নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা পথে একলা পথিক........

রাজু মাষ্টার

মন খুলে হাসতে ভালবাসি......হাসাতে ভালোবাসি.....কিন্তু সব শেষে নিরব নিসঙ্গতায় ভাসি...

রাজু মাষ্টার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার পরীক্ষা

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

নীরব নিরালায় একটি রেল লাইনের সামনে একটি ছেলে ও একটি মেয়ে চুপ করে দাড়িয়ে আছে।দুজনেই নিশ্চুপ,ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে,মেয়েটি মাটির দিকে মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।

ছেলেটি হঠাৎ বলে উঠলো
-তুমি আমাকে ভালোবাসো ?
-হ্যাঁ, খুব।
-তুমি আমার ভালোবাসার জন্যি পরীক্ষা দিতে পারবে ?
-পারব।
-তাহলে তুমি আমার জন্যি তোমার প্রান টা দিতে পারবে ?

এইবার সাথে সাথেই মেয়েটি মুখ তুলে ছেলেটির দিকে চাইল বিস্ময়,নির্বাক নয়নে।যেনো বিশ্বাস করতে পারছিলনা নিজের কানকে।এভাবে কয়েটি মুহুর্ত বয়ে গেলো নিশ্চুপ,নিঃশব্দে।
খানিক পর মেয়েটি বলে উঠল
-হ্যাঁ পারব।

ছেলেটি বলে উঠল এখনি এই লাইন দিয়ে একটা ট্রেন যাবে।
আমি চাই তুমি এ চলন্ত ট্রেনটির সামনে দাঁড়িয়ে আমার ভালবাসার পরীক্ষা দাও।
একটু পরেই দুরে ট্রেনের সাইরেন শোনা গেল,ট্রেন আসছে।
ছেলেটি ট্রেন লাইন থেকে নেমে গেলো, মেয়েটি দাঁড়িয়ে রইল লাইনের মাঝখানে।

ছেলেটি একটু দূরে সরে গিয়ে মুখ ফিরিয়ে নিল,যাতে আগত ট্রেনের ধাক্কায় মেয়েটির ছিন্নভিন্ন দেহটিকে দেখতে না হয়।
পর মুহূর্তেই ট্রেনটি ছেলেটির পাশ দিয়ে চলে গেল।ছেলেটি আস্তে আস্তে মুখ ফিরিয়ে চাইল, একটা বিভৎস দৃশ্য দেখার জন্যি।

কিন্তু ফিরে ছেলেটি কিছুই দেখতে পেলনা, পাশে তাকিয়ে দেখল মেয়েটি রেল লাইনের অপর পাশে দূরে দাঁড়িয়ে আছে।
ছেলেটি তখনি দৌড়ে মেয়েটির কাছে গেল, জিজ্ঞেস করল
-তুমি মারা যাওনি ?
-আমি মরে গিয়ে তোমার ভালোবাসার পরীক্ষা দিতে চাইনা,আমি সারাজীবন তোমার পাশে থেকে তোমার ভালোবাসার পরীক্ষা দিতে চাই।

মেয়েটির কথা শুনে,এইবার ছেলেটির মাথা হেঁট হয়ে গেল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

নিলু বলেছেন: লিখতে থাকুন

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

রাজু মাষ্টার বলেছেন: চেষ্টা করছি...
দোয়া করবেন...
অনেক ধন্যবাদ.....

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: ছেলেটার শয়তানী মেয়েটা ধরে ফেলেছে ! :P

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৩

রাজু মাষ্টার বলেছেন: গ্রেট,, আপু ধরে ফেলেছেন :P :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.