নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://imbangalee.blogspot.com

রায়হান(তন্ময়)

তেমন কিছুই বলার নেই। একজন নিঃসঙ্গ মানুষ। যে মাঝে মাঝে নিজেকে বুঝতে পারে না।

রায়হান(তন্ময়) › বিস্তারিত পোস্টঃ

২০১৪ সালে অনলাইনে সহজে(!) মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) করার উপায়

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:২২

কিছুদিন আগে অরুণোদয় ভাইয়ের পোষ্ট এ মে মাসে পাসপোর্ট করার একদম ডিটেইল দেয়া আছে। তাই আমি বিস্তারিত লিখলাম না। সংক্ষেপে লিখছি-

১.ব্যাংকে টাকা জমা দিন

২. অনলাইনে ফর্ম পূরন করুন। লিংকে দেয়া পোষ্টের সাহায্য নিন।

৩. প্রিন্ট করুন এবং সত্যায়িত করুন।

৪. প্রিন্ট করা ফর্ম নিয়ে আগারগাও পাসপোর্ট অফিসে যান এবং ছবি তুলুন।

৫. বাসায় এবং স্হায়ী ঠিকানা তে এসবি পুলিশ যাবে।



এরপর সবকিছু শেষ হলে আপনি কনফার্মেশন মেসেজ পাবেন। মেসেজ পেলে আগারগাও অফিসে চলে যান। লাইনে দাড়ান। ডেলিভারি স্লিপ জমা দিন। আপনার নাম ডাকলে পাসপোর্ট নিতে যান। চেক করুন সব ইনফরমেশন ঠিক আছে কিন। ব্যাস।



আমি "সহজে" কথাটার পর একটি বিস্ময় চিহ্ন দিয়েছি কারণ আমার জমা দেয়ার সময় তেমন কোন ঝামেলা হয়নি কিন্তু তোলার সময় ৮ঘন্টা দাড়িয়ে থেকে পাসপোর্ট পেতে হয়েছে। জমা দেয়ার সময় দালালদের উৎপাত না থাকলেো তোলার সময় দেখলাম ঠিকই আছে। আপনার যদি মামা চাচা থাকে অথবা টাকা থাকে তাহলে তোলার সময়ও কোন ঝামেলা হবে না।



যাই হোক, আমার ভেরিফিকশনের পুলিশ দুই যায়গাতেই খুব ভালো পড়েছিলো কোন ঝামেলাই হয়নি ভেরিফিকেশনে।



টিপস:

১. পাসপোর্ট তোলার সময় মহিলাদের লাইন আলাদা এবং ছোট হয়, আপনার নিকট আত্মীয় (মহিলা) কাউকে অথোরাইজেশন লেটার দিয়ে পাঠাতে পারেন, অনেক কম সময়ে ডেলিভারি পেয়ে যাবেন। একই কথা বয়স্ক মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, বয়স্ক কেউ নিজে না গিয়ে অন্য নিকট আত্মীয় কে পাঠান অথোরাইজেশন লেটার দিয়ে।



২. অনলাইনে ফরম পূরনের সময় খুব সাবধানের করুন যাতে কোন ভুল না হয়, ভুল হলে সেটা শোধরানোর জন্য আপনাকে একই কষ্ট করতে হবে।



৩. অনলাইনে আপনাকে যে ইউজার আইডি এবং পার্সওয়ার্ড দিবে সেটা দিয়ে পাসপোর্ট সাইটে লগিন করে আপনি আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে দেখতে পাবেন যেমন-



In progress

Printing in progress

Completed

এবং নিয়ে আসার পর

Your passport (Enrol ID: xxxxx) has already been delivered on 02/06/2014



৪. খুব দরকার না হলো আর্জেন্ট পাসপোর্ট এর জন্য অ্যাপ্লাই করবেন না। আমি ২২তম দিনে পাসপোর্ট হাতে পেয়েছি কিন্তু আমার সাথে লাইনে দাড়ানো কয়েকজনকে পেয়েছি যারা আর্জেন্ট করেও ৩০/৩৫ দিনের বেশি হয়ে গেছে কিন্তু পাসপোর্ট পায়নি।



৫. সবশেষ টিপস, ধৈর্য্য ধারনের বিকল্প নাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:০৯

নিজাম বলেছেন: ধন্যবাদ। কিন্তু পুলিশের টাকা-পয়সা দিতে হয়নি?

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:১৫

রায়হান(তন্ময়) বলেছেন: ৫০০টাকা।

২| ২৩ শে জুন, ২০১৪ রাত ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখন তো মনে হয় পুলিশ ভেরিফিকেশন পর্ব বাদ দিয়েছে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:১৫

রায়হান(তন্ময়) বলেছেন: আমার সময় লেগেছে। এখনো বাদ দেয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.