![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিযিকের মালিক আল্লাহ, কার রিযিক কোথায় তা কেউ বলতে পারেনা কোনোদিন পারবেওনা। নিশ্চয়ই প্রত্যেকটা চেষ্টার প্রতিদান উপরওয়ালা নিজে দান করেন আমি এটা বিশ্বাস করি। তারপরেও যা হয়না তাতে উপরওয়ালার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে।
একজন ভিখারি যে রাস্তায় বসে বসে ভিক্ষা করে তারও একটা চেষ্টা কাজ করে যে সে প্রতিদিন বসে থাকবে এর বিনিময়ে সে ভিক্ষা পাবে! হ্যা সে পাবে যা পাবে তা তারই রিযিক। এখন সে যদি কর্মক্ষম হয় চেষ্টা করবে কাজ করে খাওয়ার জন্য এবং সে হয়ত আরও ভালো রিযিক পাবে এবং সে অবশ্যই পাবে। সৃষ্টিকর্তা কাউকে অখুশি রাখেননা কারন তিনি মহান ও দয়ালু।
জীবনের ব্যাপারটাও এমন যে যেমন কর্ম করবে তেমনটাই তার ফল হবে। এখন কথা হচ্ছে কর্মের সাথে ফলের সাদৃশ্য কিভাবে বিচার করা যাবে? উত্তর হচ্ছে সর্বশক্তিমান মানুষের চাওয়াপাওয়াকে তিনভাগে বিভক্ত করেন। ১. যা চাইবেনা তা সাথেসাথে পাবেন, ২. পাবেন তবে একটু দেরী করে পাবেন, ৩. পাবেননা তবে এর চেয়ে ভালো কিছু পাবেন। ধৈর্য ধরেন, ধৈর্যের ফল সুস্বাদু। দিনশেষে কেউ জীবনকে গালাগালি না দিলেই হয়! জীবন অনেক সুন্দর, বিশ্বাস রাখেন নিজের উপর সবকিছুই সম্ভব। ভাইরাস ছাড়া যেমন এন্টিভাইরাস হয়না তেমনি সমস্যা ছাড়া সমাধান হয়না। শুধু জানতে হয় কিভাবে তা করা যায় তাহলেই জীবন সুন্দর তা নাহলে ঐ রাস্তার ভিখারির মত রিযিক নিয়ে বাঁচতে হবে।
আমি একজনকে খুব করে বলতাম " পৃথিবী শুধু ময়লা আবর্জনার জায়গা দেয় এবং নিজের জায়গা নিজেকে করে নিতে হয়। " যার কথা বলছিলাম সে আজ এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মত অগণিত মানুষ পৃথিবীতে লড়াই করেছে, করছে এবং করবে।
দিনশেষে বলি জীবনের মর্ম তখনই বুঝবেন যখন ব্যর্থ হবেন আর জীবনের সার্থকতা তখনই বুঝবেন যখন সফল হবেন মনে রাখবেন লাফ দিয়ে কেউ কোনোদিন তালগাছে উঠতে পারেনা।
©somewhere in net ltd.