| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মাঝে মাঝে মনে হয় আমি যেনো ব্যবহার করার একটা টিশ্যু,সবার দুঃখে নিজেকে আমি এগিয়ে দেই,কান্না মুছে দেই অপার মমতায়...
কিন্তু সময় শেষে কান্না ভুলে গেলে,ভুলে যায় আমাকেও,ছুড়ে ফেলে দেয় দূরে
কিন্তু কেউ ই বুঝতে পারেন,জানতে পারেনা যে আমি প্রতি মুহুর্তেই নিজেকে করি নতুন,নতুন শুকনো টিস্যুর মতো,যেনো আমি  পরে আবার কখনও তার কান্নাকে মুছে দিতে পারি সযত্নে.........
কিন্তু হায় বোকা মানুষ তুমি বুঝতে পারোনা,চিন্তে পারোনা এই আমাকে, জানতে পারোনা কখনই এই আমাকে......
আর জানতে পারোনা কখনই তোমার কষ্টের কান্না গুলো আমি নিজের মধ্যে গোপনে লালিত করি জীবনভর,কারন তোমার কান্নার মধ্যেই যে লুকিয়ে আছে আমার কান্না............
২| 
২১ শে জুলাই, ২০১৩  রাত ১:২৮
রাজু মাষ্টার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই... নিজেকে অনেক সার্থক মনে হলো
আর আপনার কথাই ঠিক,লক্ষবার টিস্যু হওয়াতেই অনেক সুখ
৩| 
২১ শে জুলাই, ২০১৩  রাত ১:৫০
সাকিব শাহরিয়ার বলেছেন: আর জানতে পারোনা কখনই তোমার কষ্টের কান্না গুলো আমি নিজের মধ্যে গোপনে লালিত করি জীবনভর,কারন তোমার কান্নার মধ্যেই যে লুকিয়ে আছে আমার কান্না...........
বস পিছ। খুব ভাল লাগলো।
 
২১ শে জুলাই, ২০১৩  রাত ২:০০
রাজু মাষ্টার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই... নিজেকে অনেক সার্থক মনে হল
ভালো আছেন?
৪| 
২১ শে জুলাই, ২০১৩  রাত ২:২৪
মাহমুদ০০৭ বলেছেন:  জগত এমনই ।
বোকামন বলেছেন: 
সবার দুঃখের কান্না মুছে দেবার জন্য লক্ষবার টিশ্যু হওয়াও ভালো। 
আপনার “আমার আমি”-র প্রতি স্যালুট....।
যা  বলার বোকামন বলে দিয়েছেন ।   
 
২১ শে জুলাই, ২০১৩  রাত ২:২৮
রাজু মাষ্টার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৫| 
২১ শে জুলাই, ২০১৩  রাত ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন: 
ভালো থাকুন শুভকামনা রইল অনেক 
৬| 
২১ শে জুলাই, ২০১৩  রাত ২:৫২
রাজু মাষ্টার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৭| 
২১ শে জুলাই, ২০১৩  রাত ৩:২০
টুম্পা মনি বলেছেন:  
  
  
 
 
২১ শে জুলাই, ২০১৩  রাত ৩:২৮
রাজু মাষ্টার বলেছেন: টিস্যু তো নাই...... 
  
  
  
 
৮| 
২১ শে জুলাই, ২০১৩  ভোর ৬:৫১
ইমরাজ কবির মুন বলেছেন: 
চমৎকার লিখা।
আপনার মতো টিশ্যুর দরকার আসে।মার্কেটে ছাড়তে পারলে এক ঠ্যালায় বড়লোক  
 ||
 
২১ শে জুলাই, ২০১৩  বিকাল ৩:০৮
রাজু মাষ্টার বলেছেন: ধন্যবাদ 
 
ভালা বুদ্ধি দিসেন তো, বড়লোক হইবার মুঞ্চায়  
  
  
  
 
৯| 
২৬ শে জুলাই, ২০১৩  বিকাল ৪:২০
শায়মা বলেছেন: হুমমমম![]()
 
২৬ শে জুলাই, ২০১৩  রাত ৮:৪২
রাজু মাষ্টার বলেছেন: হুমমমমমম 
 :-& 
১০| 
২৬ শে জুলাই, ২০১৩  বিকাল ৪:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ভাল লাগলো ।
 
২৬ শে জুলাই, ২০১৩  রাত ৮:৪৪
রাজু মাষ্টার বলেছেন: কিন্তু অনুভূতি টা সুন্দর লাগেনা  
  
 
অনেক ধন্যবাদ  
  
 
১১| 
২৮ শে জুলাই, ২০১৩  দুপুর ১২:৪৯
আরজু পনি  বলেছেন: 
ভালো লাগলো আমার আমি রাজু মাস্টার কে।
শুভকামনা রইল মাস্টার।।
 
২৮ শে জুলাই, ২০১৩  দুপুর ২:৫৭
রাজু মাষ্টার বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি  
  
  
  
 
আপনার জন্য ও অনেক শুভকামনা  
 
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩  রাত ১:০২
বোকামন বলেছেন:
সবার দুঃখের কান্না মুছে দেবার জন্য লক্ষবার টিশ্যু হওয়াও ভালো।
আপনার “আমার আমি”-র প্রতি স্যালুট....।