![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ভাবেই বিজয়ের মাসে জাতীয় পতাকার অবমাননা করা হয় সুপ্রিম কোর্টের সামনে। হাতের লাঠিতে বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে নিজের লিঙ্গ দেখাচ্ছে যুবকটি। এভাবে জাতীয় পতাকাকে নিচে নামিয়ে রেখে ও নিজের লিঙ্গ প্রদর্শন করে জাতীয় পতাকা অবমাননা কোনভাবেই সহ্য করা যায় না
জাতীয় পতাকার এই অবমাননাকারী কোন দল, ধর্ম বা মতের তা বিবেচনার সুযোগ নাই। তাই, এই অবমাননাকারীকে এখনই গ্রেফতার করা হোক। ছবিতে স্পষ্টভাবে যুবকটির চেহারা দেখা যাচ্ছে। যেকোনভাবেই, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় পতাকার এই অবমাননাকারীর বিচার করা হোক। উল্লেখ্যে, ‘বাংলাদেশ জাতীয় সঙ্গীত, পতাকা এবং জাতীয় প্রতীক সংশোধন আইন-২০১০’ অনুসারে এই ধরণের অবমাননায় সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
হাসিব০৭ বলেছেন: কে করবে কার বিচার, ওরা যে দেশের সোনার ছেলে
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
গারো হিল বলেছেন: জরিমানা না উনার লিঙ্গ কর্তন করা হৌক যেনো আর কোন হারুনে এই রকম করার সাহস না পায়
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছি আওয়ামীলিগ ছি!!
ছি চেতনার ব্যবসায়ীরা ছি:
মিনিমাম সততা থাকলে এই পোষ্টে এসে তাদের সকলেরই সমহারে ধিক্কার জানানো এবং বিচার চাওয়া উচিত!!
সেই সাহসটুকু দেখাবে আশা করি।
নইলে সবই ভন্ডামী বরেই প্রতীয়মান হবে।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
এম এ কাশেম বলেছেন: সোনার ছেলেরা করলে দোষ না
দোষ হয় অন্যরা করলে।
আর আমাদের সেই সব তথাকথিত বুদ্ধিজীবিরা এখন চোখে টুলি দিয়ে বসেথাকবেন , দেখবেন না ।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
ঢাকাবাসী বলেছেন: সে শে.হা. এর সোনার ছেলে!
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
পথহারা নাবিক বলেছেন: পুরান প্যাঁচালটা আবার শুরু হইলো!!
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
মোমের মানুষ বলেছেন: এই দেখেন পতাকার আরেকটা সুন্দর ব্যবহার.....
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
রায়হান০০৭ বলেছেন: আমি জানি আওয়ামিলিগের হাতি থেকে পাতি নেতা, সমর্থক সবাই সত্য প্রকাশে যমের মতো ভয় করে , সেই সাথে চেষ্টা করে প্রকাশিত সত্যর সর্বচ্চ বিকৃতি সাধনে, কোন কারনে যদি এদের নেত্রি বলে-আজ সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যাবে তাহলে এরা চোখ বন্ধ করে তাই মেনে নিবে
, তাই এসব দল কানাদের আমার কিছুই বলার নেই,সুধু বলব
"আবার তোরা মানুস হ"
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
গারো হিল বলেছেন: উনি হচ্ছেন আমাদের হাম্বালীগের সোনার ছেলে :>