![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূল গান :
বুকের জমানো ব্যথা
কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের
নদীতে।
অন্যের হাত ধরে চলে গেছ
দূরে পারি না তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
-নজরুল ভার্সন-
পাষাণ পাঁজরে জমিছে ব্যথা
কোথা রে তুই গেছিস কোথা?
ধরেছিস কার হাত?
মানব না আজ থামব না আজ
হবে যে সংঘাত।
কান্নার জল, ব্যাকুল আমি, ভানছে ঢেউ
চোখে,
গড়ব শ্মশান, মারব লাথি ওই যুবকের
মুখে।
যাব আমি সেথা, কোথা রে তুই কোথা?
কোথা রে তুই কোথা?
-রবীন্দ্রনাথ ভার্সন-
মম বক্ষ জুড়ি ব্যথা, হেরিলো না কেউ,
কাদিনু বসিয়া অশ্রু
নদে ক্ষণে ক্ষণে ভানিছে ঢেউ।
গিয়াছ চলিয়া ধরি অন্য হস্ত
কেমনে ভুলিব তব স্মৃতি সমস্ত।
হে প্রিয়ে তুমি কোথা? তুমি কোথা?
তুমি কোথা?
র্যাপ ভার্সন-
হেই ইয়ো ইয়ো...
ও ম্যান বুকে জমেছে অনেক কষ্ট,
কষ্টের চোটে আমার মাথা আজ নষ্ট।
উথলে উঠেছে বুকে ঢেউ
আশপাশে নেই কেউ।
হেই ইয়ো ইয়ো...
চলে গেছ অন্যের সঙ্গে বলেছ বাই,
যাও যাও বেবি আমার ঠ্যাকা নাই।
শুধু ফেরত দিয়ো সব চায়নিজের বিল।
নাইলে মাটিতে পড়বে না কিল
হেই ইয়ো ইয়ো..হই...
বিল কই? বিল কই?
বিল কই? :-& :-& :-& :-&
-লালন ভার্সন-
ওরেহহহ মোর মনের ভেতর জমিল ব্যথা
অচিন পাখি গেল কোথা?
আট কুটুরি নয় দরজা ছাড়ি অন্যের হাত
ধরে দিল পাড়ি।
তারে আমি ভুলতে নারি।
ওরেহহহ লালন সাঁই কয় অরে পাখি,
কেন মোরে দিলি ফাঁকি?
কোথায় গেলি ক্যামনে থাকি?
কোথায় গেলি ক্যামনে থাকি?
কোথায় গেলি ক্যামনে থাকি?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
রায়হান০০৭ বলেছেন: :>
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
নেংটি ইদুর বলেছেন:
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
রায়হান০০৭ বলেছেন:
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
বোকামন বলেছেন: ভার্সন ভার্সন কইরতে কইরতেই তো গানের ১২ ডা বাজিযাচ্ছে .........
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
রায়হান০০৭ বলেছেন:
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
তন্ময় চক্রবর্তী বলেছেন: RAP ভার্সনটা মজার হইছে ...
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
রায়হান০০৭ বলেছেন:
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
তুন্না বলেছেন:
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
রায়হান০০৭ বলেছেন:
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
শূন্য পথিক বলেছেন:
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
কামরুল ইসলাম (সুমন) বলেছেন:
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
মুহাই বলেছেন: কোপা শামছু
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
রায়হান০০৭ বলেছেন:
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
এডওয়ার্ড মায়া বলেছেন: ভালা পাইলাম।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭
মাক্স বলেছেন:
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
রাইসুল সাগর বলেছেন:
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
দায়িত্ববান নাগরিক বলেছেন: চরম!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
রায়হান০০৭ বলেছেন: আসলেই
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
বিত্তবান ফকির বলেছেন: এই প্রতিভা যদি কাজে লাগত
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
রায়হান০০৭ বলেছেন:
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
রবি কিরণ বলেছেন: বিত্তবান ফকির বলেছেন: এই প্রতিভা যদি কাজে লাগত
সহমত আপনার সাথে।
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
নস্টালজিক বলেছেন: এটা কি আপনার লেখা?
যতদুর মনে পড়ছে এটা আলিম আর রাজি-র লেখা!
নাকি আমি ভুল করছি!
ক্যামনে কি ভাই!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
রায়হান০০৭ বলেছেন: আমি তো পোস্টের শিরোনামেই বলেছি এটা ফেসবুক থেকে সংগৃহীত
১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
রুদ্র মানব বলেছেন: এইটা ভিডিও লিঙ্ক গান আরিফ আর হোসাইন ভাই শেয়ার দিছিলেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
রায়হান০০৭ বলেছেন: ভিডিও আছে
লিংক দেন
১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
ইয়ার শরীফ বলেছেন:
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
রায়হান০০৭ বলেছেন:
১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
রায়হান০০৭ বলেছেন: ধন্যবাদ
১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
তাসজিদ বলেছেন: সালার প্রেম মানেই pain.
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
রায়হান০০৭ বলেছেন: আহারে, ভাইয়ের মনে অনেক কষ্ট
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: জটিল পোস্ট...সেইরকম হইছে।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
রাতুল_শাহ বলেছেন: হুম,