![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় দেখতে লাগে ঘড়ি,
বাঁধতে লাগে দড়ি,
কিনতে লাগে কড়ি,
ভাত রাঁধতে লাগে হাড়ি,
চুলা জ্বালাইতে খড়ি,
বহন করতে লাগে ঝুড়ি,
মাল বহনে লাগে লরী,
নদী পার হইতে লাগে তরী,
সুস্থ হতে লাগে বড়ি,
মেয়েদের পরনের জন্য লাগে শাড়ি,
হাতে অলংকারে লাগে চুড়ি,
মানুষ খাটাইলে লাগে মজুরী,
বেতন পাইতে লাগে ট্রেজারী,
উপরে উঠতে লাগে সিঁড়ি,
রাগ দেখাইতে লাগে আড়ি,
মাতাল হইতে লাগে তারি,
সুখ টান দিতে লাগে বিড়ি,
কাটাকাটি করতে লাগে ছুরি,
আদর পাইতে হলে থাকা লাগে শাশুড়ি,
বাস করতে লাগে বাড়ি,
চলতে গেলে লাগে গাড়ি,
আয় ইনকাম করতে লাগে একখান চাকুরী,
আর বিয়ে করতে লাগে নারী।
(বসে বসে কোন কাম কাজ পাই নাই, তাই এইটা লিখলাম। কেউ নতুন কিছু পাইলে বলিবেন, পোষ্টের সাথে যুক্ত করবো।)
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩১
রাতুল_শাহ বলেছেন:
২| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০
কোজাগরী চাঁদ বলেছেন: বুড়ার লাগি লাগে বুড়ি
ছোড়ার লাগে ছুড়ি
সরিষা তেলে মুড়ি
শিলার লাগে নুড়ি
উনিশের লাগে কুড়ি
খুড়ার লাগে খুড়ি
গাছের লাগে গুড়ি
লাটাই এর লাগে ঘুড়ি
আংগুলের লাগে তুড়ি
মোটকার লাগে ভুড়ি
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫
রাতুল_শাহ বলেছেন: বাহ দারুণ বলেছেন তো..
৩| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন: হাতের লাগে চুড়ী
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৭
রাতুল_শাহ বলেছেন: এটা দিয়েছি ভাই
৪| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩
আহমেদ জী এস বলেছেন: রাতুল_শাহ ,
রাতুল শাহ
বাহ.. বাহ
ব্লগে ঢুকতে লাগে পি.সি
পি.সিতেই যে আছি ।
কমেন্টে লাগে সময়
করতে যে মাথা ঘামায় ।
বিয়ে করতে নারী ?
নাড়তে যে হয় দাড়ি..
দাঁড়ান দাঁড়ান
আমরাও যে পারি
লিখতে কাড়ি কাড়ি !
(আর মেলাতে পারছিনে.....................এএএএএ ।
আপনার মতো
মাথায় যতো
আছে সুবুদ্ধি ।
তাই নিয়ে আজ
নাই কোনও কাজ
তাই ভাজলাম খই।
আপনি গেলেন কই ? )
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
রাতুল_শাহ বলেছেন: পোষ্ট দেওয়ার পর একটু হারিয়ে গেছিলাম।
কেমন আছেন ভাই?
৫| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১০
In2the Dark বলেছেন: অতি জ্ঞ্যানগর্ভীয় পূষ্ট। ঝাতি অনেক কিছুই জানিতে পারিবে।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মেয়ে মানুষের সব কিছুতেই বড় বেশি বাড়াবাড়ি
কিছু হলেই তেড়ে এসে করে মারামারি
ভাল পাত্র পেলে বিয়ে করে ফেলে তাড়াতাড়ি
নিয়ে ফেলে প্রেমিকের সাথে হুট করেই আড়ি
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩
রাতুল_শাহ বলেছেন: কথা আপনার বড়ই বাস্তব.............
৭| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০
উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: Bibahor por hoben songsari.
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪
রাতুল_শাহ বলেছেন: দোয়া রাখবেন
৮| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩
মুহাই বলেছেন: ভালাহৈছে
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৮
পাংখারাজা বলেছেন: ভালো হয়েছে । সাথে আহমেদ জীএস এর কমেন্টাও
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ ভাই
আহমেদ জীএস এর মন্তব্য আসলেই অনেক সুন্দর
১০| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫
অপ্সরা বলেছেন: হা হা এমন ছড়া আমিও ট্রাই করতে চাই
নারী, হাড়ি, বাড়ি, ছাড়ি, কাড়ি, ঝাড়ি, পাড়ি
টাকলু, ফকলু, পাগলু ছাগলু
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯
রাতুল_শাহ বলেছেন: ট্রাই করতে থাকেন আপু।
আশা করি...............সুন্দর একখান পোষ্ট পাবো
১১| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ছড়ার ছড়াছড়ি
কেমন বাড়াবাড়ি
আনারী নারী
তাই চির কুমারী
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২
রাতুল_শাহ বলেছেন:
১২| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
এম জানে আলম বলেছেন: কাঁটা চামচ দই
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২
রাতুল_শাহ বলেছেন: বুঝলাম না
১৩| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
অপ্সরা বলেছেন: ইচ্ছা করে মাথায় মারি বাড়ি
গলায় ঝুলাই কানা ভাঙ্গা কেলে হাড়ি
সবখানেতেই বোকার মত বিষম বাড়াবাড়ি।
এত দিলাম ঝাঁটার বাড়ি তবুও পিছ না ছাড়াছাড়ি।
কুমড়ো পটাশ , ভোম্বল দাস ছাগলা তাহার দাঁড়ি।
বুদ্ধিটাও গাধার মত কেবলাটা খায় তাড়ী
গাঁধার মতন পিছন ছোটা গোমুর্খ বাহাদূরী
নিজেরে ভাবে হনু,আসছেন তিনি মনু
ভাবেন তিনি হুমায়ুন বা রবিঠাকুর ভারী
লিখেন যদিও ছাতা মাথা ভোবলা মুন্ডু নাড়ি।
ভাবেন হলেন মুনিষীজন খুব বিদ্বান ভারী
আসলে যে বোকার হদ্দ গাধায় টানা গাড়ি
মিথ্যাবাদী আহাম্মকা গল্প লেখে দেয় যে ধোকা
সেই গল্প পড়ে আবার আহাম্মকের দল
খুব বাহবা দিয়ে আবার গাধাকে দেয় বল!!!!
ভাইয়া একখানা ছড়িতা লিখলাম অনেকদিন পর!!!!!!!!!!!!!
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪
রাতুল_শাহ বলেছেন: সুন্দর ......................
ভালো লাগা রইলো.......
১৪| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
তাসজিদ বলেছেন:
দ্রুত বিয়ের ইন্তেজাম করা হোক।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫
রাতুল_শাহ বলেছেন: আপনিই শুধু বুঝতে পারলেন রে ভাই।
আমার জন্য দোয়া করেন।
১৫| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৫
জুন বলেছেন: ঝগ্রা করলে দিতে হয় আড়ি
হা হা রাতুল মজার ছড়া
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৫
রাতুল_শাহ বলেছেন: বাহ বাহ সুন্দর...............
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮
রাতুল_শাহ বলেছেন: সংসার জীবনে অনেক সময় মান অভিমান রাগ হয়, কে কি কিভাবে মান অভিমান ভাঙিয়েছনে, এটা জানার খুব ইচ্ছা, কেউ কি এই নিয়া লিখা দিবেন?
১৬| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
মামুন রশিদ বলেছেন: আহারে, এমুন ছড়া আরো লিখেন !
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৭
রাতুল_শাহ বলেছেন: মামুন ভাই, এইটা কি আসলেই ছড়া হইছে?
কিছু ব্যাপারে বিরক্ত হয়ে এই লাইন কয়টা লিখছি।
তা যাইহোক ভালো থাকেন , শুভ কামনা রইলো।
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮
রাতুল_শাহ বলেছেন: সংসার জীবনে অনেক সময় মান অভিমান রাগ হয়, কে কি কিভাবে মান অভিমান ভাঙিয়েছনে, এটা জানার খুব ইচ্ছা, কেউ কি এই নিয়া লিখা দিবেন?
১৭| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮
রাতুল_শাহ বলেছেন: কেমন আছেন দুর্জয় ভাই?
১৮| ১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৫
রাজিব বলেছেন: আপনার ছড়া পড়ে যতখানি মজা পেলাম ঠিক ততখানি মজা পেলাম কমেন্ট পড়ে।
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১১
রাতুল_শাহ বলেছেন: আমিও...........
কোজাগরী চাঁদ ভাই এর, আহমেদ জী এস ভাই এর, অপ্সরা আপুর ছড়া অনেক সুন্দর হইছে।
ভালো থাকবেন
১৯| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০
দীপান্বিতা বলেছেন: হাঃ...হাঃ...হাঃ
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩
রাতুল_শাহ বলেছেন:
কেমন আছেন আপু?
২০| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭
সজিব ইসলাম বলেছেন: ভাই মনে হয় এখনো বিয়ে করেন নাই তাই বিয়ে পর্যন্ত গিয়ে আটকায় গেলেন, যা লিখার এখনি লিখেন বিয়ের পরে আর এই সব ভাবসাব আর থাকবেনা। তখন বলতে হবে
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৪
রাতুল_শাহ বলেছেন: না ভাই এখনও বিবাহ করি নাই।
বাসায় বলতেছি, পাড়া প্রতিবেশী শুনে শুধু বাসার কারো কানে যায় না।
ভালো থাকেন , শুভ কামনা রইলো
২১| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০
জুন বলেছেন: এই রকম কবিতা লিখতে আমিও পারি
১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
রাতুল_শাহ বলেছেন: কবে পাচ্ছি সেই পোষ্ট?
২২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৭
হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা... অনেক মজা লাগলো।
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪
রাতুল_শাহ বলেছেন: কেমন আছেন হানিফ ভাই?
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬
লেখোয়াড় বলেছেন:
খাইতে আর গালাগলি করতে লাগে মুখ।
কাজ নাই তাই লিখলাম।