![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেটের কল্যাণে হারিয়ে যাওয়া পছন্দের অনেক টিভি সিরিজ খুঁজে পেয়েছি। অনেক মাস ধরে খুঁজছিলাম ওশিন সিরিজটি। কয়েকদিন আগে ইউটিউব ও ফেইসবুকে পেলাম তাও ইংরেজি সাব টাইটেল সহ।
মনে হয় ১৯৯১ সালে বিটিভিতে দেখেছিলাম ওশিনকে। জাপানের ইতিহাসের ৮০ বছরকে (১৯০০-১৯৮০) খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের বাংলাদেশের বয়স এখন ৪৩ বছর। আর ১৯৫২ সালের পর ৬২ বছর পার হয়ে গেছে। এমন সিরিয়াল কেন হয়না আমাদের টিভি চ্যানেল গুলোতে। হয়তো ইতিহাস নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ভার্সন রয়েছে। এজন্য কেউ বেশি বিতর্কে যেতে চায়না। তবে আমার মনে হয় যে আমাদের সাহিত্যিকদের মধ্যে গবেষণা করার ধৈর্য ও পরিশ্রমের মানসিকতার অভাব।
যাই যারা ওশিন দেখতে চান তারা এই লিংকে গেলে অনেক এপিসোড দেখতে পাবেন ইংরেজি সাব টাইটেল সহঃ
https://www.facebook.com/OshinEng
২| ১৪ ই জুন, ২০১৪ ভোর ৬:০৮
মেকগাইভার বলেছেন: রিসেন্ট ওশিন মুভিটাও ভালো লাগছে। পারলে ব্লুরে নামায়ে দেখতে পারেন।
http://www.imdb.com/title/tt2185384/
৩| ১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:০২
অপাপবিধ্য বলেছেন: পুরোনো কথা, those good old happy days, wish it come back again. All my brothes & sisters with our parents used to watch BTV program. Now we are in a state of separation from togetheness........i really miss those days
৪| ২২ শে জুন, ২০১৪ ভোর ৬:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আমারও ভাল লেগেছিল ওশিন ।
৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৫১
লিরিকস বলেছেন: আমার ১০১ তম পোস্ট আপনাকে নিয়ে।
শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৪ রাত ৩:২৫
আরজু মুন জারিন বলেছেন: ওশিন টিভি সিরিয়াল টি আমি ও দেখেছি বি টিভি তে চলাকালীন সময়ে। ভাল তো। আপনি কিভাবে সংগ্রহ করলেন এই সিরিজ টি।
ধন্যবাদ আপনার এই উদ্যোগে। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।