![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডিয়া প্রভু বলিলেন, ইহাদের সেজদা কর, ইহারা বিশ্বের সর্বোচ্চ স্হান অধিকার করিয়াছে ! ( আমারাই করাইয়াছি )
রাতুলবিডি কহিল : উহা কিভাবে ? তাহারা তো অমুক সময় অমুক স্হানে, অমুক সময় অমুক স্হানে ছিল। ধারে কাছের কোন ভাল প্রমাণ -ও তো দেখিতেছি না । আমি উনাদের সেজদা করিতে পারিব না।
সাথে সাথে রাতুলবিডির বহু বছরের এডভেন্চার সাধনা সব বরবাদ হইয়া গেল ! এরশাদ হইল : অভিশপ্ত-মরদুদ, এখনই বিতাড়িত হ ! আজ হইতে তুই সারা জীবনের তরে অভিশপ্ত ।
রাতুলবিডি কহিল : তবে যতদিন আয়ু পাইব, ঘোরাঘুরি করা আদমের মনে প্রশ্ন ( কুমন্ত্রণা ) ঢালিব, মিডিয়াতে অলীক তথ্য নিয়ে খুচাইব । বগালেক অতল কিনা, কেও সবচেয়ে উচা কিনা , মুসা আগে না মুহিত আগে, এই সব আদমের কানে-মনে ঢালিব । দৃশ্য ভাবে হোক, আর মাল্টি নিকে অদৃশ্য ভাবে হউক !
বিতাড়িত অভিশপ্ত মরদুদের ষড়যন্ত্র থেকে এডভেন্চার আদমদের বাচাতে এবং জগতের শান্তি রক্ষার নিমিত্তে প্রভুর একান্ত সেবক পুরোহিতর ও মোল্লারা এগিয়ে এলেন । এ বিষয়ে বনি আদমকে সতর্ক করার পবিত্র দায়িত্ব পালন করতে শুরু করলেন । কড়া নজরদারী শুরু করলেন মরদুদের কর্মকান্ডে । তাই যে কোন আদম, যে কোন স্হানে, কোন অনুসন্ধান প্রশন্ন উপস্হাপন করেন, মোল্লারা খুজে পান অভিশপ্ত রাতুলবিডির প্রেতাত্মা !
আসুন এই জুজুর ভয় থেকে নিজেদের রক্ষার জন্য আমরা একান্ত মনে প্রার্থনা করি : " আমি বিতাড়িত রাতুলবিডির কুমন্ত্রনা হতে আশ্রয় চাই "
©somewhere in net ltd.