নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাবার অপচয় করবেন না।

রাতুল_শাহ

?

রাতুল_শাহ › বিস্তারিত পোস্টঃ

এই প্রেমের কোন শিরোনাম নেই.........

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৭

আমি এমনিতেই শুকনা পাতলা একজন মানুষ। আমার মুখমন্ডল দেখলে অনেকেই সর্বপ্রথমে আমার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবে।

আমার মুখে খোচা খোচা দাড়ি থাকলে তো আর কোন কথায় নেই।







ফেসবুকে যদি আমার কোন ছবি আপলোড করি তাহলে - বন্ধুরা আমির খানের আঙুল তাক করানো ছবি দিয়া নিশ্চয় গাঁজা খেয়েছিস এমন ধরনের কমেন্ট করবে। আমার ছবিতে লাইক না থাকলেও, ফটো কমেন্টে ছেলে-মেয়ে-বড় ছোট এক কথায় আবালবৃদ্দবণিতা সবাই লাইক দিবে। এতে আমার নিজেরই নিজের চেহারা নিয়ে নেতিবাচক ধারণা জন্ম নিবে।





যাহোক,

ঢাকা থেকে বাড়ি আসছি। জানালার ধারে সীট। আমার জানালার ধারে সীট নেওয়া পচ্ছন্দ না, তারপরও নিই কারণ, এই ধরনের সীটে পাশের যাত্রী মহিলা হওয়ার সম্ভবনা অনেক কম থাকে।

পাশে যতই সুন্দরী বসুক না, কথার দৌড় ঐ হায় –হ্যালো পর্যন্তই।আর সুন্দরী বের হওয়ার সময় বিরক্তিকর সুরে বলবে এক্সকিউজ মি। এই হায় –হ্যালো, এক্সকিউজ মির বাইরে খুব একটা কথা হয় না।

আর হ্যা ভুলেই গেছিলাম, বমি। পাশের যাত্রী মহিলা হলে সবচেয়ে বড় আতংকের বিষয় বমি।

বাস ছাড়ার সময়, দেখলাম একজন ভদ্রলোক উনার আম্মাকে আমার পাশের সিটে বসিয়ে দিলেন। আমাকে জিজ্ঞাসা করলন, আমি কোথায় যাবো? উনার আম্মার প্রতি একটু খেয়াল রাখার কথা বললেন।

বুঝতেই পারছেন- একটা দ্বায়িত্ব কাঁধে এসে বসলো।

উনাকে আমি জানালার পাশের সিটটি দিয়ে দিলাম। উনি তো আমার সাথে তেমন কোন কথা বললেন না্। বার বার উনার মোবাইলে ফোন আসছে, উনি কথা বলছেন। মুখে খোচা খোচা দাড়ি আর মাথায় ক্যাপ।সকাল থেকে কিছু খাইনি, চেহারা এমনিতেই গাঁজা বাবার মত হয়ে গেছে। তিনি আমাকে সন্দেহের চোখে দেখতেছেন। ব্যাগ বার বার নিজের কাছে ধরে আছেন।

তাহার ভুল ভাঙুক আর মন পাল্টুক, সবই ঘটলো সিরাজগঞ্জ বিরতীর সময়। উনাকে বাথরুম-টয়লেট সবখান থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম।

উনি সম্ভবত খেয়াল করলেন,

সবাই যেখানে বাস থেকে নেমে সিগারেট টানতেছে, আমি সেখানে আঙুর ফল, আপেল-কমলা, কলা খাচ্ছি। হয়তো স্বস্তি পেলেন, আর ভাবলেন যাক বাবা বাঁচলাম, ছেলেটি গাঁজা-সিগারেট খায় না।

এইবার বাসে উঠার সময় মাথার ক্যাপ খুলে ব্যাগের ভিতর রাখলাম। তিনি আমার মাথার চুলের করুণ পরিস্থিতি দেখতে পেলেন।

ভদ্রমহিলা আমার মাথার চুল কম, আর খোচা খোচা দাড়ি দেখে আমাকে জিজ্ঞাসা করলেন- আমি বিবাহিত কিনা? কয় সন্তানের জনক?

আমি উত্তরে বললাম- বয়স, মাথায় চুল কমে আর শারীরিক গঠনে বিয়ের উপযুক্ততা পেলেও, একটি চাকুরী অথবা একটি প্রেম না থাকার কারণে নিজেকে বিয়ের উপযুক্ত বলে গণ্য করছিনা।



উনি একটা সুন্দর তৃপ্তির হাসি হাসলেন।মনে হলো আমার অবিবাহিত কথাটিতে তিনি খুশি হয়েছেন। তারপর আমার পারিবারিক তথ্য জানলেন। আরও অনেক কথা বললেন।

কিন্তু আমি উনার ব্যাপারে কিছুই জানতে চাইলাম না। খুব একটা আগ্রহ প্রকাশ করলাম না।

এর মধ্যে বাস রাজশাহীতে এসে পৌঁছেছে। ভদ্রমহিলাকে বাস থেকে নামানোর সময় খেয়াল করলাম- এক ভয়াবহ সুন্দরী রমণী আম্মু আম্মু বলতে বলতে ভদ্র মহিলার হাতের ব্যাগটি তার হাতে নিলো।

বুক ভরা আশা বা প্রত্যাশা দুটোই করলাম, হয়তো পরিচয় করিয়ে দিবে। না এখানে খানিকটা হতাশ হইলাম।

তিনি আমাকে ভালো থাকো বাবা এই আশির্বাদ করে, কন্যাকে নিয়ে প্রস্থান করলেন।

মনের মাঝে একটা আফসোস হলো, আগে যদি জানতাম ভদ্র মহিলার এমন একটি ভয়াবহ সুন্দরী কন্যা আছে, তাহলে একটু ইমপ্রেসড করার চেষ্টা করতাম।

এখন আর চিন্তা করে কি লাভ, সময় আর সুন্দরী উভয়ই প্রস্থান করিয়াছে।











মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পাইছি, বহুদিন পর আপনারে পাইছি। তাই না পড়েই কমেন্টস।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

রাতুল_শাহ বলেছেন: আমারও খুব ভাল লাগছে ভাই।
চলেন ভাই একসাথে চা-বিস্কুট খাই।

২| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: কেমন আছেন রাতুল ভাই???

লেখা ভাল লাগল।
সুন্দরী রমণীর দ্রুত প্রস্থান খুবি কষ্টদায়ক। ;)

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

রাতুল_শাহ বলেছেন: আল্লাহ অনেক ভাল রাখছে ভাই।
আপনি কেমন আছেন?

৩| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:








আহা! বরই আফসোস!!


কেন আগে জানতে পারলেনা ওনার একটি ভয়াবহ সুন্দরী কন্যা আছে!!

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪১

রাতুল_শাহ বলেছেন: সেটাই তো ভাই, আগে কেন জানতে পারলাম। মনে হচ্ছে হাত ফসকে চলে গেল।

ভাল থাকবেন, শুভ কামনা রইলো।

৪| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭

মামুন রশিদ বলেছেন: হাহাহা, আপনার ভয়াবহ সুন্দরী দর্শনে খুব মজা পেলাম !

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৭

রাতুল_শাহ বলেছেন: আপনি ভাইয়া মজা পেলেন । কিন্তু আমি আফসোসে ভেঙে পড়ছিলাম।

ভাল থাকবেন, শুভ কামনা রইলো।

৫| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

মৃত মানব বলেছেন: লেখা ভাল লাগল :) :)

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

রাতুল_শাহ বলেছেন: :)
ভাল থাকবেন, শুভ কামনা রইলো।

৬| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪১

অদৃশ্য বলেছেন:






নির্ঘাত আপনি কয়েকদিন ঠিক মতো ঘুমাইতে পারেননি... হাহ হাহ হাহ... মনে হচ্ছে সেই রমনীর ছায়াটা এখনো মন থেকে সরে যায় নি...

এমন চান্স মিস করতে হয়না... আপনার উচিৎ ছিলো মহিলাটিকে ফলো করে ওনার বাড়িটা চিনে আসা...

আহ্‌হা... আমারই কষ্ট হচ্ছে...

ঘটনাটা চমৎকার মজার...
শুভকামনা...

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭

রাতুল_শাহ বলেছেন: টাইম মেশিন বানাইতে চাইছিলাম।

আম্মু আম্মু বলে যখন কথা বলছিলো, কি সুন্দর গলার কণ্ঠ!!

যাহোক, যা হারানোর হারিয়ে গেছে।

আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা রইলো।

৭| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


মনের মাঝে একটা আফসোস হলো, আগে যদি জানতাম ভদ্র মহিলার এমন একটি ভয়াবহ সুন্দরী কন্যা আছে, তাহলে একটু ইমপ্রেসড করার চেষ্টা করতাম।
এখন আর চিন্তা করে কি লাভ, সময় আর সুন্দরী উভয়ই প্রস্থান করিয়াছে।


রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’ গল্পের শেষ প্যারার মহাদর্শন ফুটিয়ে তুলেছেন কাহিনির শেষে এসে ;)


কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে— এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।



কাহিনির শেষাংশ পড়ে আপনার জন্য আমার বুকটা দুঃখে ফাইট্টা যাচ্ছে :( :(

১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

রাতুল_শাহ বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা রইলো।

৮| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫২

জুন বলেছেন: আহা রাতুল শেষটা এসে ভারী কষ্ট লাগলো । মহিলা টাকে বাসায় পৌছে দেয়ার অফার দিতে :)
ভালোলাগলো অনেক কিন্ত তোমার একটা চাকরী হলে ভালো হতো ।
+

১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩১

রাতুল_শাহ বলেছেন: আপনারাই আমার কষ্টটা বুঝতে পারছেন।

অনেক অনেক ভাল থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করি।

৯| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:০১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২১

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই।
ভাল থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করি।

১০| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন: আমিও ভাল।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৫

রাতুল_শাহ বলেছেন: জেনে ভাল লাগলো।

১১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০

R-134A বলেছেন: গল্পের শেষে এসে অনেক দু:খ পেলাম।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৯

রাতুল_শাহ বলেছেন: বুঝেন সেদিন কি দু:খ পেয়েছিলাম

১২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৯

চড়ুই বলেছেন: =p~ =p~ =p~ =p~ :#) :#)

১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:২২

রাতুল_শাহ বলেছেন: সুন্দর হাসি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.