| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি তোর ক্পালের আঠামাখা টিপ না যে,
চেপে দিলে লাগবো।
তোর গালে দেয়া মেকাপের গুড়ো না যে,
ঘষে দিলে থাকবো।
আমি তোর চুল বাঁধা লাল নীল ফিতা না যে,
চুলে বেঁধে রাখবি।
তোর কালো চোখে দেয়া কাজলের রেখা না যে,
তুলি দিয়ে আঁকবি।
আমি তোর সেলাইয়ের সোনামুখি সুই না যে,
পড়ে গিয়ে হারাবো।
তোর কটুকথাগুলো মন দিয়ে ছুঁই না যে,
সরে গিয়ে দাঁড়াবো।
জেনে রাখ আমি তোকে খুব বুঝি,
আমাকেও তুই যদি বুঝতি।
ছলছুতো রেখে ঠিক ভালোবাসা যাকে বলে,
সেটাকেই খুঁজতি।
২| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:১৯
বটের ফল বলেছেন: ফাটাফাটি হয়েছে। চমৎকার!!!!!  খুব ভালো লেগেছে। ছন্দে মিল চমৎকার।
একগুচ্ছ প্লাস।
+++++++++
ভালো থাকবেন রাজু মাষ্টার।
 
২৬ শে জুন, ২০১৩  ভোর ৪:০২
রাজু মাষ্টার বলেছেন: ফাটাফাটি ধইন্না পাতা  
  
  
  
  
  
 
৩| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:২১
ইমরাজ কবির মুন বলেছেন: 
আরেকবার পড়সি, এবার ক্লিয়ার।
জেনে রাখ আমি তোকে খুব বুঝি, 
আমাকেও তুই যদি বুঝতি।
এমনটা দিলে মনে হয় বেটার হবে ||
 
২৬ শে জুন, ২০১৩  রাত ৩:৫৭
রাজু মাষ্টার বলেছেন: হুম ঠিক ধরেছেন তাই হবে,কমা টা ভুল জায়গায় পড়ে গেসে... 
  
 
 ৩ কেজি ধইন্নাপাতা  
  
  
 
৪| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:৫৬
রাইসুল নয়ন বলেছেন: বাহ!!
ভালোই বলেছেন ভাই ![]()
সত্যি খুব ভালো লাগলো, আপনাকে অনুসরন শুরু করলাম ![]()
 
২৬ শে জুন, ২০১৩  ভোর ৪:১৮
রাজু মাষ্টার বলেছেন: মন থেকে আসলো তাই লিখলাম...... 
 ![]()
ভালো লেগেছে শুনে ভালো লাগলো... 
  
  
 
সত্যি খুব ভালো লাগলো, আপনাকে অনেক ধইন্না পাতা  
  
  
  
 
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩  রাত ১০:৫৩
ইমরাজ কবির মুন বলেছেন:
কবিতাটা সুন্দর হৈসে।
জেনে রাখ আমি তোকে খুব বুঝি আমাকেও
তুই যদি বুঝতি।- এটুক আমার কাছে ক্লিয়ার হয়নাই ||