| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
---কষ্ট কথন---
------------
"কষ্ট পুষি, কষ্ট জমাই,
কষ্ট জ্বালাই,কষ্ট পোড়াই,
মন শ্মশানে কষ্টগুলো
ছাই বানিয়ে উড়াই।
তারপরেও বুকের মাঝে
কষ্ট থাকে কত,
হৃদয় মাঝে তাকিয়ে দেখি
বিশাল একটা ক্ষত।
কষ্ট কিনি কষ্ট বেচি
লাভ লসেও কষ্ট।
ভ্রষ্ট পথের পথিক আমি
কষ্ট পেয়েও নষ্ট।"
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩
Razib Abdullah বলেছেন: "শালার কষ্ট! খাইসোডা দিয়ে ধুইলেও যায় না" -এইটা ভাল বলছেন। কমেন্টের জন্য ধন্যবাদ।
২|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখছেন।
আমার ব্লগে ঘুরে আসার দাওয়াত দিলুম আপনাকে। আসবেন কিন্তু। ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
জোকস বলেছেন: শালার কষ্ট! খাইসুডা দিয়ে ধুইলেও যায় না
কষ্ট কথন ভাল হইছে
ব্লগে স্বাগতম।