নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাবার অপচয় করবেন না।

রাতুল_শাহ

?

রাতুল_শাহ › বিস্তারিত পোস্টঃ

এত বুঝি রে, কিন্তু তারপরও বুঝিনা...........

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬

আনসার আলী ও সুলতান মিয়া দুজন তাদের নিজ নিজ জমিতে ধান চাষ করলেন।









ধান কাটার পর, আনসার আলী ঘর ভর্তি ধান তুললেন। কিন্তু সুলতান মিয়ার ভাগ্য খারাপ তিনি ধানের বদলে বস্তা ভর্তি ধানের তুষ তুললেন।









আনসার আলী আছে মহা আনন্দে, ঘর ভর্তি ধান, পিঠা-পানি করে কুল করতে পারছেন না।



এদিকে সুলতান মিয়া মাথায় হাত দিয়া চিন্তা করছে, ভাগ্য তো খারাপ এই তুষ দিয়া কি করবে সে, চুলায় দেওয়া আর গরুরে দেওয়া ছাড়া আর কোন কাজে আসবে না। পুরাটাই ক্ষতি। তিনি চিন্তা করতে থাকলেন, এই তুষ দিয়া বিকল্প কিছু করা যায় কিনা।

বিকল্প চিন্তা করতে করতে, এক সময় তার মাথায় বিকল্প বুদ্ধি চলে আসলো, তিনি ধানের তুষ থেকে তেল বের করলেন। এবং বাজারে সেটা বিক্রি করে লাভবান হলেন।



আমাদের জীবনও তাই, জীবনের অর্ধেক সময়ই ধানের তুষ। কিন্তু সেই সব ধানের তুষ থেকে আমরা তেল বের করে আনার চেষ্টা করিনা। ভাগ্যকে দোষারোপ করি।

জীবনে যাই পাই বা যেটুকুই পাই, সেটা থেকেই ভালো কিছু পাওয়ার চেষ্টা করলে মনে হয় লাভবান হওয়া যায়।



(এত বুঝি রে, কিন্তু তারপরও বুঝিনা............ মাথা থেকে জ্ঞান বের হয়, কিন্তু সুবুদ্ধি বের হয় না, চিন্তার বিষয়। )

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধানের তুষ থেকে তৈরী তেল এবং এই তেলের উপকারীতা সকলের জানা প্রয়োজন।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯

রাতুল_শাহ বলেছেন: এই নিয়া সুন্দর একখান পোষ্ট দিয়া দেন.........

আশা করি শীঘ্রই পাচ্ছি কাঙ্ক্ষিত সেই পোষ্ট।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:

কথা সত্য :)

কেমন আছেন???

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০

রাতুল_শাহ বলেছেন: কেমন আছেন ভাই?

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

মামুন রশিদ বলেছেন: পজিটিভ থিংকিং নিয়ে দারুন শিক্ষামুলক পোস্ট ।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২২

রাতুল_শাহ বলেছেন: আমরা কমবেশি সবাই পজিটিভ চিন্তা করি, কিন্তু ধৈর্য্য ধরে সেটার মাঝে বাস করতে পারিনা।

আমরা অনেক সময় হতাশ থাকি, মানসিক আত্নবিশ্বাস ফিরে পেতে মানুষের সহযোগিত দরকার হয়, কিন্তু সেটা অনেক সময় পাওয়া যায় না।

যাইহোক দোয়া রাখেন যেন পজিটিভ চিন্তার মাঝে দীর্ঘদিন থাকতে পারি।

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩

সুমন কর বলেছেন: জীবনে যাই পাই বা যেটুকুই পাই, সেটা থেকেই ভালো কিছু পাওয়ার চেষ্টা করলে মনে হয় লাভবান হওয়া যায়।

সুন্দর বলেছেন।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৮

রাতুল_শাহ বলেছেন: :)

ভাল থাকবেন , শুভ কামনা রইলো।

৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস পোষ্ট। পজিটিভ সবকিছু ভালো লাগে।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

রাতুল_শাহ বলেছেন: আমারও ভালো লাগে :)

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শিক্ষনীয় পোস্ট

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

রাতুল_শাহ বলেছেন: :)

ভাল থাকবেন , শুভ কামনা রইলো।

৭| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সবার উপরে কথা সত্য - মাথা থেকে জ্ঞান বের হয়, কিন্তু সুবুদ্ধি বের হয় না, চিন্তার বিষয়।

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১

রাতুল_শাহ বলেছেন: জ্বি ভাই, আপনাকে যে কেউ সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে জ্ঞান দিতে পারবে, জ্ঞান সবার মাঝেই থাকে, কিন্তু জ্ঞানটাকে নিজের জন্য ব্যবহার করে না।

এই জন্যই হয়তো সফল মানুষদের জ্ঞান স্মরণীয় থাকে, ব্যর্থদের থাকেনা।

৮| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মাঝে মাঝে সুবুদ্ধিও বের হয়
কিন্তু... সুকর্ম বের হয না
চিন্তার বিষয় :(

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪

রাতুল_শাহ বলেছেন: মাথা থেকে যেন সুবুদ্ধি বের হয় সেজন্য দোয়া রাখবেন।

অনেক অনেক ভালো থাকেন, শুভকামনা রইলো।

৯| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

জুন বলেছেন: শিক্ষনীয় পোস্ট রাতুল ।
আমিও মাঝে মাঝে রাইস ব্রান অয়েল ব্যবহার করি রান্নায়। বেশ সুন্দর একটা ঘ্রান আছে।
+

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৫

রাতুল_শাহ বলেছেন: দাওয়াত তো দেন না।

যাইহোক কি কি রান্না করেন, একটু শুনি।

১০| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো অনেক।

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৬

রাতুল_শাহ বলেছেন: কেমন আছেন হানিফ ভাই?

১১| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

সায়েদা সোহেলী বলেছেন: এত বুঝি রে, কিন্তু তারপরও বুঝিনা............ মাথা থেকে জ্ঞান বের হয়, কিন্তু সুবুদ্ধি বের হয় না, চিন্তার বিষয়।

ইহাই আসল কথা , তাই বন্ধনীতে না হয়ে হাই লাইট করা উচিত :)

**** আমাদের জীবনও তাই, জীবনের অর্ধেক সময়ই ধানের তুষ। কিন্তু সেই সব ধানের তুষ থেকে আমরা তেল বের করে আনার চেষ্টা করিনা। ভাগ্যকে দোষারোপ করি।
জীবনে যাই পাই বা যেটুকুই পাই, সেটা থেকেই ভালো কিছু পাওয়ার চেষ্টা করলে মনে হয় লাভবান হওয়া যায়।ঃ)------------ যা আছে যেটুকু আছে সেটুকুই আমাদের তাই , অন্যের সাথে তুলনায় কি পেলাম ,কি নেই , কেন নেই সেই হিসেব নিকেশে সময় নষ্ট না নিজের ফসলে সেচ , পানি , সার দেওয়ার সুবুদ্ধি হউক আমাদের সেই প্রত্যাশা রইলো

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

রাতুল_শাহ বলেছেন: তুলনা করতে গেলে হিংসা হয়, হিংসা হলে ভিতরে আগুণ জ্বলে, আগুণ জ্বললে ভিতর পুড়ে যায়, ভিতর পুড়লে সুখ নষ্ট হয়, সুখ নষ্ট হলে জীবন আর ভালো লাগে না। বিরক্তিকর লাগে।

তাই তুলনা না করাই ভালো।
যা আছে তাই নিয়ে সুখে থাকা ভালো।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

দীপান্বিতা বলেছেন: ঠিক কথা, ঠিক কথা, রাতুল_শাহ! :)

২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

রাতুল_শাহ বলেছেন: আপু আপনার ব্লগ বাড়ি অনেক দিন যাওয়া হয় নি।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

খেলাঘর বলেছেন:


যা বলছেন, নিজে বুঝেন তো?

১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৩০

রাতুল_শাহ বলেছেন: হুম ভাই, সেটাই চিন্তায় করতেছি। বুঝেও যেন বুঝতেছি না।
আত্নবিশ্বাসের অভাব।

১৪| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

শাহেদ খান বলেছেন: "জীবনে যাই পাই বা যেটুকুই পাই, সেটা থেকেই ভালো কিছু পাওয়ার চেষ্টা করলে মনে হয় লাভবান হওয়া যায়"

ভাল উপলব্ধি, রাতুল! কপালের দোষ দিয়ে যাওয়াটা আমাদের ঐতিহাসিক বদভ্যাস। বিরাট বদভ্যাস!

সবসময়ের শুভকামনা।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:১৯

রাতুল_শাহ বলেছেন: আপনাদের শুভকামনা নিয়েই এগিয়ে চলতে চাই ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.