নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

মুসা মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৮

মুসা মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার দেখা যায় বেশ অনেক জায়গাতেই । কিন্তু দরকারী জায়গাগুলোতে সেসব ক্যামেরা ফ্রেমে তাদের পাওয়া যায় না !



মুসার অভিযান নিয়ে যখন বিভিন্ন প্রশন উঠে, তখন মুসার ভক্তকুল দাবী করে এত উপরে ছবি তোলা, ভিডিও করা এগুল সম্ভব না/ খুব কঠিন/ ঝুকি পূর্ন / প্রাণঘাতি ইত্যাদী । এর প্রতিক্রিয়ায় এক বিশ্ব নিন্দুক ব্লগার লিখলেন মুসা ( বা তার ভক্তকূল ) যে ধারণা দিচ্ছেন যে " সমগ্র বাংলাদেশ ৫ টন " সাইজের ক্যামেরা লাগে সামিটের ছবি তুলতে তা ঠিক নয় ।



দেখুন মুসা নিজেও তা করেন নি ( ৫ টনি ক্যামেরা উ্ত্তলন ) !









অন্নপূর্না -৪ এ মুসা গতানুগতিক একটা ভিডিও ক্যামেরা নিয়েছিলেন, যদিও সেটা খুব বড় সাইজের ছিল না, তবে সেটারও এমন কোন ছবি/ক্লিপ পাওয়া যায়নি যা থেকে একজন সত্যানুসন্ধানী বুঝে-শুনে মেনে নিতে পারেন যে মুসার দাবী সত্য ।



এছাড়া বহন যোগ্য , হালকা , পোশাকে আটকে থাকে, ছবি তুলতে গেলে পিছলে পরার সম্ভবনা নেই, মাউন্টেনিয়ারিং এক্সপিডিশনে বহুল ব্যবহৃত এবং দামেও খুব বেশী না! মুহিতের অভিযানেও দেখা যায় বেশ কটা ছবিতে, কিন্তু এসবেও আপনি খুজে পাবেন না মুহিতকে !



দুটা ছবি দিলাম মুহিতের অভিযানের, যা মুহিত নিজেই প্রকাশ করেছেন । কিন্তু এগুলো থেকে কোন ছবি/ক্লিপ পাওয়া যায়নি যা থেকে একজন সত্যানুসন্ধানী কনভিন্সড হতে পারে যে মুহিত সত্যই সামিট করেছেন !









মুসা মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার দেখা যায় বেশ অনেক জায়গাতেই । কিন্তু দরকারী জায়গাগুলোতে সেসব ক্যামেরা ফ্রেমে তাদের পাওয়া যায় না !



মুসার অভিযান নিয়ে যখন বিভিন্ন প্রশন উঠে, তখন মুসার ভক্তকুল দাবী করে এত উপরে ছবি তোলা, ভিডিও করা এগুল সম্ভব না/ খুব কঠিন/ ঝুকি পূর্ন / প্রাণঘাতি ইত্যাদী । এর প্রতিক্রিয়ায় এক বিশ্ব নিন্দুক ব্লগার লিখলেন মুসা ( বা তার ভক্তকূল ) যে ধারণা দিচ্ছেন যে " সমগ্র বাংলাদেশ ৫ টন " সাইজের ক্যামেরা লাগে সামিটের ছবি তুলতে তা ঠিক নয় ।



দেখুন মুসা নিজেও তা করেন নি ( ৫ টনি ক্যামেরা উ্ত্তলন ) !









অন্নপূর্না -৪ এ মুসা গতানুগতিক একটা ভিডিও ক্যামেরা নিয়েছিলেন, যদিও সেটা খুব বড় সাইজের ছিল না, তবে সেটারও এমন কোন ছবি/ক্লিপ পাওয়া যায়নি যা থেকে একজন সত্যানুসন্ধানী বুঝে-শুনে মেনে নিতে পারেন যে মুসার দাবী সত্য ।



এছাড়া বহন যোগ্য , হালকা , পোশাকে আটকে থাকে, ছবি তুলতে গেলে পিছলে পরার সম্ভবনা নেই, মাউন্টেনিয়ারিং এক্সপিডিশনে বহুল ব্যবহৃত এবং দামেও খুব বেশী না! মুহিতের অভিযানেও দেখা যায় বেশ কটা ছবিতে, কিন্তু এসবেও আপনি খুজে পাবেন না মুহিতকে !



দুটা ছবি দিলাম মুহিতের অভিযানের, যা মুহিত নিজেই প্রকাশ করেছেন । কিন্তু এগুলো থেকে কোন ছবি/ক্লিপ পাওয়া যায়নি যা থেকে একজন সত্যানুসন্ধানী কনভিন্সড হতে পারে যে মুহিত সত্যই সামিট করেছেন !









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.