নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাবার অপচয় করবেন না।

রাতুল_শাহ

?

রাতুল_শাহ › বিস্তারিত পোস্টঃ

আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যা................

১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৯

দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললে, কমবেশি সবাই বলবে- সরকার খারাপ, বিরোধীদল খারাপ,, এদের মত রাজনৈতিক নেতা-নেত্রীরা দেশটারে শেষ করে ফেলাইলো।

সমস্যা আসলে কি সেটা?

সমস্যার মূলে ক্রমবর্ধমান জনসংখ্যা। দেশে ১৮-২০ কোটি মানুষ। খুবই মানুষ, মানুষ আর মানুষ।

শুধু কোন আন্দোলনের সময় জনশূন্য থাকে দেশ। কাউকে হত্যা করা হলো: তার হত্যার বিশ্লেষণের জন্য টিভি চ্যানেলে ৪-৫ জন থাকে আর বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ২০-২৫ জন জনগনের উপস্থিতি থাকে।

এই দেশের জনগন রাস্তায় নামে শুধু জ্যাম সৃষ্টি করার জন্য।

যেটাই হোক, ক্রমবর্ধমান জনসংখ্যার ত্বরণ কমাতে হলে, অবশ্যই একটা ছেলে আর একটা মেয়ে নেওয়ার পরিকল্পনা বাদ দিতে হবে। ছেলে হউক আর মেয়ে হউক একটা সন্তানই যথেষ্ট এই রাস্তায় হাটতে হবে।
তার সাথে অবশ্যই মেয়েদের সম্মান দিতে হবে এবং সেটা পরিবার থেকে শুরু করতে হবে।

আর মেয়েদের অবশ্যই সম্মান কিভাবে আদায় করে নিতে হয় সেটা জানতে হবে। সুন্দর জামা-পোশাক, ফেয়ার এন্ড লাভলী ব্যবহার করলে সম্মান পাওয়া যায় না।
প্রতিটা মানুষের সম্মান আসে তার কাজের মাধ্যমে। সে ছেলে হউক আর মেয়ে হউক।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮

শহুরে আগন্তুক বলেছেন: জনসংখ্যা কে আপনি কেবল সমস্যা ভাবছেন কেন ? সঠিক ভাবে কাজে লাগাতে পারলে এর চেয়ে বড় সম্পদ আর কিইবা হতে পারে ?

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:২২

রাতুল_শাহ বলেছেন: অবশ্যই, নিসন্দেহে জনসংখ্যা একটি দেশের শক্তি, কিন্তু আমাদের দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যায় পরিণত হয়েছে। এই বিশাল জনসংখ্যা নিয়ন্ত্রণ কিংবা একে সম্পদে পরিণত করা উভয়ই কষ্টকর একটা ব্যাপার।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: জনসংখ্যা সমস্যা নয়, সম্পদ। এ সম্পদকে কাজে লাগানোর জন্য প্রয়োজন সৎ ও মেধাবী নেতৃ্ত্ব। আর শিক্ষা হতে পারে এর জন্য প্রধান হাতিয়ার।
আপনার সবচেয়ে পুরনো তিনটে লেখায় মন্তব্য রেখে এসেছিলাম। সময় করে একবার দেখে নেবেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

রাতুল_শাহ বলেছেন: আমাদের প্রধান সমস্যা আমরা দক্ষ জন সম্পদ গড়ে তুলতে পারছি না।

মানুষ অনেক কিন্তু দ্ক্ষ মানুষের সংখ্যা কম।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

শোভনের শোভন বলেছেন: ত্বরন কমানোর সাথে সমানুপাতিক হারে জনসম্পদ বানানো নিয়ে লেখা লেখি ও কার্যকরী পদক্ষেপ অধিক প্রয়োজনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.