![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি প্রবন্ধে প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি হিসেবে এম এ মুহিতের নাম থাকায় ওই সঙ্কলনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন আরেক এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম। সোমবার সকালে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজীর আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার আরজিতে বলা হয়, ‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।” উপরে ছবিতে দেখুন : মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!
মানে কি ? মুসা ইব্রহীম এভারেষ্ট জয় করেন নি?? , ছবি সার্টিফিকেট সব ভুয়া ??? এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায় ? মুসা যে ছবিগুলো দিয়েছেন সেগুলো ফেক ? তাহলে তো আর সব অভিযাত্রীদের নিয়েও প্রশ্ন উঠতে পারে !!
দেখুন ফেসবুকের পেজে মুহিত ভক্তদের দাবী : Click This Link
জনাব ইনাম আল হক সাহেব, মুহিতের দল “বি এম টি সি”- প্রধান। তিনিও বলেন মুহিতই প্রথম!!
ইনাম আল হক রচিত ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে, “বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।’ কিন্তু ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।
‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।”
আরো মারাত্মক বিষয় হচ্ছে জাফর ইকবাল সারের মত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ছবি দেয়া হচ্ছে এরকম বিতর্কিত পেজে !
এভারেষ্ট জয় করেন নি?? , ছবি সার্টিফিকেট সব ভুয়া ??? এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায় ? মুসা যে ছবিগুলো দিয়েছেন সেগুলো ফেক ? তাহলে তো আর সব অভিযাত্রীদের নিয়েও প্রশ্ন উঠতে পারে !!
দেখুন ফেসবুকের পেজে মুহিত ভক্তদের দাবী : Click This Link
জনাব ইনাম আল হক সাহেব, মুহিতের দল “বি এম টি সি”- প্রধান। তিনিও বলেন মুহিতই প্রথম!!
ইনাম আল হক রচিত ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে, “বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।’ কিন্তু ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।
‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।”
আরো মারাত্মক বিষয় হচ্ছে জাফর ইকবাল সারের মত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ছবি দেয়া হচ্ছে এরকম বিতর্কিত পেজে !
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
উযায়র বলেছেন: মুহিতের বক্তব্য মিলছে না, সংবাদ মাধ্যমগুলোর সাথে! প্রায় ডজন খানেক সংবাদ মাধ্যম ও ব্লগের সাথে !
Click This Link
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
পুংটা বলেছেন: হ্যা...এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায়। নেবেন?
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
রাতুলবিডি৪ বলেছেন: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!
Click This Link
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০
সাদা রং- বলেছেন: দুই জনই ফাউল।
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২
রাতুলবিডি৪ বলেছেন: কি আর করা, আমাকেই উঠতে হবে দেখছি !
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২
পুংটা বলেছেন: মানে কি ? মুসা ইব্রহীম এভারেষ্ট জয় করেন নি?? , ছবি সার্টিফিকেট সব ভুয়া ??? এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায় ? মুসা যে ছবিগুলো দিয়েছেন সেগুলো ফেক ? তাহলে তো আর সব অভিযাত্রীদের নিয়েও প্রশ্ন উঠতে পারে !!
মিছা পারেনি বলে আর কেউ এভারেস্টের চুড়ায় উঠলে সে ডিসকলিফাই... এইটা কেমন কথা?
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪
রাতুলবিডি৪ বলেছেন: মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড ?
Click This Link
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫
রাতুলবিডি৪ বলেছেন: মুহিতের বক্তব্য মিলছে না, সংবাদ মাধ্যমগুলোর সাথে! প্রায় ডজন খানেক সংবাদ মাধ্যম ও ব্লগের সাথে !
Click This Link
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
পুংটা বলেছেন: সবখানে বাটপারি করলেও এভারেস্টে ওঠা নিয়ে মিছা কোন বাটপারি করেনি। আদালতে এ বিষয়ে মিছার পক্ষে আমি সাফাই দিতে চাই।
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
রাতুলবিডি৪ বলেছেন: হুম। তাইলে সবারই পিঠ বাচার রাস্তা হয়!
৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
পুংটা বলেছেন: সবার পিঠ বাচবে কিনা জানি না... তবে এভারেস্টের চুড়া থেকে পড়ে গেলে মিছার কিন্তু অনেক ব্যাথা লাগবে।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
নতুন বলেছেন: ওদের আবার উঠতে পাঠাতে হবে....
রাতুল ভাইকে জিগাইতে হবে কোন কোন পোজে ফুটু লাগবে...
তারা ঐ ফুটু দেখাইলে... সেই এভারেস্ট জয়ী...
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬
রাতুলবিডি৪ বলেছেন: নতুন ভাই জিন্দাবাদ। নতুন ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে!
৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
পথ-হারা এক পথিক বলেছেন: নতুন বলেছেন: ওদের আবার উঠতে পাঠাতে হবে....
রাতুল ভাইকে জিগাইতে হবে কোন কোন পোজে ফুটু লাগবে...
তারা ঐ ফুটু দেখাইলে... সেই এভারেস্ট জয়ী...
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১
রাতুলবিডি৪ বলেছেন: আরেকটা কাজ করতে পারেন, মিডিয়ায় ছবি প্রকাশের আগে আমাকে দেখি্যে নিয়েন !
১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
পুংটা বলেছেন: মুহিত তো দুইবার এভারেস্টে সামিট করেছে। একবার ফেলে দিলে আরেকবার আছে। মিছার কি হপে রে....
মিছাকে কি জাতীয় হীরু থেকে জাতীয় বাটপার ঘোষনা করবে হেফাজতে এভারেস্ট?
প্যাকেজ ট্যুরে ঘুরে এসে এদেশে জাতীয় বীর হওয়া যায়.... সত্যিই সেলুকাস
ইউরোপ আমেরিকায় পোষা কুকুরকে ভালবাসা দেখাতে মানুষ নাকি এভারেস্টে ওঠে.... কই যাই
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
রাতুলবিডি৪ বলেছেন: হেফাজতে এভারেস্ট - নামটা পছন্দ হইসে ! লাইক !
এরকম একটা কিছু খুলতে হবে দেখছি ! তবে পুংটা পোলাপান দূরে রাখতে হবে!
১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
শাহীন উল্লাহ বলেছেন: a r emon ki kothin kaj!!
১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মেংগো পিপোল বলেছেন: আমরা দিনি দিন নিচে নামতে নামতে আর যে কত নিচে নামবো জানানাই। আমাদের এই মানুষ গুলো হয়তো ভুলেই গেছে উপরের দিকে থুতু ছেটালে নিজের গায়েই পরে। আমি জানি এই কমেন্টসের কিছু থুথু আমার গায়েও পরলো কিন্তু কিছু করার নাই মুখ বুঝে হজম করতে হলো।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
সাইবার অভিযত্রী বলেছেন: ক্যাচাল কইরেন না, একটা গান শুনেন :
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক সহজ অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ মিল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
উযায়র বলেছেন: মুহিতের কিছু ছবিতে রয়েছে ফটো-এডিট করার জোড়াল অভিযোগ
Click This Link