নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাবার অপচয় করবেন না।

রাতুল_শাহ

?

রাতুল_শাহ › বিস্তারিত পোস্টঃ

খেলতে খেলতে কিছু কথা...............

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

আলসেমির কারণে আমি এমনিতেই হালকা পাতলা একটু দুশ্চিন্তা বা হতাশার মধ্যে থাকি।



যাহোক হঠাৎ আমার চেয়ে এক হতাশাগ্রস্থ ছেলেকে দেখলাম। তার হতাশা দেখতে দেখতে আমি চরম বিরক্ত।

ব্যাপারটা এমন মনে হচ্ছে, কেউ তারে লাঠি দিয়া মারছে, আর সে হাত-পা গুটিয়ে মার খেয়ে যাচ্ছে। সে কোন প্রতিবাদ করছেনা।







তারপর হঠাৎ কি মনে হলো, দোকান থেকে লুডু কিনে আনলাম। তার সাথে সাপ-মই এর লুডু খেলা শুরু করলাম।







খেলায় সে জয়লাভ করলো। খেলার শেষে তাকে বললাম- এই খেলা থেকে কি বুঝলা?

- কি বুঝবো আবার? খেলায় জিতলাম আমি, আপনি হারলেন। এখন আপনি আমাকে খাওয়াবেন।

- ধূর মিয়া, তুমি আছো খাওয়া নিয়া, অন্য কিছু বুঝছো কিনা সেটা বলো।

- না ভাই , কিছু বুঝি নাই।

- ভাল, এখন আমার কথা মন দিয়া শুনো,

এই সাপ লুডু খেলায় ১ ফোটা পড়লেই তুমি ঘর থেকে বের হতে পারবা। এর আগে যতই ২-৩-৪-৫-৬ যেটাই পড়ুক না কেন, তুমি ঘর থেকে বের হতে পারবেনা। তখন এই ২-৩ এর কোন দাম নেই।

১ ফোটা আসার পরই, ২-৩ এর দাম আছে।

তারপর এই ২-৩-৪-৫-৬ দিয়ে দান চলতে থাকবে। কখনও সাধারণ পথ, কখনও কোন ফোটার জন্য সাপের মুখে পড়বে, আবার কখনও মই দিয়ে উপরে উঠবে। এভাবে চলতে চলতে এক সময় খেলা শেষ হবে।



জীবনটাও অনেকটা সাপ-লডু খেলার মত। প্রথমে আমাদের একলা চলতে হয়। আমাদের চলার পথ শুরুই হয় এক দিয়ে। তারপর ১- ২-৩-৪-৫-৬ এর দেখা পাই। কখনও সাধারণ পথ, কখনও সাপ বা বিপদের পথের দেখা পাই, কখনও বা পথে মই পেয়ে খুব দ্রুত উপরে উঠে যাই। এইভাবে চলছে আমাদের জীবন। পথে কখনও সাপ, কখনও মই থাকবে, আর এইভাবে চলতে হবে।



হতাশার কিছু নেই, লক্ষ্য ঠিক থাকলে এক সময় লক্ষ্যে ঠিকই পৌঁছানো যায়।



পরে আমি চিন্তা করে দেখলাম, সব খেলায় কিছু না কিছু বুঝার আছে।









মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

আসলেই সব খেলায় কিছু না কিছু বোঝার আছে...

সাপ-লুডু জীবনের উত্থান পতনের খেলা ।

:)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

রাতুল_শাহ বলেছেন: সত্য, সাপ-লুডু জীবনের উত্থান পতনের খেলা।

ভাল থাকবেন, শুভকামনা রইলো

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: জীবনটাও অনেকটা সাপ-লডু খেলার মত। প্রথমে আমাদের একলা চলতে হয়। আমাদের চলার পথ শুরুই হয় এক দিয়ে। তারপর ১- ২-৩-৪-৫-৬ এর দেখা পাই।

চমৎকার লিখেছেন। এইভাবে জীবনটা নিয়ে চিন্তা করলে জীবনের অনেক জটিলতা কমে আসে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

রাতুল_শাহ বলেছেন: এইভাবে চিন্তা করলে - আশা বেঁচে থাকে।

ভাল থাকবেন, শুভকামনা রইলো

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

মামুন রশিদ বলেছেন: দার্শনিক চিন্তা ভাল্লাগছে ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

আপনার মন্তব্যের পর এখন হালকা দার্শনিক মনে হচ্ছে...
হা হা হা.............

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জীবনাটা তো সাপ লডু খেলার মতই, তাই নয় কী?






ধন্যবাদ।
ভালো থাকবেন। নিরাপদ থাকবেন।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:১৮

রাতুল_শাহ বলেছেন: হুম , তাই ভাই

আপনিও ভাল থাকবেন , শুভকামনা রইলো।

৫| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০১

দীপান্বিতা বলেছেন: জীবনটাও অনেকটা সাপ-লডু খেলার মত ....পথে কখনও সাপ, কখনও মই থাকবে, আর এইভাবে চলতে হবে

+++

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:১৯

রাতুল_শাহ বলেছেন: অনেক ধন্যবাদ আপু,
অনেক অনেক ভাল থাকেন, এই শুভকামনা রইলো।

৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৩:০৩

রাসেলহাসান বলেছেন: কথা ঠিক।।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩

রাতুল_শাহ বলেছেন: সহমত প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ।

ভাল থাকবেন, শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.