| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আটটার দিকে বাড়ী থেকে বের হয়ে মোড়ের চায়ের দোকান থেকে হাত দশেক দূরে দাঁড়িয়েছি রিক্সা ধরব বলে।হঠাৎ দেখি রিমি আসছে রিকশায় চড়ে।রিমি হচ্ছে আমার পছন্দের একমাত্র মেয়ে।অনেকদিন যাবৎ চেষ্টা করেও কোন কূল কিনারা হলোনা তাকে এখন বলতে পারিনি  “আমি তোমাকে ভালবাসি”।অনেক সুযোগ খুজেছি মনের কথাটা বলার জন্য কিন্তু পাইনি।রিমি এবার নতুন কলেজে ভর্তি হয়েছে।
আমার আর রিমির পড়ালেখার তফাৎ ও কিছূদুর।আমার বন্ধু তোরাব তাকে প্রাইভেট পড়ায়।তোরাব অবশ্যই জানে আমি রিমিকে পছন্দ করি।কিন্তু শালা সেও পছন্দ করে রিমিকে।এখানেই প্যাঁচ।তাকে সাহায্য করতে বললে সে বলে,দেখ দোস্ত,শুধু তুই কেন আরো পাচজন বন্ধুর ও একই প্রস্তাব রিমির ব্যাপারে আমি যেন তাদের সাহায্যকরি।আমি শুধু তোর জন্য তো আর পাঁচজন কে কষ্ট দিতে পারিনা।তাছাড়া আমার ও রিমিকে পছন্দ।
তবু আমি জানি রিমি আমাকে কিছুটা লাইক করে।তাই ভেবে চিন্তে আজই তাকে মনের মতো করে মনের কথা বলব বলে সিদ্ধান্ত নিলাম।কেননা এরপর হয়তো এমন সুযোগ নাও মিলতে পারে।
আমার কাছাকাছি রিক্সা আশামাত্রই রিমিকে ডাক দিলাম।রিমি রিক্সা দাঁড় করিয়ে নেমে আমার কাছে এসে বলল,কিছু কি বলবেন ভাইয়া?
আমার ভীষন ভয় হলো,ভয়ে ভয়ে বললাম তুমি কোথায় যাচ্ছ?উত্তরে সে বলল,না কোথাও না,এমনি এদিকে এক বান্ধবীর বাড়ী যাচ্ছি।আর কিছু কি বলবেন?
:না মানে তোমার সাথে কিছু কথা ছিল।
:হ্যা বলুন।
(ভয়ে তখন আমার হাঁটু কাপছে,কেন যে এত ভয় পাচ্ছি নিজেও জানিনা)
         চারিদিকে তাকিয়ে বললাম,কথাটা কি এখানে বলব?
রিমি কিছুটা হেসে জবাব দিল,কোন সমস্যা না থাকলে এখানেই বলতে পারেন।
তাড়াতাড়ি বলুন আমার কিন্তু দেরী হয়ে যাচ্ছে।
আমি জানি রিমি এতক্ষণে বুঝে ফেলেছে আমি কোন কথাটা বলতে ডেকেছি।কিন্তু আমার খুব ভয় হচ্ছে বিধায় বলার সাহস পাচ্ছিলাম না।তারপর ও মুখ খুলে বলার চেষ্টা করলাম,আমি 
তো……তো……তো……
:হ্যাঁ বলুন কি বলতে চান?রিমি বলল।
:না মানে আমি তো……তোরাব কে খুজছি,তুমি কি জানো সে কোথায় আছে?
তারপর রিমি ‘জানিনা’ বলে হেসে রিক্সা উঠে চলে গেল আর আমার দিকে লক্ষ করে বলে গেল “বেচারা”।
আর আমিও বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গমন পথের দিকে তাকিয়ে রইলাম।
২| 
০২ রা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
রাজু মাষ্টার বলেছেন:  
  
  
  
  
 
ভাই কিসু বুদ্দি দ্যান,না হইলে সারাজীবন গোবেচারা থাকন লাগব,মনে লইতাসে  
  
  
  
  
 
৩| 
০২ রা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৫২
হাসান মাহবুব বলেছেন: বেটার লাক নেক্সট টাইম!
 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:০৬
রাজু মাষ্টার বলেছেন: হ ভাই আপ্নাগো দোয়াই আমার শেষ ভরসা :> :>
৪| 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:০৩
ইমরাজ কবির মুন বলেছেন: 
কিন্তু আমার খুব ভয় হচ্ছে বিধায় বলার সাহস পাচ্ছিলাম না।- কিসের ভয়? নেগেটিভ কিছু শোনার ?? আরে ভাই বড় হৈসেন তো, এখনো যদি না শোনার ভয় পান তাইলে তো আর হবেনা।ডাইরেক্ট বলে দিতে হবে, হৈলে হৈলো না হৈলো আরেকটা খোঁজা শুরু।ঝামেলা শ্যাষ  
 ||
 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:৩০
রাজু মাষ্টার বলেছেন: দূর নেগেটিভ এর গুষ্ঠীরে কিলাই  
  
 
সব শুইন্না অভ্যাস আসে,ডরাইনা  
  
 
তয় কথা অইল আমি মাইয়া মানুষ এমনিতে ভালা পাইনা,১০০ হাত দূরে থাকি...  
  
 
আমার ইনভেস্টমেন্ট ১ টাইম তো তাই ফাইনাল খেলতে একটু ডর আরকি  :-&  :-&  
৫| 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা বেচারা!!!!!
সত্যিই বেচারা, তবে একটা আশার কথা মেয়েরা আবার বেচারাদের সঙ্গী হিসাবে লাইক করে ![]()
খুশি হইয়েন না। কারণটাও শুইনা নেন ..
সারা জীবন নাকে রশি দিয়া ঘুরান যায় বলে  
 
 
  
  
  
  
  
 
ট্রাই করতে থাকেন!!!!!
 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:৩৪
রাজু মাষ্টার বলেছেন: হুম লাইক তো করবই  
 
সারা জীবন নাকে রশি দিয়া ঘুরান যায় বলে  
 
তয় তারা রঙ দেখছে,রঙ্গের ডিব্বা দেখেনাই   
  
 
রশিডা তার হাতে ভালো মতন কইরা পেচাক,আমি ও নাকের উপর দিয়া এমুন্ন ডিগবাজি খেলামু না   
  
 
৬| 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:০৪
িটউব লাইট বলেছেন: রিমি কি আমারও পছন্দ :> :>
 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:৪৬
রাজু মাষ্টার বলেছেন: বলেছেন: ভাই এমনিতে চাপের উপ্রে আসি  
  
 
আপ্নে আবার ক্যান্ডিডেট বাড়াইয়েন না
পারলে ২/১টারে লইয়া যান
পরে আপ্নেরে মামা হালিমের খালি বাটি দিয়া খুশি কইরা দিমুনে  
  
 
৭| 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন: 
আমারো প্রতিবার ইনভেস্টমেন্ট ১ টাইমই মনে হৈতো  
 ||
 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৯:৫৬
রাজু মাষ্টার বলেছেন: হুম ভাই......
আসল কথা কি,আমার পুঁজি খুব অল্প,বারবার ইনভেস্টমেন্ট কেম্নে করমু  
  
  
 
৮| 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৯:০৪
শাহরিয়ার রিয়াদ বলেছেন: 
এটম খান।  
  
  
  
 
 
০২ রা জুলাই, ২০১৩  রাত ৯:৫৮
রাজু মাষ্টার বলেছেন: অয়াহ অয়াহ হোয়াট এ আইডিয়া স্যার জী  
  
  
 
৯| 
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১২:০১
মাক্স বলেছেন: ধুর মিয়া  
  
 
১০| 
০৩ রা জুলাই, ২০১৩  রাত ১:৩৪
রাজু মাষ্টার বলেছেন: ক্যান  
  
  
 
কি হইল ভাই  :-&  :-&  :-& 
১১| 
০৪ ঠা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  এইডা একটা কাম করলেন!!!!!!!!!!!!!
 
০৪ ঠা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৩
রাজু মাষ্টার বলেছেন: (ভয়ে তখন আমার হাঁটু কাপছে,কেন যে এত ভয় পাচ্ছি নিজেও জানিনা)  
  
  
  
  
 
ভাই ডর ভাগানের অউশদ লাগব,এট্টু হেল্পান  
  
  
 
১২| 
৩১ শে জুলাই, ২০১৩  দুপুর ১২:২৯
আরজু পনি  বলেছেন: 
রোজ হালি খানেক আন্ডা, ডজন খানেক সাগর কলা, ১০/১২টা পরোটা বা নান মাখন, মধু এসব খেয়ে আর ব্যায়াম করে বঢিটাকে বিল্ড করে তারপর সাহস করে যান...তখন আর মিস হবে না আশা করি  
 
শুভকামনা ।।
১৩| 
৩১ শে জুলাই, ২০১৩  দুপুর ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সাহস বাড়াতে হবে। পা কাপলে চলবে না। ফরচুন ফেভারস দা ব্রেভ।বুঝলেন। 
 
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৪০
ইমরাজ কবির মুন বলেছেন:
  
 ||
পুরাই বেচারা। ধুর মিয়া, ধুর