নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থমথমে রাত,- আমার পাশে বসল অতিথি-- বললে,-আমি অতীত খুধা,তোমার অতীত স্মৃতি!

সময়ের সমুদ্রের পার--- কালকের ভোর আর আজকের এই অন্ধকার

রাজীব হোসাইন সরকার

বাইরে হিমের হাওয়া হেমন্তের রাত; দরজায় জানালায় অবিরাম রাতের আঘাত।।

রাজীব হোসাইন সরকার › বিস্তারিত পোস্টঃ

আমার আত্মহত্যা!!! দায়ী থাকবে ব্লগ কর্তৃপক্ষ X((:((

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭

দোহাই লাগে ব্লগ কর্তৃপক্,



হয় আমারে জেনারেল কইরা দাও,

নয়তো ব্লক মাইরা দাও।



এক সপ্তাহের মিথ্যা আশ্বাসে আর ভুলাইও না।



আমারে জেনারেল না কইরা দিলে আত্মহত্যা করমু,



এর জন্য দায়ী থাকবে ব্লগ কর্তৃপক্ষ।



জেনারেল করার আগে আমার লেখাগুলো দয়া করে পড়ে দেখেন.।



যদি যোগ্যতা সম্পন্ন হয়, তাইলে জেনারেল কইরা দেন।



ইরাম কইরা অবহেলা কড়া জুলুমের সামিল। :((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ রাত ৩:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকে জেনারেল করে দিয়েছি ;) B-)) :P

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:২৮

রাজীব হোসাইন সরকার বলেছেন: :) এজন্য হার্টের ক্রাস্ক নামক স্থান থেকে ধন্যবাদ। সাথে আবার ঘুরতে আসার জন্য নেমন্তন্ন রইল। :)

২| ১১ ই জুন, ২০১৩ রাত ৩:৩৬

নিয়েল হিমু বলেছেন: জেনারেল হয়েছেন ? নাকি সুইসাইড খায়া ফেলছেন ?

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

রাজীব হোসাইন সরকার বলেছেন: সুইসাইড নিয়ম মাফিক করতে পারি নাই। দড়ি বড় হয়ে যায়। গাছে আর ঝুলতে পারি না। মাটিতে ধপাস করে পড়ে যাই।

চিন্তা করছি আর সুইসাইড করমু না।

সেফ হয়ে গেছি যে। :)

আবার ঘুরতে আসার নেমন্তন্ন রইল। :)

আপনাকে কি আমি ফেসবুকে দেখেছি?

চেনা চেনা লাগে যে ? :)

৩| ১১ ই জুন, ২০১৩ ভোর ৪:০২

দায়িত্ববান নাগরিক বলেছেন: জেনারেল হইছেন নি? বাইচা আছেন? হ্যালো? B:-/

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৩২

রাজীব হোসাইন সরকার বলেছেন: :) আপনার দায়িত্ব নিলে বেঁচে থাকার চেষ্ঠা করতে পারি।

ওয়াচে থাকায় একমাস দুই সপ্তাহের জেল আর দেড় মাসের ফাসিতে ঝুলছিলাম। :)

৪| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬

নিয়েল হিমু বলেছেন: জেনারেল হয়েছেন এটাই টের পাইলাম ভোর রাত্রে । আর এখন দেখি বলতেছেন সেফ !!!
এনি ওয়ে good job
আর ফেবুতে দেখেছেন কি বাস্তবে দেখছেন এটা তো বলতে পারব না ।

১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৯

রাজীব হোসাইন সরকার বলেছেন: :) :)

একটা অবাক কারন দেখুন,

ফেসবুকের শত কমেন্ট আর ব্লগের এক কমেন্টের স্পমপাল্লা দেখে আমি আবিভুত !!!

ফেসবুকে আপনার আইডি কি এই নামেই? :)

৫| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:১০

তাসিম বলেছেন: :#)

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯

রাজীব হোসাইন সরকার বলেছেন: :)

৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬

নিয়েল হিমু বলেছেন: ফেবু / himuneyal :-< :-< :-< :-<

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

রাজীব হোসাইন সরকার বলেছেন: এড পাঠিয়েছি।

অভাগারে টাইমলাইনে ঠাই দিলে চরম কৃথার্থ হইবেক :(

৭| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: চল্লিশা খাইতে আইছিলাম /:) :-< |-) |-)

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

রাজীব হোসাইন সরকার বলেছেন: ইশরে!! :(

সে আশায় গুড়ে বালি!!! :)

আশাকরি সেফ হওয়ার জন্য বিতরনকৃত মিস্টি খেয়ে যাবেন, :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.