিনি এই বিষয়ে কোন ডিগ্রী নেন নাই। ১ম দেড় ঘন্টা ভাবা হয় প্রশ্ন কোন গ্রহ থেকে দিয়েছে।দেড় ঘণ্টা পর মাথা চুলকায়া গ্রহের সন্ধান পাইলে লেখা শুরু হয়। পরীক্ষা শেষের ৩০ মিনিট হাতের লেখার স্পিড কেমন করে যেন বেড়ে যায়।
২৩) লেডিস হল: ছেলেদের জন্য নিষিদ্ধ জায়গা। যেটার ভিতরে যাওয়ার এবং দেখার প্রত্যেক ছেলের বুকের ভিতর একটি লালিত স্বপ্ন।
![]()
২৪) হতাশার মোড়: নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতুহুলের কমতি থাকেনা, তাকে জানার জন্য লেডিস হলের কাছে যে মোড়ের সৃষ্টি হয়, সেটাই হতাশার মোড়।শত শত হাজার হাজার ছেলে সেখান থেকে শূণ্য হাতে ফিরে আসে।
২৫) টিউশনি: যা স্টুডেন্টদের একমাত্র বাঁচিবার উপায়।
২৬) ক্যান্টিন: ২০ টাকার নাস্তা করেও ১০ টাকা দেওয়ার একমাত্র জায়গা।
![]()
২৭) ফটোকপির দোকান: ফটিকপি মেশিন একজন স্টুডেন্টের সবচেয়ে ভাল বন্ধু। বন্ধু বলেন আর আত্নায় বলুন, একজন স্টুডেন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ফটোকপির দোকান। সারাবছরে ২০০টাকার বই না কিনলেও চলে কিন্তু ২হাজার টাকার ফটোকপি না করলে চলে না।
বলা যায়, স্টুডেন্ট লাইফ পুরোটায় ফটোকপির উপর নির্ভরশীল।
২৮) ক্যাম্পাস বাস: একমাত্র লেডিস হলে সুসম্পর্ক থাকলে যেখানে সিট পাওয়ার সম্ভবনা থাকে।
২৯) সিনিয়র: সিনিয়র হচ্ছেন সেই ব্যক্তি, যিনি জুনিয়র অবস্থায় র্যা গ খেয়েছেন এবং সিনিয়র হয়ে সেটা সুদে-আসলে তুলে নিচ্ছেন। প্রজেক্ট বা থেসিসের ভবিষ্যৎ নিয়ে যিনি সর্বদায় চিন্তিত থাকেন।
৩০) জুনিয়র: যে রাস্তা ঘাটে, ঘরের সামনে, ডাইনিং এ, ক্যান্টিনে, বাথরুমের সামনে, ডিপার্টমেন্টের সামনে যে কাউকে সালাম দেয়।
৩১) ক্যাম্পাস প্রেম: সন্ধ্যাকালীন খাদ্যের বিনিময়ে (সাধারণত লেডিস হল থেকে আসে ) প্রত্যেক ছেলের আত্নবিসর্জন।ছেলেদের জন্য বউ সেবার পূর্ব প্রস্তুতি।একই ডিপার্টমেন্টের হলে পূর্বশর্ত হিসেবে থাকে রিপোর্ট যেন প্রেমিকার চেয়ে সুন্দর না হয়।
৩২)অডিটোরিয়াম: যেখানে ভিসি আর প্রশাসনিক কর্মকর্তারা রাজনৈতিক নেতার মত স্টুডেন্ট উন্নয়নের মিথ্যা আশ্বাস দেন।পাশাপাশি এখানে স্টুডেন্টের নিজস্ব গুণ প্রদর্শনের সুব্যবস্থা থাকে ।
৩৩) শিক্ষক: একমাত্র তিনিই স্টুডেন্টদের মনের কথা বুঝেন এবং স্টুডেন্টের সার্বিক উন্নয়নে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উনার হাত ধরেই একজন স্টুডেন্ট ভবিষ্যতের আলোর পথ দেখতে পায়।
৩৪)
৩৫)
…………………………………(চলবে…)
বি:দ্র: কারো দ্বিমত থাকলে, জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। দ্বিমত সংশোধন করা হবে। এবং নতুন কোন ধারণা থাকলে, সেটাও যুক্ত করা হবে।
সবশেষে, আরেকটা অনুরোধ লেখার কথাগুলিকে কেউ সিরিয়াসলি নিবেন না।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫
রাতুল_শাহ বলেছেন: ঠিক আছে, শুনে ভাল লাগছে।
ভাল থাকবেন, শুভকামনা রইলো, ![]()
২|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
মামুন রশিদ বলেছেন: বাকি ইঞ্জিনিয়ার সাহেবরা কোথায় !!
পিলাচ দিলাম ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন, শুভকামনা রইলো
৩|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭
তাসজিদ বলেছেন: আর জব লাইফ এ সাইট এ গিয়ে কামলা খাটা
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
রাতুল_শাহ বলেছেন: সেটাই ভাই। মাঝে মাঝে মনে হয়, বাপের জমিতে এর চেয়ে কম শ্রমে কাজ করলেও রাজার হালে থাকা যাইতো।
কি আর করার..........
ভাল থাকেন , শুভ কামনা রইলো ![]()
৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬
শান্তির দেবদূত বলেছেন:
ঐ মিয়া, "অটো" কই?
ব্যাপক হইছে, এক্কেবারে বুলস আই।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১
রাতুল_শাহ বলেছেন: প্রজেক্ট, অটো, হল ত্যাগের নির্দেশ, আরও অনেক ছিলো। কিন্তু কেন জানি লেখা হলো না।
আপনারাই কিছু বলে দেন ভাই।
ভাল থাকেন, শুভ কামনা রইলো ![]()
৫|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০
শায়মা বলেছেন: ইন্জিনীয়ার ভাইয়া!![]()
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১
রাতুল_শাহ বলেছেন: জি আপু, বলেন ![]()
৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বিশাল প্লাস পোস্টে!!!!!!!!!!!!!!!!!!!!!!
দারুন লেখছেন!!!!!!!!!!!!!!!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
রাতুল_শাহ বলেছেন: শুনে ভাল লাগলো ভাই যে দারুণ লিখছি।
ভাল থাকেন, শুভকামনা রইলো ![]()
৭|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সেশনাল ক্লাশ জিনিসটা কি আসলে?
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
রাতুল_শাহ বলেছেন: প্র্যাকটিক্যাল ক্লাশ ।
৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭
তন্দ্রা বিলাস বলেছেন: লাইফ ইজ নাও ফুল ত্যানা! কিসসু বলার নাই! বাপে যে ক্যান এইটা পড়তে পাঠিয়েছিল! স্কুলের আর্টসের ফ্রেন্ডরা কত্ত মজা করে!
![]()
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
রাতুল_শাহ বলেছেন: সেটাই ভাই। জীবন তামা তামা কইর্যা ফেলাইছে।
তারপরও বুক ফুলাইয়া ইঞ্জিনিয়ার বলার জন্য পড়তে আসা।
৯|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
মুগ্ধ মাহি বলেছেন: আজ নাকি অটো ? কুইজ হবে না , ক্লাশও হবে না
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২
রাতুল_শাহ বলেছেন: এই সুসংবাদ পাওয়ার মত আনন্দ, মানুষ মনে হয় ঈদেও করে না।
ভাল থাকবেন, শুভকামনা ![]()
১০|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭
হেনরি রাইডার হেগার্ড বলেছেন: লিখা পড়ে মনে হলো আমরা আসে পাশের ভারসিটির ২ জন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
রাতুল_শাহ বলেছেন: সম্ভবত .
ভাই আপনার ক্যাম্পাসে নাম জানতে পারলে ভাল লাগতো।
১১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮
তুষার কাব্য বলেছেন: ব্যাপক গবেষনা ![]()
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১
রাতুল_শাহ বলেছেন: অভিজ্ঞতার আলোকে লেখা তুষার ভাই।
বসে বসে লিখে ফেললাম।
ভাল থাকেন, শুভকামনা ![]()
১২|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬
চলতি নিয়ম বলেছেন: জটিল হইছে। ১০০ +
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
ভাল থাকেন, শুভকামনা রইলো ![]()
১৩|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
এসএমফারুক৮৮ বলেছেন: চরম হইছে রাতুল ভাই।
+++++
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
রাতুল_শাহ বলেছেন: কেমন আছেন ফারুক ভাই?
অনেক দিন পর দেখা হল।
দোয়া রাখি ভাল থাকেন , সুস্থ থাকেন।
১৪|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
নিরব সাধু বলেছেন: ছবিগুলো বিদেশি মনে হয়?
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
রাতুল_শাহ বলেছেন: হুম.......
ঠিক ধরেছেন ভাই।
১৫|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
এসএমফারুক৮৮ বলেছেন: কাজের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন সামুতে সময় দিতে পারিনি, ভাল আছি রাতুল ভাই। আপনাকেও অনেকদিন মিস্ করছি।
ভাল থাকুন সবসময়।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
রাতুল_শাহ বলেছেন: সবারই একই অবস্থা। আপনার মত আমারও একই অবস্থা, সময় দিতে পারি না। অনেক প্রিয় ব্লগাদের লেখা মিস করি।
সময় সবকিছু যেন বদলে দেয়।
১৬|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
পথহারা সৈকত বলেছেন: লেখক বলেছেন: সেটাই ভাই। জীবন তামা তামা কইর্যা ফেলাইছে।
তারপরও বুক ফুলাইয়া ইঞ্জিনিয়ার বলার জন্য পড়তে আসা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
রাতুল_শাহ বলেছেন: জ্বি ভাই, বুক ফুলাইয়া ইঞ্জিনিয়ার বলার জন্য পড়তে আসা।
১৭|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
পাকাচুল বলেছেন: হা হা হা, এক্কেবারে খাটি কথা। প্লাস++++++
পুরানা ছাত্রজীবনে যেতে ইচ্ছে করছে।
অট: উইন্ড টানেলখানা কি চুয়েটে নতুন বসানোটা?
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
রাতুল_শাহ বলেছেন: আমার তো আবার প্রথম থেকে শুরু করতে ইচ্ছে করছে। প্রতিদিন ভাবি যে, টাইম মেশিন বানিয়ে ১ম সেমিষ্টারে চলে যায়।
অট: না, এটা নেট থেকে নেওয়া।
১৮|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
ভিয়েনাস বলেছেন: জীবন তামা তামার মধ্যেও আনন্দ আছে
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
রাতুল_শাহ বলেছেন: এটা সত্য ![]()
তামা তামা জীবনের আউটপুট সুখের হয়।
১৯|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
সায়েম মুন বলেছেন: এখানকার বেশীরভাগ বিষয় অন্যান্য ফ্যাকাল্টির সাথে মিলে যায়!
পরীক্ষা পেছানো নিয়ে কিছু বললেন না যে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
রাতুল_শাহ বলেছেন: বাহ, আমরা তাহলে একলা হতভাগা দূর্ভাগা নয়। শুনে ভাল লাগছে।
পরীক্ষা পেছানো পয়েন্টটা পরবর্তী পর্বের জন্য রেখে দিলাম।
ভাল থাকেন, সুস্থ থাকেন , শুভকামনা ![]()
২০|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ফারজুল আরেফিন বলেছেন: মাস্টার্স করতেছেন নাকি?
ভার্সিটি লাইফ শেষ হলে আর কোন লাইফ বাকি থাকে না। :-<
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
রাতুল_শাহ বলেছেন: না ভাই। মাষ্টার্স করার আপাতত কোন পরিকল্পনা নাই।
সত্যি ভার্সিটি লাইফ শেষ হলে আর কোন লাইফ থাকেনা।
ভাল থাকেন, সুস্থ থাকেন- শুভকামনা রইলো।
২১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
যম দুত বলেছেন:
অনেক দিন ব্লগাই নাই । কিন্তু এক খান বলদাঁ ফার্ম ইঞ্জিনিয়ার কুক্রুকুক করায় আইলাম। বাপের টাকায় সার্টিফিকেট মাম্মার অফিসে চাকরি অনেক মজা
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
রাতুল_শাহ বলেছেন: হুম...................
ভাল থাকেন- শুভকামনা ![]()
২২|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: একদম ১০০ তে ১০০।
চরম লাগলো
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১
রাতুল_শাহ বলেছেন: এই প্রথম ১০০ তে ১০০ পাইলাম। বেশ কয়েকবার গণিতে ৯৮ পাইছি, কিন্তু ১০০ পাইনি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন- শুভকামনা রইলো![]()
২৩|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
![]()
চুল ছেড়া বিশ্লেষণ।
পোষ্টে +++++
অনেক দিন পর ব্লগে আসলেন। কেমন আছেন ভ্রাতা???
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
রাতুল_শাহ বলেছেন: জ্বি ভাই ব্লগে অনেক দিন পর ব্লগে আসলাম।
আল্লাহ ভাল রাখছেন, কিন্তু সামু ভাল রাখে নাই।
যে পোষ্টে যায়, সেই পোষ্ট বার বার রিলোড দিতে হয়। পড়ার পর মন্তব্য দেওয়ার সময়ও একই অবস্থা।
যাহোক অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভকামনা রইলো ![]()
২৪|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
আমি তুমি আমরা বলেছেন: একদম খাপে খাপে মিলে গেল
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
রাতুল_শাহ বলেছেন: বেঁচে গেলাম ভাই, পোষ্টটাকে ঘষামাজা করা লাগবে না।
ভাল থাকেন, শুভকামনা রইলো ![]()
২৫|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
জো জো বলেছেন: সবথেকে ভাল লাগত PL মধ্যে ছেলেরা যখন মারামারি করে পরীক্ষা পিছাত।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
রাতুল_শাহ বলেছেন: তাও আবার PL এর প্রথম দিন।
হল ত্যাগের নির্দেশ, বাসায় বই বেঁধে নিয়ে গিয়ে নানা, খালা-মামার বাড়ি ঘুরতে ঘুরতেই ছুটি শেষ। যেভাবে বই বেঁধে নিয়ে যাওয়া, ঠিক সেই অবস্থায় নিয়ে আসা।
পরীক্ষা পেছানোর বাঁশটা কিন্তু পরীক্ষাতেই হজম করতে হয়।
২৬|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
জুবায়ের দিদার বলেছেন: ভাল্লাগছে তয় পড়ুম না
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
রাতুল_শাহ বলেছেন: ঠিক আছে, বুঝলাম।
ভাল থাকেন, শুভকামনা রইলো![]()
২৭|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫
জুন বলেছেন: হতাশার মোড়ে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়ার রাতুল শাহ
দারুন লাগলো এক একটা বিষয় ডাইনিং সহ সব সব
+
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
রাতুল_শাহ বলেছেন: সত্যি দারুণ লাগছে?
শুনে কি যে ভাল লাগলো।
অনেক ধন্যবাদ।
২৮|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লাইব্রেরী: কপোত-কপোতীর জন্য আদর্শ জায়গা। কপোত পড়া বুঝায় আর কপোতী ঘুমন্ত অবস্থায় মুগ্ধ হয়ে শুনে।
হাঃ হাঃ হাঃ ইঞ্জিনিয়ার সাহেবদের দেখি তামা তামা হওয়া জীবন ![]()
বুয়েট থেকে নেয়া রম্য খুব ভালো লাগলো ![]()
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
অট: আমি বুয়েটের না ![]()
২৯|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫
রেজওয়ান তানিম বলেছেন: শুভ জন্মদিন রাতুল
ভাল লাগল ইঞ্জিনিয়ার কথন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
রাতুল_শাহ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তানিম ভাই।
ভাল থাকবেন, শুভকামনা রইলো।
৩০|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ জন্মদিন রাতুল ভাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
রাতুল_শাহ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনেক অনেক ভাল থাকেন, শুভকামনা রইলো ![]()
৩১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: শুভ জন্মদিন ভাই, ভালো থাকবেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
রাতুল_শাহ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আপনিও অনেক অনেক ভাল থাকবেন, শুভকামনা রইলো।
৩২|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
গোর্কি বলেছেন:
-এরকম অভিজ্ঞতার সন্মুখীন হতে হয়নি কখনও। তাই একটানে পড়ে জানলাম অনেক তথ্য। কখন যে কাজে লেগে যায় বলা তো মুশকিল।
-আমার কাছে চমৎকার ব্যঙ্গাত্মক লেখা মনে হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
রাতুল_শাহ বলেছেন: এরকম অভিজ্ঞতার সন্মুখীন হতে হয়নি কখনও।
কি বলেন ভাই!!!!!!
ভাইজান আপনার সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গেল।
৩৩|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
আমি তুমি আমরা বলেছেন: শুভ জন্মদিন ইঞ্জিনিয়ার সাব
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
রাতুল_শাহ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইসাব ![]()
৩৪|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩
ইয়ার শরীফ বলেছেন: শুভ জন্মদিন
তয় একটু লেটে
পোস্ট দেখে ভালু লাগ্লু
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
রাতুল_শাহ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
অনেক অনেক ভাল থাকেন, শুভকামনা রইলো ![]()
৩৫|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
অভাজনের আস্ফালন বলেছেন: স্পট টেস্ট, ল্যাব টেস্ট, টিভিরুম এই ব্যাপারগুলো বাদ পড়ছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
রাতুল_শাহ বলেছেন: এই জন্য তো ৩৩ এর পরে ৩৪, ৩৫ ফাঁকা রেখেছি।
শীঘ্রই পরের পর্ব দিব।
এই বিষয়গুলো ধরিয়ে দেওয়ার জন্য অন্তরের অন্ত:স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভকামনা রইলো![]()
৩৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হতাশার মোড়: নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতুহুলের কমতি থাকেনা, তাকে জানার জন্য লেডিস হলের কাছে যে মোড়ের সৃষ্টি হয়, সেটাই হতাশার মোড়।শত শত হাজার হাজার ছেলে সেখান থেকে শূণ্য হাতে ফিরে আসে।
সবিই সত্য তবে উপরেরটা বেশি সত্য... দারুন মহাকব্য লিখিয়াছেন লেখক
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
রাতুল_শাহ বলেছেন: হতাশার মোড়ে কোন অভিজ্ঞতা আছে নাকি ভাই?
না আমাদের মত হাহাকার দৃষ্টিতে তাকিয়ে থাকেন?
যাহোক, ভাল থাকবেন, শুভকামনা রইলো।
৩৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৯
উদাসী স্বপ্ন বলেছেন: হল তো তাস খেলা আর এডাল্ট ফুল ভলিউমে দেখার জায়গা
মেডিক্যল সেন্টার হইলো এমুন একটা জায়গা যার পেট খারাপ হইলেও একটা এটিএস ইন্জ্ঞেকশন জ্বর আইলেও ঐ একই। কেউ নিতে চাইলেও মেডিক্যাল অফিসার কয়,"ফ্রি তো, লইয়া লও। নিলে তো সমস্যা নাই!"
তয় ভার্সিটি কালচার মনে হয় আগের মতো নাই
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
রাতুল_শাহ বলেছেন: জ্বি ভাই। হলের ব্যাপারে খুব গভীরে যাই নাই।
এখন মেডিক্যাল সেন্টার বেশ উন্নত করছে। ৭/২৪ ডাক্তার পাওয়া যায়।
আগের মত শুক্রবার -শনিবার অসুখ আসে না, নিয়মটা নাই।
ভাল থাকেন, সুস্থ থাকেন- শুভ কামনা রইলো।
৩৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
দীপান্বিতা বলেছেন: অসাধারণ গবেষণা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
রাতুল_শাহ বলেছেন: আপনার মন্তব্যে নিজেকে বেশ অসাধারণ লাগছে।
অনেক অনেক ভাল থাকুন আপু ![]()
৩৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
শিকদার ০০৮ বলেছেন: ভাই জটিল লিখেছেন.।.।.।.।।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮
রাতুল_শাহ বলেছেন: ভাই সহজ-সরল ভাষায় লিখছি, এখানে জটিল কি পাইলেন
যাহোক অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, সুস্থ থাকুন- শুভকামনা রইলো ![]()
৪০|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
মাহতাব সমুদ্র বলেছেন: অনেক কিছু জানলাম
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
রাতুল_শাহ বলেছেন: শুনে আমার আর আমার পোষ্টের খুব ভাল লাগলো।
ভাল থাকবেন- অনেক অনেক শুভকামনা রইলো।
৪১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
শাহাদাত রুয়েট বলেছেন: চোখাম হয়েছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫
রাতুল_শাহ বলেছেন: এই লাইফটা চোখাম শাহাদাত ভাই, কিন্তু বাঁশ গুলো চোখাম না।
ভাল থাকবেন- অনেক অনেক শুভকামনা রইলো।
৪২|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
পাকাচুল বলেছেন: আপনাকে ফেবুতে পাওয়া যাচ্ছে না কেন?
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭
রাতুল_শাহ বলেছেন: ফেবু থেকে কিছুদিন দূরে থাকার জন্য ডিঅ্যাক্টিভ করেছিলাম।
৪৩|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
নগরের ধনেষ বলেছেন: ভাই আপনার লেখা পড়ে আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গেল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
রাতুল_শাহ বলেছেন: স্মৃতি গুলো আমাদের শেয়ার করলে, খুব ভাল লাগতো ভাইয়া।
৪৪|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ইঞ্জিনিয়ারিং পইড়া আমার লাইফ শেষ। ভাগ্যে কোন মাইয়া জুটে না। খালি কই বোরিং
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
রাতুল_শাহ বলেছেন: সত্যি ভাই। আগে থেকে একটা না থাকলে কিংবা একদম শুরুতেই কিছু না হলে ভাগ্যে জুটে না।
আজ পর্যন্ত কতজনের মনের দরজায় নক করলাম, কেউ দরজা খুলে নাই।
বুকটা হাহাকারে ভরে গেছে।
৪৫|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
পলাশমিঞা বলেছেন: গাড়ি ভাংগা সহজ, কিন্তু নয়া গাড়ি বানাতে হইলে মেকানিকের মগজ তাতায়।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
রাতুল_শাহ বলেছেন: হুম সেটাই ভাই।
ভাঙাভাঙি ব্যাপারটা খুবই খারাপ।
৪৬|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
যাযাবর৮১ বলেছেন:
বেফোখ গবেষনা
স্টার পিলাচ *+*+*+*+*+
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
রাতুল_শাহ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভকামনা![]()
৪৭|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
অদৃশ্য বলেছেন:
সারাদিনের মজাটা যে আপনার এখানে লুকানো ছিলো তা না আসলে বুঝতে পারতাম কি!
দারুন মজার লিখা অথবা খুবই মজা পেয়েছি... আশাকরছি সামনের দৃশ্যগুলোও খুব তাড়াতাড়ি দেখাবেন...
শুভকামনা...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
রাতুল_শাহ বলেছেন: সামনের দৃশ্য খুব জলদি দেখানোর চেষ্টা করবো।
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো, ভাল থাকবেন।
৪৮|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
আমি তুমি আমরা বলেছেন: আপনার দেখি তিন বছর হয়ে গেল। তৃতীয় বর্ষপূর্তির অভিনন্দন রইল
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১
রাতুল_শাহ বলেছেন: দেখতে দেখতে আপনাদের সাথে তিন বছর কেটে গেল।
ভালই লাগছে।
অভিনন্দনের জন্য অনেক অনেক ধন্যবাদ ![]()
৪৯|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০
শ্যামল জাহির বলেছেন: পড়ে হাসছি যদিও; ক্ষোব-কষ্টে ভরা পোষ্ট!
শুভ কামনা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
রাতুল_শাহ বলেছেন: জ্বি ভাই অনেক জায়গায় ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করেছি।
হল প্রভোষ্টদের মেরুদন্ডহীন আচরণে স্টুডেন্টরা বিরক্ত। রামদা নিয়ে প্রায় চুরি বা ডাকাতি করতে আসে। কিন্তু উনার কোন পদক্ষেপ গ্রহণ করেন না।
প্রজেক্টের সকল ডকুমেন্ট থাকা ল্যাপটপ চুরি হলে কার ভাল লাগবে?? ৩ বছরের জমানো শ্রম এক রাতেই শেষ।
ডাইনিং খাবারের মান বাড়াতে স্যার খুব আগ্রহী নয়। এমনকি স্যারকে বলতে শুনেছি অ্যাভারেজ খাওয়াবা। খুব ভাল খাওয়ানোর দরকার নাই।
মাঝে মাঝে উনাদের কিছু কর্মকান্ড, রাজনৈতিক নেতাদেরকেও হার মানায়।
যাহোক অনেক ভাল থাকবেন, শুভকামনা রইলো।
৫০|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: এখনও ইন্জিনীয়ারদের নিয়ে কথাবার্তাতেই আছো ইন্জিনীয়ার সাহেব?![]()
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
রাতুল_শাহ বলেছেন: জ্বি ম্যাম, আপাতত কথাবার্তাতেই আছি।
একটু পরে চা-সিঙারা খেয়ে কাজে লাগবো।
৫১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
এ্যংরি বার্ড বলেছেন: ইন্জিনীয়ার ভাইয়া!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
রাতুল_শাহ বলেছেন: জ্বি ভাইয়া।
কেমন আছেন ভাইয়া?
ভাল থাকবেন, শুভকামনা রইলো ![]()
৫২|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
জুন বলেছেন: চলবে লিখেছো, কিন্ত চলার তো নমুনা দেখতে পাচ্ছি না রাতুল
লিখো লিখো অপেক্ষা করছি ...
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
রাতুল_শাহ বলেছেন: লেখার শব্দরা হরতাল-অবরোধে আটকা পড়েছে। অবরোধ ছুটলে অবশ্যই লেখারা পুরোদমে চলা শুরু করবে।
ভাল থাকবেন- অনেক অনেক শুভকামনা রইলো।
৫৩|
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: লেখা লেখি কি বন্ধ?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
রাতুল_শাহ বলেছেন: ভাই আপাতত বন্ধ।
পরবর্তীতে লেখার চেষ্টা করবো।
ভাল থাকবেন- অনেক অনেক শুভকামনা রইলো।
৫৪|
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০
কালোপরী বলেছেন: ![]()
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
রাতুল_শাহ বলেছেন: ![]()
৫৫|
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮
বশর সিদ্দিকী বলেছেন: দুঃখের কথা মনে করাইয়া দিলেন।
যেই একটা প্রেশার যায় বলার মত না। আমি একটা চুটাইয়া প্রেম করতে পারি নাই।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
রাতুল_শাহ বলেছেন: আর বলিয়েন না ভাই। এটা বড়ই দু:খ।
কেউ ভুয়া ইঞ্জিনিয়ার পরিচয় দিলে প্রেম-বিয়ে সবই হয়। কিন্তু আমরা পরিচয় দিলে বন্ধুত্বও হয় না।
বড়ই দু:খ।
৫৬|
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
শাহেদ খান বলেছেন: ১) প্রকৌশল বিশ্ববিদ্যালয়: ইহা একটি বিশেষ জায়গা, যেখানে এইচ.এস.সি তে ভাল ফলাফল করার জন্য শাস্তি দেওয়া হয়।
প্রথম লাইনেই তো বোমা ফাটিয়ে দিলে ! তারপর ভাইভা, পরীক্ষা, জুনিয়র আরও অনেকগুলো দারুণ লেগেছে। প্রভোস্ট'টা ভালরকম কড়া ডোজ !
গুড হিউমার, রাতুল ! ![]()
আর চলল না যে?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
রাতুল_শাহ বলেছেন: সবই অবরোধের কারণ ভাই।
প্রভোষ্ট স্যার আমাকে যে পেইন দিয়েছে, তা সারা জীবন মনে থাকবে। তিনি আমাকে নিয়ম নীতি শিখিয়েছেন।
৫৭|
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: তথ্য সমৃদ্ধ বড় লেখা
শুভকামনা +++
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
রাতুল_শাহ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আপনার জন্যও শুভকামনা রইলো।
৫৮|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
ভালো পোলা বলেছেন: অসম্ভব রকমের ভাল লাগল । তবে লেখা পরে মনে হইল আপনি ঢাকা ইউনিভার্সিটি তে পরেন ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
রাতুল_শাহ বলেছেন: আপনাকে অসম্ভব রকমের ধন্যবাদ।
ভাইয়া আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না।
৫৯|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
জরণ বলেছেন: ১০ বছর আগে ফিরে একই ; চমতকার।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ![]()
৬০|
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার পোস্টটি অনেক তথ্য সমৃদ্ধ।
ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
৬১|
১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
লিখেছেন বলেছেন: গুডঃ
১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন , শুভকামনা রইলো।
৬২|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
লেখা পড়ে হাসতেই আছি
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
রাতুল_শাহ বলেছেন: ![]()
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভকামনা রইলো।
৬৩|
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
মেহেরুন বলেছেন: কেমন আছেন?? অনেক দিন আমার বাড়ি আসেন না
কিছু পোড়া দেহ...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
রাতুল_শাহ বলেছেন: আলহামদুলিল্লাহ।
আপনি কেমন আছেন?![]()
৬৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
দীপান্বিতা বলেছেন: নতুন পোস্ট কৈ!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
রাতুল_শাহ বলেছেন: দোয়া করেন, যেন খুব শীঘ্রই দিতে পারি।
ভাল থাকবেন আপু, শুভ কামনা রইলো।
৬৫|
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৮
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: অসাধারন!
সবই মিলে গেল।
ভাই আপনি কি চু্য়েটিয়ান?
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:১৮
রাতুল_শাহ বলেছেন: জ্বি ভাই .......... ![]()
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
এস বাসার বলেছেন: আচ্ছা ,ঠিক আছে....... প্লাস বাটনের অভাব বোধ করছি।