| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বৃষ্টি তুমি ঝরে যাও কোন খেয়ালে ?
তুমি কি পাও দেখিতে সে বর্ষন,
যা তোমার চাইতেও অবিরাম নিঃশব্দে ঝরে ওই মনেরও আড়ালে।
তুমি যাও দিয়ে মুছে সব আপন খেয়ালে,
তবু যে মুছেনা যেনো; সে ক্ষীণ দাগ,
যা গভীর হয়ে থাকে হৃদয়ের ই দেয়ালে।
 
২২ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৫২
রাজু মাষ্টার বলেছেন: অনেক ধন্যবাদ 
হয়তো এ ভালোলাগাগুলোর জোরেই এখনো টিকে আছি
২| 
২৩ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অনুকাব্য ।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৩৬
রাজু মাষ্টার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৩| 
২৫ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন।
৪| 
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ১:০০
ফারিহা নোভা বলেছেন: সুন্দর
 
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ২:৩৫
রাজু মাষ্টার বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: যা গভীর হয়ে থাকে হৃদয়ের ই দেয়ালে
ভাল লাগা রেখে গেলাম