নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাবার অপচয় করবেন না।

রাতুল_শাহ

?

রাতুল_শাহ › বিস্তারিত পোস্টঃ

কিছু গল্প-কিছু কথা............

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৩





তরুণ আর তরুণী প্রেমে পড়লো। নতুন প্রেম, নতুন অনুভূতি, নতুন সব কথা, নতুন অপেক্ষা, নতুন ভাবে দাঁড়িয়ে থাকা,নতুন ভাবে কথা বলার ধরণ, মানে সবকিছুই নতুন নতুন।



যারা প্রেম করেনা, বা যাদের প্রেম করার অভিজ্ঞতা নেই, তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, তরুণ-তরুণী পার্কে, নদীর তীরে অথবা মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কি কথা বলে?

ভাই তেমন কোন স্পেশাল কথা বলে না, ধরেন তারা বলে- খাইছো কিনা, কি খাইছো?

তারপর শুরু হয় মাটি, আকাশ, বাতাস, বৃষ্টি ঝড়, সাগর, গরু-ছাগল সবকিছুই নিয়ে কোন না কোন কথা।



প্রেমিকা হয়তো বললো- “জানো, আজ না বড় আপুর বড় মেয়েটা বমি করেছে। খুব চিন্তা হচ্ছে।”

সেদিন প্রেমিক সেই চিন্তা দূর করতেই নিজেকে সেই দিনটি বিলিয়ে দিবে।

অথবা বলবে- “এই বলো না, দেশের সরকার কবে ভাল হবে, এভাবে কি দেশ চলে?”

অথবা বলবে- “আমি না আজ অনেক অনেক খুশি। কেন খুশি জানো?”

-না, কেন খুশি তুমি?

-“আজ ফিল্মফেয়ারে শাহরুখ খান সেরা অভিনেতার পুরুষ্কার পেয়েছে। লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স।”

এভাবে চলেই তাদের ভালবাসার জীবন। একেকটা দিনে একেকটা ভালবাসার ইট দিয়ে দিনে দিনে গড়ে তুলে ভালবাসার ঘর। শুধু ছাদটাই বাকী থাকে।

অনেক দিন তো প্রেম হল, এখন আরো একান্তই নিজের করে নেওয়ার পালা, ভালবাসার ঘরে ছাদ দেওয়ার সময়, মানে বিয়ে।



তরণ তরুণীর হাত ধরে সন্ধ্যায় পাড়ার রাস্তায় হাটছে।

তরুণ তরুণীকে বলছে , আমি খুব টেনশনে আছি, রাতে ঠিকমত ঘুমাতে পারছিনা।

-কেন?

-ক্যারিয়ার নিয়ে টেনশন। কিভাবে কি করবো, ঠিক বুঝে উঠতে পারছিনা। এখন জব পাওয়াটা খুব কঠিন হয়ে গেছে। কতদিন যে আর বেকার থাকতে হবে?

-হা হা হা, তুমি এই টেনশনে রাতে ঘুমাতে পারো না? হা হা হা..... এত টেনশনের কি আছে বাবু। সব আস্তে ধীরে হবে। আমি তোমার সঙ্গে থাকলে কোন টেনশন থাকবেনা। যত টেনশন আমার সাথে শেয়ার করবে। আর আমার সাখে শেয়ার করবে না তো কার সাথে শেয়ার করবে?

-“সবচেয়ে বড় টেনশন তো তোমাকে নিয়ে।”

-“আমাকে নিয়ে আবার তোমার কি টেনশন।”

-“এই তো তোমাকে কখন বিয়ে করে ঘরে আনবো।”

-“ও কত ভালো তুমি, আমাকে নিয়ে এত চিন্তা করো। আমি না সত্যি অনেক ভাগ্যবতী। এই জানো, আমি না তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। কি স্বপ্ন জানো?”

-“কি স্বপ্ন?”

-“গাধা বুঝোনা কি স্বপ্ন!, আমাদের নিজেদের সংসার হবে। ড্রইং রুমটা অনেক বড় হবে, পারটেক্সে ফার্ণিচারের সোফা থাকবে, বড় একটা প্লাজমা টিভি থাকবে। তুমি আমি কাধে কাধ মিলিয়ে দিল ওয়ালে দুলাহানিয়া লে জায়েঙ্গে দেখবো। আর হ্যা আমাদের রান্নাঘরটা কিন্তু অনেক বড় হতে হবে। তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য অনেক অনেক গোলাপ নিয়া আসবে। ইস কত মজা হবে। বলো অনেক মজা হবে না বলো?”

-“হুম মজা হবে। (কপালে দুশ্চিন্তার ছাপ।)”

-“মমমমমমমম হুহু হু.... এই শুনছো? আমাদের বিয়েটা কবে হবে? আমার বান্ধবী লিসা না গত কালকে ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে। জানো মজার ব্যাপার কি?”

-“কি (উদাস সুরে)”

-“লিসার বয়ফ্রেন্ড , ওদের বাসর ২ হাজার গোলাপ দিয়ে সাজিয়েছে। আমাদেরটা কিন্তু ২হাজারের বেশি হতে হবে।”

এভাবে চলতে থাকে তরুণীর স্বপ্ন, আর তরুণের টেনশন বা দুশ্চিন্তা।



একটা সময় তাদের বিয়ে হয়। যে স্বপ্ন তরুণী দেখেছিলো, তার কিছুই পূরণ হয় নি। এই নিয়ে প্রতিদিন তাদের মাঝে কথা কাটাকাটি। কখনও তরুণী ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি যাবার উপক্রম হয়।কখনও বাথরুমে বসে বসে অশ্রু বিসর্জন দেয়, আবার কখনও নিজেদের শোবার ঘরে দরজা লাগিয়ে অতীতের কথা চিন্তা করে।

তরুণ মাসের বেতন পেয়েছে, এই মাসে ঘরে একটা ফ্রিজ কিনতে হবে। তরুণ আর তরুণী চললো, ফ্রিজের দোকান।

দোকানের কাছে এসেই তরুণীর চোখে অকৃত্রিম এক লাজুক হাসি। এই হাসিতেই বলে দেয়- অনেক দিনের সাধনা, অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজ কেউ তার স্বপ্ন ভেঙে দিতে পারবেনা।

তরুণ তার পিছন পিছন যাচ্ছে, আর ম্যানিব্যাগের ভিতর বার বার তাকাচ্ছে, আজ তার ম্যানিব্যাগে শূণ্যতার সৃষ্টি হবে। হয়তো মাস শেষ হবার আগেই কোন কলিগের কাছে টাকা ধার নিতে হতে পারে।

কিন্তু এই সব নিশ্চিত ভবিষ্যৎ জেনেই কিবা লাভ? বিবাহিত জীবনে মনের টেনশনের চাইতে ঘরের টেনশন বেশি।ঘরের টেনশনকে ব্যালান্স করতে না পারলে- হয়তো শুনতে হতে পারে পাশের ফ্ল্যাটে তানিয়া ভাবীর হাজবেন্ডের শ্রেষ্ঠত্বের কথা। পাশের বাড়ি বা ফ্ল্যাটের তানিয়া ভাবীর হাজবেন্ডরা বরাবরই সেরা।



কিন্তু কি দুর্ভাগ্য, কোন নারীই পাশের বাড়ির তানিয়া ভাবীর মত হাজবেন্ড পায় না।

আর এভাবেই সুখ-দু:খ, চাওয়া-পাওয়া-না পাওয়ার মধ্যেই জীবন কেটে যায়।

শুধু মাঝে অবসরের একটু ফাকে- একটু ভাবনা আসে আবার যদি ছোট শিশুটি হয়ে বাবার হাত ধরে হাটতে পারতাম, বাবার কোলে বসে আইসক্রিম খেতে পারতাম। শুধু আর একবার!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯

মামুন রশিদ বলেছেন: ভালো লাগল । একেবারে বাস্তব কথাগুলো সুন্দর করে গুছিয়ে লিখেছেন ।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:২৬

রাতুল_শাহ বলেছেন: বাস্তব কিনা জানিনা। তবে আজ একটি ফ্রিজের দোকানের সামনে গিয়া এক ভদ্রমহিলার অকৃত্রিম হাসি আর উনার স্বামীর চিন্তাগ্রস্থ চোখ দেখে - কথাগুলি লিখলাম।

অনেক অনেক ভাল থাকুন, শুভ কামনা রইলো।

২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

উজবুক ইশতি বলেছেন: এভাবেই সুখ-দু:খ, চাওয়া-পাওয়া-না পাওয়ার মধ্যেই জীবন কেটে যায়।
পড়ে ভালো লাগলো
বাস্তব কাহিনী

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:২৯

রাতুল_শাহ বলেছেন: ইশতি ভাইয়া- জীবনের সব চাওয়া যদি পাওয়াতে পরিণত হয়, তাহলে জীবন সত্যিই বিরক্তিকর হয়ে উঠবে।

তাই কিছু না পাওয়ার স্বাদ প্রকৃতি আমাদের দিয়ে থাকে।

ভাল থাকুন, অনেক অনেক শুভ কামনা রইলো।

৩| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০০

জুন বলেছেন: রাতুল অত্যন্ত বাস্তব ধরনের লেখা। ভালোলাগলো অনেক।
+
কিন্ত তুমি কি জানো এধরনের মেয়েদের বাইরেও অনেক মেয়ে আছে যারা তাদের স্বামীর সুখ দুঃখের সঙ্গী হয়। তাদের মানিব্যাগ নিয়ে তারাও চিন্তা করে একটা জিনিস কেনার আগে দশবার। কারো সাথে প্রতিযোগীতার কথা স্বপনেও চিন্তা করে না। আছে রাতুল আছে। ভয় পেওনা ভাইয়া ।

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৫

রাতুল_শাহ বলেছেন: আমার দৃষ্টিতে তাঁরা মেয়ে নয়, তাঁরা নারী।

কারণ একটা মেয়ে যেটা শিখে আর একজন নারী সেটা জানেন, একটা মেয়ে শুধু বর্তমান নিয়ে চিন্তা করে। একজন নারী সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবেন। একজন মেয়ে শুধু নিজের চিন্তাটাই করে, কিন্তু একজন নারী আশেপাশে সবার চিন্তা করেন।

যাহোক আমার দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে। ভুল হলে অবশ্যই ক্ষমাপ্রার্থী।

আর আমাদের ভুল হলে আপনারা তো আছেনই, ভুল ধরিয়ে দিবেন।

৪| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০২

মূর্খ রুমেল বলেছেন: Magnificent. Enormous gratitude from my soul.

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬

রাতুল_শাহ বলেছেন: :)

৫| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর ভাবে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। অনেক ভাল লাগল ।

ব্লগে নিয়মিত দেখে খুশি হলাম।
শুভকামনা।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

রাতুল_শাহ বলেছেন: ব্লগে অনেক ব্লগারদের মিস করছি ভাই।

ব্লগে এসে ভালই লাগছে।

৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


নিয়মিত হবেন আশা করি। শুভেচ্ছা অগনিত।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:১৬

রাতুল_শাহ বলেছেন: চেষ্টা করবো ভাই।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৪

অবাকবিস্ময়২০০০ বলেছেন: ভালো লাগলো

২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯

রাতুল_শাহ বলেছেন: ভাল থাকুন, শুভ কামনা রইলো।

৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২২

লিরিকস বলেছেন: +

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:২০

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.