নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাবার অপচয় করবেন না।

রাতুল_শাহ

?

রাতুল_শাহ › বিস্তারিত পোস্টঃ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ..............

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০





ভাই একটু দাঁড়ান, সামান্য কথা আছে। ভাইয়েরা আমার বোনেরা আমার একটু ধৈর্য্য ধরেন, আবেগকে একটু নিয়ন্ত্রণে আনেন, ৬ সেপ্টেম্বর আসতে এখনও অনেক সময় বাকী।



আজকে ৫ সেপ্টেম্বর, নূর মোহাম্মদ শেখ আজকের এই দিনে শহীদ হয়েছেন।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে তিনি একজন, ৭ জন বীরশ্রেষ্ঠের একজন তিনি। যাদের রক্ত দিয়ে গড়া এই মাতৃভূমি, তাদের একজন তিনি।



দয়া করে, তাকে একটু স্মরণ করে যান।



বাংলা মা একটু স্বান্তনা পাক, যে তার বীর সন্তানের কথা কেউ মনে রেখেছে, মনে রাখে।



আমরা তাদের প্রাপ‌্য সম্মান দিতে পারিনি, তাই হয়তো আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েও, স্বাধীনতা পাই নি।



৬ সেপ্টেম্বর সালমান শাহর জন্য অনেকেই অনেক আবেগের কথা ইতোমধ্যে লিখে ফেলেছেন, কেউ শেয়ার দিয়েছেন অথবা রাত ১২টার পর শেয়ার দিবেন।



হ্যা আমারও অনেক প্রিয় একজন অভিনেতা, উনার মত শিল্পী আর পাবো কিনা সেই ব্যাপারে যথেষ্ঠ সন্দিহান।



তবে তাকে সম্মান জানানোর আগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে সম্মান জানানো উচিত।



সবাই আমরা সালমান শাহর কথা মনে রেখেছি, কিন্তু নূর মোহাম্মদ শেখের কথা ভূলে গেছি।



যারা নূর মোহাম্মদ শেখদের কথা ভুলে যায়, তাদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী রাজাকার হওয়াটা অস্বাভাবিক কিছু না।



সশ্রদ্ধ সালাম রইলো এই বীরশ্রেষ্ঠের প্রতি। আশা করি তিনি আজীবন আমাদের হৃদয় মাঝে বেঁচে থাকবেন।

















মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৬

অন্ধবিন্দু বলেছেন:
কৃতজ্ঞ চিত্তে সশ্রদ্ধ সালাম রইলো এই বীরশ্রেষ্ঠের প্রতি।
আপনাকে ধন্যবাদ, রাতুল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০

রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ কেন দেন ভাই।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সশ্রদ্ধ সালাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১

রাতুল_শাহ বলেছেন: দুর্জয় ভাই, আমরা দিন দিন আমাদের শ্রেষ্ঠ সন্তানদের কথা ভুলে যাচ্ছি।

কিন্তু কেন ভুলে যাচ্ছি???

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

মামুন রশিদ বলেছেন: বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের প্রতি সশ্রদ্ধ সালাম । শেয়ার করার জন্য ধন্যবাদ রাতুল ।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

খেলাঘর বলেছেন:


উনার জন্য সন্মান রলো।

৫| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০২

দীপান্বিতা বলেছেন: সশ্রদ্ধ সালাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.